# ইস্ত্রি (Ironing) করতে জামাকাপড়ে পোড়ার হাল্কা দাগ লেগে গেলে ঘাবড়ে যাবেন না৷ পরিষ্কার এক টুকরো কাপড় ভিনিগারে ভিজিয়ে সেই অংশে ঘষে নিন৷ তার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন৷
# সব সময় ‘আউটসাই ইন’ পদ্ধতিতে ইস্ত্রি করুন৷ কলার থেকে শুরু করুন৷ তার পর হাতা, এর পর শার্টের ভিতরের অংশ৷ শাড়ি, কামিজ বা কুর্তায় সূক্ষ্ণ কারুকাজ থাকলে সেটা ভিতরের দিকে রাখুন৷ সরাসরি ইস্ত্রির সংস্পর্শে আনবেন না৷
advertisement
# কুঁচি দেওয়া স্কার্ট ইস্ত্রি করতে গেলে ব্যবহার করুন ববি পিন৷ পিনের সাহায্যে প্লিট বা কুঁচি আটকে নিন৷ তার পর ইস্ত্রি করুন৷ এতে প্লিট অটুট থাকবে৷
আরও পড়ুন : নিয়ন্ত্রিত মধুমেহ? বাড়তি ওজনহ্রাস? ভরসা রাখুন এক এবং অদ্বিতীয় পানপাতায়
# সম পরিমাণ জল ও ভিনিগারের মিশ্রণ তৈরি করে রাখুন৷ ইস্ত্রির সময়ে সেটা ছিটিয়ে নিন৷ বিশেষ করে যেখানে জামাকাপড় বিদুঘুটে ভাবে কুঁচকে আছে৷
# সুতির জামাকাপড় স্যাঁতস্যাঁতে অবস্থায় ইস্ত্রি করুন৷ এতে নিভাঁজ থাকবে৷ চেষ্টা করুন সবসময় উজ্জ্বল আলোয় ইস্ত্রি করতে৷
# নোংরা জামাকাপড় কোনও সময় ইস্ত্রি করবেন না৷ এতে কাপড়ের নোংরা আরও বসে যাবে স্থায়ী ভাবে৷ সব সময় কাচা জামাকাপড় ইস্ত্রি করুন৷
# পরিষ্কার রাখুন আপনার ইস্ত্রিকেও ৷ জল ও বেকিং সোডার মিশ্রণে তুলো ভিজিয়ে ইস্ত্রি মুছে নিন৷
আরও পড়ুন : দুধ ও চিনি নৈব নৈব চ, এই চা পরিবেশিত হয় বিরিয়ানির পরে
# ইস্ত্রি করা জামাকাপড় ফেলে রাখবেন না৷ সঙ্গে সঙ্গে হ্যাঙ্গারে টাঙিয়ে রাখুন৷ অথবা ভাঁজ করে নিন৷
# সুইচবোর্ড থেকে আপনার আয়রনিং টেবল নির্দিষ্ট দূরত্ব ও উচ্চতায় রাখুন ৷ তাহলে ইস্ত্রির তারে বার বার টান পড়বে না৷
# জামাকাপড়ের স্তূপ থেকে প্রথম নিন হাল্কা জামাকাপড়৷ তার পর ঈষৎ ভারী এবং সবার শেষে সবথেকে মোটা জামাকাপড়৷ তাহলে ইস্ত্রির তাপমাত্রা জামাকাপড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে৷