কিন্তু , সমস্যাগুলির প্রত্যেকটির হার্টের সঙ্গে সম্পর্ক থাকলেও তিনটি সমস্যাই কিন্তু একেবারে আলাদা ৷
আমরা অনেকেই মনে করি যে হার্ট অ্যাটাক, স্ট্রোক কিম্বা কার্ডিয়াক অ্যারেস্ট তিনটি সমস্যাই বোধহয় একই ৷ কিন্তু, তিনটিই সমস্যাই সম্পূর্ণ ভিন্ন ৷ এবং তিনটি সমস্যাই ভিন্ন ভিন্ন কারণের জন্য হয়ে থাকে ৷
আরও পড়ুন- নিঃসঙ্গতায় ভুগছেন ? একা থাকলে ভাল থাকা যায় ! জেনে নিন বিশেষজ্ঞদের মতামত
advertisement
হার্ট অ্যাটাক - হৃৎপিণ্ডে পর্যাপ্ত রক্ত চলাচল না করলে হার্ট অ্যাটাক হয় ৷ বয়স, পারিবারিক ইতিহাস, রক্তচাপ, কোলেস্টেরলের মাত্রা ইত্যাদির কারণে হার্ট অ্যাটাক হতে পারে ৷
লক্ষণ- অতিরিক্ত ঘাম হওয়া, শ্বাসকষ্ট এবং দুর্বলতা ৷
আরও পড়ুন - নিদ্রাহীনতায় ভুগছেন? কিছু সহজ টোটকায় অনায়াসেই ঘুম পাবে
স্ট্রোক - হার্ট স্ট্রোককে ব্রেইন স্ট্রোকও বলা হয়ে থাকে ৷ স্ট্রোক মূলত মস্তিষ্কে আঘাত হানে ৷ এক্ষে মস্তিষ্কে রক্ত চলাচলে সমস্যার সৃষ্টি হয় এবং মস্তিষক বিকল হয়ে পড়ে ৷ মস্তিষ্কের রক্ত সরবরাহের বিঘ্নতার জন্য কোষের মৃত্যু ঘটে এবং যার ফলে স্ট্রোক হয় ৷
লক্ষণ- চোখে সমস্যা, মুখ বেঁকে যাওয়া, প্যারালাইসিস
কার্ডিয়াক অ্যারেস্ট - হঠাৎ করে হৃৎপিণ্ড বিকল হয়ে গেলে তাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলে ৷ হৃৎপিণ্ড রক্ত পাম্প করা বন্ধ করে দিলে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছাতে পারে না, এর ফলে রোগীর শ্বাসকষ্ট হয় এবং শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে যান। এক্ষেত্রে রোগীকে কোনও সময় দেয় না এবং রোগীর মৃত্যু হয় ৷
তবে তিন ক্ষেত্রেই রোগীর শ্বাস প্রশাসের দিকে খেয়াল রাখতে হবে এবং সময় নষ্ট না করেই রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে ৷