TRENDING:

পান করুন এই মশলা ভেজানো জল, আপনার থেকে শতহস্ত দূরে থাকবে ব্লাড শুগার ও কোলেস্টেরল

Last Updated:

Jeera Water: রান্নায় মশলা হিসেবে খাওয়ার থেকে জিরের গুণ সবথেকে ভাল পাওয়া যায় যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এর জল পান করা যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় হেঁশেলে জিরে খুবই প্রচলিত ও পরিচিত মশলা ৷ জিরা রাইস, নানারকমের ডাল, তরকারি থেকে মাছের ঝোল-জিরের স্বাদে ও গন্ধে হয়ে ওঠে অতুলনীয় ৷ স্বাদের পাশাপাশি জিরের গুণও বহু ৷ অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্লেম্যাটরি উপাদানে ভরা জিরে গ্যাস,অম্বল, চোঁয়াঢেকুর কমাতে কার্যকর ৷ হজমের সমস্যা কমিয়ে শরীরকে হাল্কা অনুভূতি দেয় জিরে ৷
হজমের সমস্যা কমিয়ে শরীরকে হাল্কা অনুভূতি দেয় জিরে
হজমের সমস্যা কমিয়ে শরীরকে হাল্কা অনুভূতি দেয় জিরে
advertisement

রান্নায় মশলা হিসেবে খাওয়ার থেকে জিরের গুণ সবথেকে ভাল পাওয়া যায় যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এর জল পান করা যায় ৷ এক চামচ জিরে নিয়ে মিশিয়ে রাখুন দেড় পেয়ালা জলে ৷ দিতে পারেন অর্ধেক চামচ মধুও৷ এ বার ঢিমে আঁচে গরম করুন এই মিশ্রণ ৷ তার পর নামিয়ে ঢাকা দিয়ে আরও ৩-৫ মিনিট রেখে দিন ৷ একটা পেয়ালায় জল ছেঁকে নিয়ে পান করুন ৷

advertisement

এ বার দেখে নেওয়া যাক এর গুণাগুণ-

জিরের উপাদান শরীরে কাজ করে অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে ৷ জিরের এপিজেনিন ও লুটেওলিন শরীরের কোষকে সুস্থ রাখে ৷ অ্যান্টিঅক্সিড্যান্ট শরীরকে কর্মশক্তি যোগায় ৷ ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না৷

আরও পড়ুন : ব্যক্তিগত জেট থেকে ১৫ কোটির বাড়ি! বিজয় দেবরাকোন্ডার বিলাসবহুল জীবনযাপন ও সম্পত্তি এখন আকাশছোঁয়া

advertisement

জিরের জল পান করলে নিয়ন্ত্রিত থাকে রক্তে শর্করার পরিমাণ ৷ মধুমেহ রোগীর শারীরিক অবস্থাও ভাল রাখে জিরে ও জলের মিশ্রণ ৷ জিরের তেলের অংশ কাজ করে হাইপোগ্লাইসেমিক উপাদান হিসেবে ৷

রক্তে কোলেস্টেরলকে নিয়ন্ত্রিত করে হৃদযন্ত্রকে সুস্থ রাখে জিরের জল ৷ এই মশলার হাইপোলিপিডেমিক উপাদান রক্তে এলডিএল কোলেস্টেরল কমিয়ে দেয় ৷

advertisement

আরও পড়ুন :  অকালমৃত্যু এড়াতে সময় থাকতে সচেতন হয়ে হৃদরোগের উপসর্গ চিনুন মহিলারা

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে রাখতে জিরে জুড়িহীন ৷ যারা নিত্য পেটের গন্ডগোলে ভোগেন বা যাঁরা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা ইবিএস-এ আক্রান্ত, তাঁদের ডায়েটে জিরে থাকতেই হবে ৷ এতে হজম ভাল হয় ৷ দূর হয় কোষ্টকাঠিন্যের মতো সমস্যা৷ তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে জিরে অবশ্যই খান এবং জিরের জল পান করুন ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
পান করুন এই মশলা ভেজানো জল, আপনার থেকে শতহস্ত দূরে থাকবে ব্লাড শুগার ও কোলেস্টেরল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল