২৭ বছর বয়সে যোগাভ্যাস চর্চা কেন্দ্র ‘চক্র প্রজেক্ট’ শুরু করেছিলেন মুম্বইয়ে। যাতে যোগচর্চার উপকারিতা বুঝতে পেরে রূপান্তরের পথে হাঁেটন সাধারণ মানুষ। এর পর দীর্ঘ সময় ধরে তিনি নিজেও নানা গুরুর কাছে যোগাভ্যাস শিখেছেন। শিখিয়েছেন অসংখ্য মানুষকে। চিরাচরিত পথে তিনি যোগচর্চা শেখান গুণগ্রাহীদের। যাতে আধুনিক জীবনের সমস্যা মোকাবিলা করতে সুবিধে হয়।
advertisement
শ্রীধরনের সংস্থা এখনও পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষকে যোগাভ্যাস রপ্ত করিয়েছেন। তাঁদের কর্পোরেট ক্লায়েন্টের সংখ্যা ৫০-এর বেশি। তাঁর মতে, যোগচর্চার ফলে মানুষের আসক্তি কমেছে।
ডায়াবেটিস, থাইরয়েড, পিসিওডি, হরমোনের ভারসাম্যের সমস্যা, জিনগত জটিল অসুখ-সহ নানা শারীরিক অসুস্থতা নিয়ন্ত্রণ করা যায় যোগচর্চায়। আধুনিক জীবনের জটিলতা নিয়ন্ত্রণ করা যায় যোগাভ্যাসের আধ্যাত্মিকতায়। বিশ্বাস করেন যোগগুরু সন্থনম শ্রীধরন।