TRENDING:

Dark Circle: ডার্ক সার্কেল মুহূর্তে কমাবে এই ফলের খোসা! চোখের নিচের কালো দাগের সহজ টোটকা এই উপাদান

Last Updated:

ডার্ক সার্কেল মুহূর্তে কমাবে এই ফলের খোসা! চোখের নিচের কালো দাগের সহজ টোটকা এই উপাদান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডার্ক সার্কেল মুখের উজ্জ্বলতা ঢেকে দেয়। কখনও কখনও ডার্ক সার্কেল এত গভীর হয় যে অকারণেই অসুস্থ বলে মনে হয়। চোখের নিচে কালো দাগ পড়ার অনেক কারণ থাকতে পারে, যেমন বয়স বৃদ্ধি, দুর্বলতা, সূর্যের আলোর সংস্পর্শে আসা, ঘুমের অভাব এবং মানসিক চাপ।
ডার্ক সার্কেল মুহূর্তে কমাবে এই ফলের খোসা! চোখের নিচের কালো দাগের সহজ টোটকা এই উপাদান
ডার্ক সার্কেল মুহূর্তে কমাবে এই ফলের খোসা! চোখের নিচের কালো দাগের সহজ টোটকা এই উপাদান
advertisement

শরীরে জলের অভাবও ডার্ক সার্কেলের সৃষ্টি করে। এই ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে কলার খোসা ব্যবহার করা যেতে পারে। ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে চোখের উপর কলার খোসা অত্যন্ত উপকারী।

আরও পড়ুন: সাবধান! এই ৩ ভুল করলে কখনই ওজন কমবে না, মেদ ঝরাতে জেনে রাখুন এই সহজ টিপস

advertisement

কলার খোয়ায় পুষ্টিগুণ বেশি। এই খোসাগুলো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, জিংক, আয়রন, পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজের ভালো উৎস। এগুলি ছাড়াও তাদের ত্বক-হাইড্রেটিং এবং কোলাজেন-উতপাদক বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বককে দীর্ঘ সময়ের জন্য তরুণ রাখতে কার্যকর।

আরও পড়ুন:  ঝুলন্ত ত্বক টানটান হবে সহজেই! বলিরেখা দূর করতে পারে এই ৪ উপাদান

advertisement

কলার খোসা চোখের নিচের কালো দাগ, ফোলা চোখ এবং বলিরেখার সমস্যা কমাতেও সাহায্য করে। কলার খোসা ব্যবহার করতে, প্রথমে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার কলার খোসা ছাড়িয়ে খোসা হালকা হাতে চোখের নিচে ঘষে প্রায় ১০ মিনিট রাখার পর মুছে ধুয়ে ফেলতে হবে। এই খোসাগুলো ডার্ক সার্কেলের পাশাপাশি পুরো মুখে লাগানো যেতে পারে। কলার খোসা মুখে  গ্লো এবং অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য আনতে ব্যবহার করা যেতে পারে।

advertisement

চোখের নিচের কালো দাগ দূর করতে শসার রস লাগানো যেতে পারে। শসার টুকরো চোখের নিচের কালো দাগের ওপরও ভাল প্রভাব ফেলে।

ডার্ক সার্কেল হালকা করতে আলুর রসের ব্যবহার দেখা যায়। যা করতে হবে তা হল আলু ঘষে এবং ছেঁকে রস বের করতে হবে এবং আঙ্গুল বা তুলোর সাহায্যে ১০ থেকে ১৫ মিনিট ডার্ক সার্কেলে মেখে রাখার পর ধুয়ে ফেলতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

টমেটোর রস ডার্ক সার্কেলের উপরও ভাল প্রভাব ফেলে। এই রস ১০ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে হবে। টমেটোর ফেসপ্যাকও তৈরি করে লাগানো যেতে পারে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dark Circle: ডার্ক সার্কেল মুহূর্তে কমাবে এই ফলের খোসা! চোখের নিচের কালো দাগের সহজ টোটকা এই উপাদান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল