জনশ্রুতি অনুযায়ী কাটোয়া শহরের বর্তমান হরিসভা পাড়ার আমরা ক’জন ক্লাব দ্বারা পরিচালিত কার্তিকের পুজো সবথেকে প্রাচীন এবং এটাই নাকি শহরের প্রথম পুজো। এই বিষয়ে আমরা ক’জন ক্লাবের প্রবীণ সদস্য দিব্যেন্দু ঘোষাল বলেন, “এই কার্তিকের একটা ইতিহাস আছে।এটা শুরু হয়েছিল ১৭৫০ সালে আলিবর্দি খাঁ-এর আমল থেকে। তখন এই কাটোয়ার নাম ছিল কন্টকনগর। তার পর লবণগোলা হল , তার পর চুনারি পাড়া হল বর্তমানে হরিসভা পাড়া। তখন সেই সময় বর্গি দস্যু আসে। তারা কাটোয়া, মুর্শিদাবাদ এলাকায় অবাধে ব্যাপক অত্যাচার ও লুঠপাট চালাত।
advertisement
আরও পড়ুন : আটার সঙ্গে আর ১টা খাবার একটু হলেও মুখে দিন আজ কার্তিক সংক্রান্তির রাতে! আসবে অর্থ-সুখ-সমৃদ্ধির জোয়ার
কাটোয়া সেই সময় ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র ছিল। তখন বাবুরা অর্থাৎ ধনী ব্যবসায়ীরা এই পাড়ায় রাত কাটাতেন। সে সময় শুরু হয় কার্তিক পুজো। এখন ‘আমরা কজন’ ক্লাব নতুন মন্দির তৈরি করে প্রাচীন প্রথা অনুযায়ী পুজো করে আসছে।এখানে ঘরের শিশুর মতো কার্তিকের হাতে লাটাই, ঝুনঝুনি, মোয়া দিয়ে পুজো করা হয়। কথিত, পুরনো রীতি অনুযায়ী এই জাগ্রত কার্তিকের কাছে মানত করলে অনেক ইচ্ছা পূরণ হয়। আগের থেকে অনেক জাঁকজমকপূর্ণ ভাবে পুজো হয় বর্তমানে। পুজোর সময় মন্দির প্রাঙ্গণে উপচে পড়ে মানুষের ভিড়। সবমিলিয়ে ক্লাব কর্তৃপক্ষের কথায়, এটাই কাটোয়ার প্রথম এবং সবথেকে প্রাচীন পুজো।