AC ও স্লিপার কোচে আর চড়া যাবে না! TTE এলেই ইচ্ছেমতো ‘সফর’ শেষ…! বড় সিদ্ধান্ত রেলের
দামও এখনও মোটামুটি নাগালের মধ্যেই রয়েছে। প্রতি কেজি আম মিলছে ৮০ থেকে ১০০ বা ১২০ টাকায়। বিক্রেতারা জানাচ্ছেন, মাদ্রাজের এই আম টক নয়, বরং রসালো ও মিষ্টি, যা ক্রেতাদের মন জয় করে নিচ্ছে। অনেকেই বলছেন, বৈশাখের শুরুতেই এমন ভালো মানের আম পেয়ে তাঁরা দারুণ খুশি। বাজার ঘুরে দেখা গেল, আম কেনার জন্য ভিড় জমিয়েছেন ক্রেতারা। গ্রীষ্মের প্রথম স্পর্শেই আমের স্বাদ পেতে ছুটে এসেছেন বহু মানুষ।
advertisement
সাপ কেন একমাত্র বেজির কাছেই জব্দ? ‘সাপে নেউলে’ শত্রুতার পিছনে কোন বড় সত্য…? অনেকেই জানেন না!
এদিকে, এক বিক্রেতার কথায়, \”বাংলার আম এখনও আসেনি, তবে মাদ্রাজের আমেই বাজার গরম। পরে যখন বাংলার হিমসাগর বা ল্যাংড়া আসবে, তখন দাম আরও কমবে।\” মোটামুটি ভাবে দিনে প্রায় ৭০-৮০ কিলো আম বিক্রি হচ্ছে বলেই জানান বিক্রেতাদের একাংশ। এতে যেমন খুশি বিক্রেতারা তেমন আমের স্বাদ পেয়ে হাসি ফুটেছে ক্রেতাদের মুখেও । প্রথম দফার গরমে আমের এমন রসালো আগমনে খুশি আমজনতা। এখন অপেক্ষা, কবে বাংলার নিজস্ব মিষ্টি সুবাসময় আম বাজারে আসে আর বৈশাখের দুপুর আরও হয়ে ওঠে মধুময়!
সুরজিৎ দে