TRENDING:

Dirty Bedsheet: নিয়মিত বিছানার চাদর বদলান তো? ময়লা বেডশিট থেকে কী হতে পারে জানলে চমকে যাবেন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অপরিচ্ছন্নতা বিভিন্ন রোগের কারণ হতে পারে তাই নিয়মিত ঘর-বাড়ি পরিষ্কার রাখতে হবে। নিজেকে সুস্থ রাখতে শুধু খাওয়া-দাওয়াই নয়, পরিচ্ছন্নতাও খুব জরুরি।  নিজের পাশাপাশি ঘর পরিষ্কারের ক্ষেত্রেও বিশেষ যত্ন নেওয়া জরুরি। বিশেষ করে বিছানার চাদর। বালিশের কভার, বালিশ বা কম্বলে ময়লা থাকলেও বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়।
নিয়মিত বিছানার চাদর বদলান তো? ময়লা বেড শিট থেকে কী হতে পারে জানলে চমকে যাবেন
নিয়মিত বিছানার চাদর বদলান তো? ময়লা বেড শিট থেকে কী হতে পারে জানলে চমকে যাবেন
advertisement

WebMD-এর খবর অনুযায়ী,  বিছানার চাদর না ধোয়ার কারণে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। সময় মতো বিছানার চাদর পরিবর্তন না করলে বা না ধুলে  তা স্বাস্থ্যের ক্ষতি করে।  বিছানার চাদর পরিবর্তন না করলে ত্বকের মৃত কোষ, ঘাম এবং তেলের মতো জিনিস এতে জমে যায়। এর ফলে মাথার লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে।

advertisement

আরও পড়ুন: উপবাস করলে তরতরিয়ে নামবে ডায়াবেটিস? ওজনও কমবে ঝটপট! গোপন রহস্য জেনে নিন

ময়লা বিছানার চাদর দাদের মতো ত্বকের সমস্যা সৃষ্টি করে। এটি এক ধরনের সংক্রমণ। এর প্রধান কারণ হল ছত্রাক, যা সামান্য আর্দ্রতাযুক্ত অঞ্চলে বৃদ্ধি পায়। এটি এড়াতে অবিলম্বে  বিছানার চাদর পরিবর্তন এবং পরিষ্কার করা উচিত।

advertisement

নোংরা বিছানার চাদরে সিবাম জমে যেতে পারে, যার কারণে  ত্বকে ব্রণ হতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শরীরে আঘাত বা ক্ষত থাকলে ময়লা চাদরে একেবারেই শোয়া চলবে না। শরীরে আঘাত বা ক্ষতের কারণে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যায়। এই অবস্থায় ত্বকের ক্ষতস্থানের ভিতরে ব্যাকটেরিয়া প্রবেশ করে, যার কারণে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়।  তাই অপরিষ্কার বিছানা একেবারেই এড়িয়ে চলতে হবে। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dirty Bedsheet: নিয়মিত বিছানার চাদর বদলান তো? ময়লা বেডশিট থেকে কী হতে পারে জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল