TRENDING:

Rakhi 2022: নিছক উপহার নয়, ভাইয়ের তা কাজেও আসুক! লিস্ট মিলিয়ে ঢুঁ দিন বরং দোকানে

Last Updated:

Rakhi 2022: এমন উপহারে ভাইয়ের মুখে হাসি ফুটবে তো বটেই কাজেও লাগবে অনেক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাত পোহালেই রাখি বন্ধন। ভাই-বোনের সম্পর্ককে একসুতোয় গাঁথার উৎসব। সকালে স্নান সেরে মঙ্গলকামনা করে ভাইয়ের কবজিতে রাখি বেঁধে দেবে বোন। সঙ্গে চলবে মিষ্টিমুখ। কিন্তু উৎসব হবে আর উপহার দেওয়া হবে না, তা কি হয়! বিশেষ করে রাখি বন্ধনে উপহার দেওয়ার চল বহু পুরনো। কিন্তু প্রতি বছর নতুন নতুন কী উপহার দেওয়া যায় সেই নিয়ে ভাবতে ভাবতে হিমশিম অবস্থা হয় সব বোনেদেরই। চিন্তা নেই, ভাইয়ের জন্য বিশেষ উপহারের আইডিয়া দেওয়া হল এখানে। এমন উপহারে ভাইয়ের মুখে হাসি ফুটবে তো বটেই কাজেও লাগবে অনেক।
রাখির উপহার হোক অন্যরকম
রাখির উপহার হোক অন্যরকম
advertisement

স্নিকার্স: স্নিকার্স এখন পুরুষদের ফ্যাশনে ইন। দিন দিন এর চাহিদা বাড়ছে। এটা কেতাদুরস্ত তো বটেই, সব ধরণের পোশাকের সঙ্গেই স্নিকার্স মানিয়ে যায়। তাই রাখিকে বিশেষ করে তুলতে ভাইকে একজোড়া স্নিকার্স উপহার দেওয়ার কথা ভাবা যেতেই পারে।

ঘড়ি: কথায় আছে, ঘড়ি হল পুরুষদের অলঙ্কার। তাছাড়া যে কোনও পোশাকের সঙ্গেই ঘড়ি না হলে ঠিক মানায় না। ভাই যদি ফিটনেস সচেতন হয় তাহলে স্পোর্টস ঘড়িও দেওয়া যেতে পারে। ইদানীং স্মার্টওয়াচও ব্যাপক জনপ্রিয়। রাখির দিন ভাইয়ের হাতে এমন একটা ঘড়ি তুলে দিলে ব্যাপারটা জাস্ট জমে যাবে।

advertisement

আরও পড়ুন: আলিপুর জেলে মন্ত্রিসভার বৈঠক হবে! সুকান্ত মজুমদারের মন্তব্যে তীব্র শোরগোল

কুর্তা বা যে কোনও ঐতিহ্যবাহী পোশাক: উপহার হিসেবে পোশাকের কদর চিরকালীন। রাখীর মতো উৎসবও এর বাইরে নয়। তাই ভাইকে কুর্তা কিংবা ভারতীয় পরম্পরার সঙ্গে মানানসই এমন যে কোনও পোশাক উপহার হিসেবে দেওয়া যায়।

সানগ্লাস: সাজগোজের জন্য ছেলেদের হাতে বড় একটা কিছু থাকে না। এখানেই কাজে আসতে পারে একটা কেতাদুরস্ত সানগ্লাস। ভাইয়ের স্টাইল স্টেটমেন্ট তো জমে যাবেই, কাজেও আসবে এই গ্রীষ্মপ্রধান দেশে। বাজেট থেকে দামি- যেমন খুশি বেছে নিলেই হল।

advertisement

আরও পড়ুন: মল্লারপুরের দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, দিলেন জনস্বার্থ মামলার হুমকি!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কাস্টমাইজড উপহার: এই বিশেষ দিনে ভাইকে কাস্টমাইজড গিফট দেওয়া যায়, যাতে দিদি বা বোনের বিশেষ স্পর্শ থাকবে। এটা ভাই-বোনের বন্ধনকে আরও দৃঢ় করে। কারণ উপহারটা বিশেষভাবে তার জন্যই তৈরি করা হয়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rakhi 2022: নিছক উপহার নয়, ভাইয়ের তা কাজেও আসুক! লিস্ট মিলিয়ে ঢুঁ দিন বরং দোকানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল