TRENDING:

Rashmika Mandanna: রশ্মিকার মতো সুন্দর ত্বক চাই! কয়েকটি সহজ টিপস মানলেই হতে পারে ইচ্ছেপূরণ

Last Updated:

Rashmika Mandanna: বেশিরভাগ সময়ে মেকআপ ছাড়া থাকলেও নিজের ত্বকের যত্ন নিতে একেবারেই ভোলেন না রশ্মিকা। ত্বক ভাল রাখতে যে ভিটামিন সি-র জুড়ি নেই সেটা বিলক্ষণ জানেন অভিনেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একাধিক ছবিতে নিজের অভিনয় দিয়ে নজর কেড়েছেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণী ছবির গণ্ডি ছাড়িয়ে তিনি এখন বলিউডে। অভিনয়ের পাশাপাশি রশ্মিকার জেল্লা নিয়েও নেহাত চর্চা কম নয়। এ বার ফাঁস হল অভিনেত্রীর সুন্দর ত্বকের রহস্য।
advertisement

বেশিরভাগ সময়ে মেকআপ ছাড়া থাকলেও নিজের ত্বকের যত্ন নিতে একেবারেই ভোলেন না রশ্মিকা। ত্বক ভাল রাখতে যে ভিটামিন সি-র জুড়ি নেই সেটা বিলক্ষণ জানেন অভিনেত্রী। তাই বিভিন্ন ভাবে তিনি নিজের ত্বকে ভিটামিন সি পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। ভিটামিন সি সেরামের উপর খুব আস্থা রাখেন তিনি। তবে প্রোডাক্ট যা-ই তিনি ব্যবহার করুন না কেন, ত্বককে যে ভিতর থেকে আর্দ্র রাখতে হয় সেটা তিনি জানেন। আর তাই সারা দিনে প্রচুর পরিমাণে জল পান করতে ভোলেন না অভিনেত্রী।

advertisement

নিজের ত্বক ভাল রাখতে দিদিমা-ঠাকুমাদের দেওয়া সিক্রেট ধার করেছেন রশ্মিকা। চালের গুঁড়ো আর হলুদ দিয়ে তৈরি তাঁর হোমমেড ফেসপ্যাক হল তার জ্বলন্ত প্রমাণ।

ত্বক নিয়ে নানা সমস্যায় ভুগেছেন নায়িকা। মাঝে মাঝেই তাঁর ত্বকে ব্রণ, পিম্পল ইত্যাদি দেখা দিত। অবশেষে নিজের একটা অ্যালার্জি টেস্ট করান নায়িকা। যে খাবারে তাঁর অ্যালার্জি আছে এবং যেগুলো থেকে তাঁর ত্বকে সমস্যা হতে পারে, সেগুলি থেকে দূরত্ব বজায় রাখেন তিনি।

advertisement

আরও পড়ুন: 'রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার প্যাশন!' মেঘালয়ের মঞ্চ থেকে হুঙ্কার মমতার

আরও পড়ুন: ছোলার ডাল তো ভালবাসেন, কিন্তু কয়েকটা বিষয় মাথায় না রাখলে কিন্তু মহাবিপদ!

রশ্মিকা জানেন যে ত্বক ভাল রাখতে গেলে সবার আগে নজর দিতে হবে খাওয়াদাওয়ার উপর। কারণ আমরা যা খাই তার সরাসরি প্রভাব দেখা যায় ত্বকে। আর তাই তিনি শুধু বাড়িতে তৈরি খাবার খান এবং জাঙ্ক ফুড থেকে শত হস্ত দূরে থাকেন। বিশেষ করে তেলে টইটম্বুর খাবার তাঁর একেবারেই অপছন্দের জিনিস।

advertisement

রশ্মিকার  সঙ্গে সব সময় কোন মেকআপ প্রোডাক্ট থাকে? তাঁর ভক্তরা এটা জানতে চান। তাঁর সঙ্গে সব সময় থাকে সানস্ক্রিন লোশন। এটা ছাড়া তিনি ভুলেও বাড়ি থেকে বেরন না। উচ্ছ্বল প্রাণবন্ত স্বভাবের অভিনেত্রী ঘুমোতে যাওয়ার আগে নিজের মেকআপ তুলতে ভোলেন না। যতই ক্লান্ত থাকুন না কেন, সমস্ত মেকআপ তুলে তবেই রাতে শুতে যাওয়ার পালা।

advertisement

ত্বক আর্দ্র রাখা যে কতটা দরকারি সেটা তিনি জানেন। আর তাই রশ্মিকা ময়েশ্চারাইজার লাগাতে ভোলেন না। তিনি বলেন যে, অনেকেই দামি প্রোডাক্ট ব্যবহারের চক্করে সাদামাটা ময়েশ্চারাইজার লাগাতে ভুলে যান। আর এখানেই তাঁরা মস্ত ভুল করে বসেন।

যেহেতু শুষ্ক ত্বক কোনও নায়িকারই কাম্য নয়, তাই এই বিষয়ে অতিরিক্ত সচেতন রশ্মিকা। মুখে বোধ হয় ধুলো-ময়লা ঢুকে বসে আছে এই ভেবে অনেকেই বারবার মুখ ধোন। কিন্তু ঘনঘন মুখ ধুলে ত্বকের আর্দ্রতা চলে যায়। রশ্মিকা বলেন দিনে দু'বার মুখ ধোয়াই যথেষ্ট।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rashmika Mandanna: রশ্মিকার মতো সুন্দর ত্বক চাই! কয়েকটি সহজ টিপস মানলেই হতে পারে ইচ্ছেপূরণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল