Cough And Cold: সর্দি-কাশি নিমেষে সারায় এই পরিচিত পাতা! ওষুধ ছাড়াই কফ কমবে ম্যাজিকের মতো

Last Updated:

সারাবছর সর্দি-কাশিতে ভোগেন এমন মানুষের সংখ্যা কম নেই। অল্প ঠান্ডা লাগলেই ওষুধ খেলে তা শরীরের জন্য খারাপ হতে পারে। সেক্ষেত্রে সর্দি-কাশিতে অত্যন্ত উপকারী হতে পারে একটি পরিচিত পাতা।

সর্দি-কাশি নিমেষে সারায় এই পরিচিত পাতা! ওষুধ ছাড়াই কফ কমবে ম্যাজিকের মতো
সর্দি-কাশি নিমেষে সারায় এই পরিচিত পাতা! ওষুধ ছাড়াই কফ কমবে ম্যাজিকের মতো
সারাবছর সর্দি-কাশিতে ভোগেন এমন মানুষের সংখ্যা কম নেই। অল্প ঠান্ডা লাগলেই ওষুধ খেলে তা শরীরের জন্য খারাপ হতে পারে। সেক্ষেত্রে সর্দি-কাশিতে অত্যন্ত উপকারী হতে পারে একটি পরিচিত পাতা যার নাম ইউক্যালিপটাস।
পৃথিবীতে প্রায় ৪০০ প্রজাতির ইউক্যালিপটাস পাওয়া যায়। ভারত, চিন ও ইউরোপিও আয়ুর্বেদে  ইউক্যালিপটাসের তেলকে বহু গুণাবলীর সমাহার হিসাবে ধরা হয়। তাই বহু রোগের চিকিৎসার ওষুধে এই গাছের তেল ব্যবহার করা হয়।
(প্রতীকী ছবি)
advertisement
চিকিৎসক  পি অ্যান্ড জি হেল্থের মেডিক্যাল অ্যান্ড টেকনিকাল অ্যাফেয়ারসের মুখ্য গবেষক Yong Chiat Wong-এর মতে সর্দি-কাশির মহৌষধ এই ইউক্যালিপটাস।
advertisement
আসুন জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন এই পাতা-
ইউক্যালিপটাস বামের ব্যবহার- সর্দি কাশিতে আমরা মিনথল বাম প্রায়ই ব্যবহার করি তবে ইউক্যালিপটাস বাম ব্যবহার করলে সর্দি-কাশিতে অত্যন্ত উপকার পাওয়া যায়।
advertisement
ইউক্যালিপটাসের চা- ইউক্যালিটাসের চা খেলে সর্দি-কাশিতে আরাম পাওয়া যায়। এবং ওষুধ ছাড়াই ঠান্ডা লাগা থেকে সহজে মুক্তি পাওয়া যেতে পারে। এই বিশেষ চা বানাতে চা বানাননোর সময়ে ফুটন্ত জলে চা পাতার সঙ্গে শুকনো ইউক্যাসিপটাসের পাতা দিয়ে ফোটাতে হবে।
ইউক্যালিপটাসের স্টিম নেওয়া- এক্ষেত্রে ফুটন্ত জলে কয়েক ফোঁটা ইউক্যালিটাসের তেল দিয়ে সেই স্টিম নাক মুখ নিয়ে নিতে হবে। এতে কয়েক দিনেই সর্দি-কাশি থেকে উপশম মিলবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cough And Cold: সর্দি-কাশি নিমেষে সারায় এই পরিচিত পাতা! ওষুধ ছাড়াই কফ কমবে ম্যাজিকের মতো
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement