শুষ্কতার সমস্যা দূর করতে সপ্তাহে ১ থেকে ২ দিন চুলের যত্ন নিতে হবে। চুলের জন্য সঠিক তেল নির্বাচন করতে হবে। ভুল তেল ব্যবহার করলে চুল মজবুত হওয়ার পরিবর্তে দুর্বল হয়ে যেতে পারে। এবং চুলের গোড়া দূর্বল হয়ে যেতে পারে।
আরও পড়ুন: বারো মাস ঠোঁট ফাটা থাকে? লিপস্টিকের মতো গোলাপী আভা পেতে ব্যবহার করুন এই ঘরোয়া মাস্ক
advertisement
লেবু তেল- নারকেল তেলে পাতি লেবুর রস মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এতে খুশকি দূর হয়। এবং চুলের গোড়ায় হয়ে থাকা বিভিন্ন ইনফেকশন দূর হয়।
অ্যালোভেরা- নিজের পছন্দ মতো হেয়ার অয়েলের সঙ্গে অ্যালোভেরার জুস মিশিয়ে চুলে মাখতে পারেন এতে চুলের বিভিন্ন সমস্যা দূরহয়।
জবা বাতা- জবা চুলের জন্য অত্যন্ত উপকারী। চুলে স্বাস্থ্য ভাল রাখতে জবা পাতা ভাল করে নারকেল তেলে ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করা যেতে পারে। এতে চুল ঘন কালো ও মজবুত হয়।
আরও পড়ুন: ঝটপট ঝরবে ওজন! বেশি না-খেটেই বানানো যেতে পারে লোভনীয় এবং পুষ্টিকর এই সব ব্রেকফাস্টের পদ
মেথি- মেথি চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। নারকেল তেল বা অলিভ অয়েলে মেথি মিশিয়ে ফুটিয়ে নিয়ে সেই তেল মাথায় মাখতে হবে। এতে চুল পড়ার সমস্যা দূর হতে পারে।
আমলকী- আমলকী ভাল করে পেস্ট করে সেই পেস্ট তেলে মিশিয়ে স্নানের ১ ঘন্টা আগে মাখতে হবে । চুল পড়া রোধ করতে আমলকী মহাষৌধের মত কাজ করে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।