Mamata Banerjee in Meghalaya: 'রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার প্যাশন!' মেঘালয়ের মঞ্চ থেকে হুঙ্কার মমতার

Last Updated:
১৬ এবং ২৭ ফেব্রুয়ারি দু' দফায় ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মেঘালয় এবং নাগাল্য়ান্ডে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। এ দিন উত্তর পূর্বের তিন রাজ্য়ে ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। তিন রাজ্য়েই ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ। তিন রাজ্য়েই ৬০টি করে বিধানসভা আসন রয়েছে।
1/7
মেঘালয়ে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক। এই নিয়ে দ্বিতীয়বার উত্তর-পূর্বের এই রাজ্যে গেলেন তৃণমূলের দুই শীর্ষনেতৃত্ব। এদিন উত্তর গারো পাহাড়েই তৃণমূলের সভার আয়োজন করা হয়। সভায় বক্তৃতা করেন দুজনেই।
মেঘালয়ে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক। এই নিয়ে দ্বিতীয়বার উত্তর-পূর্বের এই রাজ্যে গেলেন তৃণমূলের দুই শীর্ষনেতৃত্ব। এদিন উত্তর গারো পাহাড়েই তৃণমূলের সভার আয়োজন করা হয়। সভায় বক্তৃতা করেন দুজনেই।
advertisement
2/7
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মেঘালয়কে স্যালুট জানাই। এর পর যখন আসব, আপনাদের স্থানীয় ভাষা শিখে নেব৷ আপনারা আমাকে শিখিয়ে দেবেন। ইউটিউব দেখে আমি ততক্ষণ শিখব। আপনারা এখন রাজনৈতিক ভাবে ক্ষুধার্ত। জেনে রাখুন তৃণমূলের একমাত্র গ্রহণযোগ্যতা আছে। আমরা লড়াই চালিয়ে যাই।"
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মেঘালয়কে স্যালুট জানাই। এর পর যখন আসব, আপনাদের স্থানীয় ভাষা শিখে নেব৷ আপনারা আমাকে শিখিয়ে দেবেন। ইউটিউব দেখে আমি ততক্ষণ শিখব। আপনারা এখন রাজনৈতিক ভাবে ক্ষুধার্ত। জেনে রাখুন তৃণমূলের একমাত্র গ্রহণযোগ্যতা আছে। আমরা লড়াই চালিয়ে যাই।"
advertisement
3/7
এরপরেই সে রাজ্যের বিজেপি সমর্থিত এনপিপি সরকারকে নিশানা করতে শুরু করেন মমতা। বলেন, "গত ৫ বছরে এখানে সরকার কী করেছে? আপনাদের রিপোর্ট কার্ড কোথায়? টেলিপ্রম্পটার রেডি রাখে, আর সেখান থেকে দেখে স্পিচ পড়ে৷ আর মেঘালয়ের মানুষ আমার হৃদয়ে আছে।"
এরপরেই সে রাজ্যের বিজেপি সমর্থিত এনপিপি সরকারকে নিশানা করতে শুরু করেন মমতা। বলেন, "গত ৫ বছরে এখানে সরকার কী করেছে? আপনাদের রিপোর্ট কার্ড কোথায়? টেলিপ্রম্পটার রেডি রাখে, আর সেখান থেকে দেখে স্পিচ পড়ে৷ আর মেঘালয়ের মানুষ আমার হৃদয়ে আছে।"
advertisement
4/7
অঙ্কের হিসাবে মেঘালয়ে তৃণমূল এখন প্রধান বিরোধী দল। সামনের নির্বাচনে মেঘালয়ের শাসন ক্ষমতা দখল করতে কার্যত মরিয়া ঘাসফুল শিবির। মেঘালয়ের যুবসমাজকে আকৃষ্ট করতে ইতিমধ্যেই MYE ও WE কার্ডের কথা ঘোষণা করেছে তৃণমূল। আনা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পও।
অঙ্কের হিসাবে মেঘালয়ে তৃণমূল এখন প্রধান বিরোধী দল। সামনের নির্বাচনে মেঘালয়ের শাসন ক্ষমতা দখল করতে কার্যত মরিয়া ঘাসফুল শিবির। মেঘালয়ের যুবসমাজকে আকৃষ্ট করতে ইতিমধ্যেই MYE ও WE কার্ডের কথা ঘোষণা করেছে তৃণমূল। আনা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পও।
advertisement
5/7
বাংলার মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমি বাম শাসন থেকে আমার লড়াই শুরু করেছি৷ কংগ্রেস সাহায্য করেনি। আমি একাধিকবার শারীরিক ভাবে আক্রান্ত হয়েছি। যদিও আমি মাথা নীচু করিনি৷ রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি হল আমার প্যাশন। আমরা কৃষকদের সাহায্য করি৷ আমরা সব মানুষকে রেশন দিই৷ আমরা বিনামুল্যে চিকিৎসা দিই৷ স্টুডেন্ট ক্রেডিট কার্ড অবধি আমরা দিই। আমি গৌহাটি থেকে আসিনি৷ আমি এসেছি আলিপুরদুয়ার থেকে৷ হেলিকপ্টারে ৪৫ মিনিট লেগেছে। আসলে বাংলা হল গেটওয়ে।"
বাংলার মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমি বাম শাসন থেকে আমার লড়াই শুরু করেছি৷ কংগ্রেস সাহায্য করেনি। আমি একাধিকবার শারীরিক ভাবে আক্রান্ত হয়েছি। যদিও আমি মাথা নীচু করিনি৷ রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি হল আমার প্যাশন। আমরা কৃষকদের সাহায্য করি৷ আমরা সব মানুষকে রেশন দিই৷ আমরা বিনামুল্যে চিকিৎসা দিই৷ স্টুডেন্ট ক্রেডিট কার্ড অবধি আমরা দিই। আমি গৌহাটি থেকে আসিনি৷ আমি এসেছি আলিপুরদুয়ার থেকে৷ হেলিকপ্টারে ৪৫ মিনিট লেগেছে। আসলে বাংলা হল গেটওয়ে।"
advertisement
6/7
মমতা বলেন, "এখানে গুয়াহাটি থেকে ডিফ্যাক্টো চিফ মিনিস্টার আছে। প্রক্সি সরকার চলছে৷ এখানে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই৷ আমরা আপনাদের ভালো সরকার উপহার দেব। আমরা এখানে লক্ষ্মীর ভাণ্ডার দেব।"
মমতা বলেন, "এখানে গুয়াহাটি থেকে ডিফ্যাক্টো চিফ মিনিস্টার আছে। প্রক্সি সরকার চলছে৷ এখানে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই৷ আমরা আপনাদের ভালো সরকার উপহার দেব। আমরা এখানে লক্ষ্মীর ভাণ্ডার দেব।"
advertisement
7/7
 আগামী ১৬ এবং ২৭ ফেব্রুয়ারি দু' দফায় ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মেঘালয় এবং নাগাল্য়ান্ডে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। এ দিন উত্তর পূর্বের তিন রাজ্য়ে ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। তিন রাজ্য়েই ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ। তিন রাজ্য়েই ৬০টি করে বিধানসভা আসন রয়েছে।
আগামী ১৬ এবং ২৭ ফেব্রুয়ারি দু' দফায় ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মেঘালয় এবং নাগাল্য়ান্ডে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। এ দিন উত্তর পূর্বের তিন রাজ্য়ে ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। তিন রাজ্য়েই ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ। তিন রাজ্য়েই ৬০টি করে বিধানসভা আসন রয়েছে।
advertisement
advertisement
advertisement