TRENDING:

Happy Kiss Day 2022: কী উপহার সাজিয়ে দেবেন? রইল চুম্বন দিবসের অভিনব কিছু ভাবনার ঝাঁপি...

Last Updated:

Happy Kiss Day 2022: লাল রঙ শক্তি, ভালবাসা এবং সাহসের কথা বলে। তাই চুম্বনের আকারের একটি লাল বালিশ (RED LIPS PILLOW) উপহার দিতে পারেন। অন্য সব বালিশের থেকে ভিন্ন, এই বালিশের আকৃতিটি বেশ অন্য়রকম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উপহার দেওয়ার আগেই যেন  বারবার একটা গান মনে পড়ে, "তোমাকে বুঝি না প্রিয়, বোঝো না তুমি আমায়..." কী দিলে যে  প্রিয় মানুষটার মুখে একটু হাসি ফুটবে, তাই ভেবেই তো দিন কেটে যায়। তবে আমরা কিছু অভিনব উপহারের কথা, চুম্বন দিবসে (Happy Kiss Day 2022) এগুলো দিতেই পারেন...
গবেষণা বলছে, গভীর চুম্বনের মাধ্যমে হতে পারে গণোরিয়া রোগ। অর্থাৎ যে রোগ যৌন মিলন অথবা মুখমেহনের মাধ্যমে ছড়ায়, তা ফ্রেঞ্চ কিস করলেও পার্টনারের শরীরে প্রবেশ করতে পারে।
গবেষণা বলছে, গভীর চুম্বনের মাধ্যমে হতে পারে গণোরিয়া রোগ। অর্থাৎ যে রোগ যৌন মিলন অথবা মুখমেহনের মাধ্যমে ছড়ায়, তা ফ্রেঞ্চ কিস করলেও পার্টনারের শরীরে প্রবেশ করতে পারে।
advertisement

লাল রঙ শক্তি, ভালবাসা এবং সাহসের কথা বলে। তাই চুম্বনের আকারের একটি লাল বালিশ (RED LIPS PILLOW) উপহার দিতে পারেন। অন্য সব বালিশের থেকে ভিন্ন, এই বালিশের আকৃতিটি বেশ অন্য়রকম।

আরও পড়ুন: কাঁচা বাদাম না ভাজা, কোনটি উপকারী? ভাইরাল গান শোনার আগে জানুন বাদামের 'আসল' রহস্য!

advertisement

আপনি লাল গোলাপের একটি ঠোঁট-আকৃতির বিন্যাস (FLOWERY KISS) পাঠাতে পারেন যা আবেগ, রোম্যান্স এবং ভালবাসার সংকল্প প্রকাশ করে।

একটি কেক অর্ডার করতে পারেন এবং এতে লেখা থাকবে ‘কিস মি’ ।  চকোলেট ট্রাফল বা একটি লাল মখমল কেক আনতে পারেন।

হৃদয় আকৃতির লকেট আপনার প্রিয়জনকে  উপহার দেওয়ার একটি অনন্য় উপহার। এটি যে কোনও পোশাকের সঙ্গে মানানসই। এটা তাকে আপনার কথা মনেও করিয়ে দেবে। তাই প্রেমদিবসে (Happy Valentines' Day 2022) বেছে নিন মিষ্টি সব গয়না। আপনার প্রিয় মানুষ যদি গলায় চেন পরতে পছন্দ করেন, তাহলে আপনি তাকে কাস্টমাইজড চেন দিতে পারেন। এতে তার নাম বা আপনার দুজনের নাম থাকতে পারে। 

advertisement

পুরুষরা যখন ব্রেসলেট পরে তখন তা অদ্ভুত সুন্দর দেখায়। যদি প্রিয় মানুষটিও  এই ধরনের গয়না পছন্দ করেন, তাহলে তাকে একটি  ব্রেসলেট উপহার দিন। এটিকে আরও সুন্দর করে তুলতে নাম খোদাই করতে পারেন।

উপহার দেওয়ার জন্য় বিভিন্ন ধরনের লাভ-ব্য়ান্ড কিনতে পারেন। এটি যেমন মানানসই, তেমনই ট্রেন্ডি। আপনার প্রেমিক বা প্রেমিকার জন্য় একদম মনপসন্দ উপহার।

advertisement

গোলাপ, কেক এবং কুশন ছাড়াও, আপনি যদি আপনার সঙ্গীকে অর্থপূর্ণ কিছু উপহার দিতে চান তাহলে ফিরে যান স্কুলের দিনে। একটি বোতলের ভিতরে প্রেমের বার্তা ভরে দিন। আর চুম্বন দিবসকে (Happy Kiss Day 2022) করে তুলুন আরও রোমান্টিক।

আরও পড়ুন: ঠোঁটে ঠোঁট রেখে ব্য়ারিকেড করো প্রেমের পদ্য়টাই...

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

আজ চুম্বন দিবস (Happy Kiss Day 2022)। না, আদর, প্রেম, আলিঙ্গন বা চুমু কোনওটারই আলাদা কোনও দিন থাকে না। তবু, নাম বাঁধা হয়ে গেলে আর কী করা যাবে! রাত পোহালেই প্রেমদিবস (Happy Valentines' Day 2022)। আর তার ঠিক আগের দিনটিই ধার্য করা চুমুর জন্য়...

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy Kiss Day 2022: কী উপহার সাজিয়ে দেবেন? রইল চুম্বন দিবসের অভিনব কিছু ভাবনার ঝাঁপি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল