Mamata Banerjee in Meghalaya: 'রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি আমার প্যাশন!' মেঘালয়ের মঞ্চ থেকে হুঙ্কার মমতার
- Published by:Rachana Majumder
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
১৬ এবং ২৭ ফেব্রুয়ারি দু' দফায় ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মেঘালয় এবং নাগাল্য়ান্ডে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। এ দিন উত্তর পূর্বের তিন রাজ্য়ে ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। তিন রাজ্য়েই ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ। তিন রাজ্য়েই ৬০টি করে বিধানসভা আসন রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
বাংলার মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমি বাম শাসন থেকে আমার লড়াই শুরু করেছি৷ কংগ্রেস সাহায্য করেনি। আমি একাধিকবার শারীরিক ভাবে আক্রান্ত হয়েছি। যদিও আমি মাথা নীচু করিনি৷ রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি হল আমার প্যাশন। আমরা কৃষকদের সাহায্য করি৷ আমরা সব মানুষকে রেশন দিই৷ আমরা বিনামুল্যে চিকিৎসা দিই৷ স্টুডেন্ট ক্রেডিট কার্ড অবধি আমরা দিই। আমি গৌহাটি থেকে আসিনি৷ আমি এসেছি আলিপুরদুয়ার থেকে৷ হেলিকপ্টারে ৪৫ মিনিট লেগেছে। আসলে বাংলা হল গেটওয়ে।"
advertisement
advertisement