স্নিকার্স: স্নিকার্স এখন পুরুষদের ফ্যাশনে ইন। দিন দিন এর চাহিদা বাড়ছে। এটা কেতাদুরস্ত তো বটেই, সব ধরণের পোশাকের সঙ্গেই স্নিকার্স মানিয়ে যায়। তাই রাখিকে বিশেষ করে তুলতে ভাইকে একজোড়া স্নিকার্স উপহার দেওয়ার কথা ভাবা যেতেই পারে।
ঘড়ি: কথায় আছে, ঘড়ি হল পুরুষদের অলঙ্কার। তাছাড়া যে কোনও পোশাকের সঙ্গেই ঘড়ি না হলে ঠিক মানায় না। ভাই যদি ফিটনেস সচেতন হয় তাহলে স্পোর্টস ঘড়িও দেওয়া যেতে পারে। ইদানীং স্মার্টওয়াচও ব্যাপক জনপ্রিয়। রাখির দিন ভাইয়ের হাতে এমন একটা ঘড়ি তুলে দিলে ব্যাপারটা জাস্ট জমে যাবে।
advertisement
আরও পড়ুন: আলিপুর জেলে মন্ত্রিসভার বৈঠক হবে! সুকান্ত মজুমদারের মন্তব্যে তীব্র শোরগোল
কুর্তা বা যে কোনও ঐতিহ্যবাহী পোশাক: উপহার হিসেবে পোশাকের কদর চিরকালীন। রাখীর মতো উৎসবও এর বাইরে নয়। তাই ভাইকে কুর্তা কিংবা ভারতীয় পরম্পরার সঙ্গে মানানসই এমন যে কোনও পোশাক উপহার হিসেবে দেওয়া যায়।
সানগ্লাস: সাজগোজের জন্য ছেলেদের হাতে বড় একটা কিছু থাকে না। এখানেই কাজে আসতে পারে একটা কেতাদুরস্ত সানগ্লাস। ভাইয়ের স্টাইল স্টেটমেন্ট তো জমে যাবেই, কাজেও আসবে এই গ্রীষ্মপ্রধান দেশে। বাজেট থেকে দামি- যেমন খুশি বেছে নিলেই হল।
আরও পড়ুন: মল্লারপুরের দুর্ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, দিলেন জনস্বার্থ মামলার হুমকি!
কাস্টমাইজড উপহার: এই বিশেষ দিনে ভাইকে কাস্টমাইজড গিফট দেওয়া যায়, যাতে দিদি বা বোনের বিশেষ স্পর্শ থাকবে। এটা ভাই-বোনের বন্ধনকে আরও দৃঢ় করে। কারণ উপহারটা বিশেষভাবে তার জন্যই তৈরি করা হয়।