TRENDING:

Offbeat: ৩৭ বছর বয়সি স্বামী দেখভাল করে ক্লান্ত! দ্বিতীয় পক্ষের বিয়ে থেকে মুক্তি ৮৩ বছরের বৃদ্ধার

Last Updated:

Offbeat:৩ বছরের দাম্পত্য শেষ হয়েছে৷ বিবাহবিচ্ছেদ করে ফের একাকী জীবনে ফিরে গিয়েছেন আইরিস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
‘ব্রিটিশ ঠাকুমা’ হিসেবেই পরিচিত আইরিস জোনস৷ হাঁটুর বয়সি প্রেমিককে বিয়ে করে আলোড়ন তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়৷ ৮৩ বছর বয়সি আইরিস সহবাস করতেন তাঁর ৩৭ বছর বয়সি স্বামী মহম্মদ ইব্রাহিমের সঙ্গে৷ ২০২০ সালে তাঁরা বিয়ে করেন৷ কিন্তু ৩ বছরের দাম্পত্য শেষ হয়েছে৷ বিবাহবিচ্ছেদ করে ফের একাকী জীবনে ফিরে গিয়েছেন আইরিস৷
৩ বছরের দাম্পত্য শেষ হয়েছে
৩ বছরের দাম্পত্য শেষ হয়েছে
advertisement

চিররঙিন এই বৃদ্ধা জানিয়েছেন তাঁদের যৌনজীবন ছিল খুবই উপভোগ্য৷ কিন্তু হাঁটুর বয়সি স্বামীর দেখভাল করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি৷ তাঁর কথায়, ‘‘আমি ওর দেখাশোনা করতে করতে ক্লান্ত৷ রান্না, ঘরবাড়ি পরিষ্কার থেকে সবকিছু করতাম আমি৷’’

বিচ্ছেদের পর নিজের প্রাপ্তবয়স্ক ছেলেদের কাছে ফিরে গিয়েছেন বৃদ্ধা আইরিস৷ মিশরীয় টয়বয় প্রেমিক মহম্মদ ইব্রাহিমকে বিয়ে করার সিদ্ধান্ত ভুল ছিল৷ পরিবার পরিজনদের কথা শোনেননি বলে অনুতাপও করেন৷ বলেছেন তাঁর প্রথম স্বামীই ছিলেন শ্রেষ্ঠ সঙ্গী৷

advertisement

আর বিয়ে করবেন না৷ জানিয়েছেন আইরিস৷ প্রাক্তন স্বামী মহম্মদকে ছাড়া তিনি ভাল আছেন বলে জানান৷ বলেছেন, ‘‘গত মাসেই আমি তাকে বাড়ি থেকে বার করে দিয়েছি৷ তার পর থেকে আমি তাকে দেখিনি৷ তার কথাও শুনিনি৷ সে সব জিনিস নিয়ে গিয়েছে সঙ্গে৷ কোথায় আছে, আমি কিচ্ছু জানি না৷ তবে আমার জীবনে সে আর ফিরে আসবে না, এটুকু অন্তত বলতে পারি৷ ’’ আপাতত পোষ্য বিড়ালই বৃদ্ধার সর্বক্ষণের সঙ্গী৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Offbeat: ৩৭ বছর বয়সি স্বামী দেখভাল করে ক্লান্ত! দ্বিতীয় পক্ষের বিয়ে থেকে মুক্তি ৮৩ বছরের বৃদ্ধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল