আরও পড়ুন:বাস্তুমতে, এই সমস্ত ঘর সাজানোর জিনিস থেকে সাবধান ! জীবনে ডেকে আনে চরম বিপর্যয়
কেমন ভাবে? আসুন, তা দেখে নেওয়া যাকঃ-
১। নৈঋত অথাৎ দক্ষিণ পশ্চিম স্থান গৃহস্বামীর শয়নকক্ষের পক্ষে উপযুক্ত। এছাড়া সিঁড়িও এই কোণে তৈরি করা যেতে পারে। ভাঁড়ার ঘর বা ডাইনিং স্পেস হিসাবেও এই কোণকে ব্যবহার করে পারেন। আপনার বাড়িতে যদি কেউ রোগী থাকেন যিনি আরোগ্যের পথে, তাঁকে যদি এই কোণে অবস্থিত কোনও ঘরে রাখা যায়, তাহলে তিনি আরও দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
advertisement
২। ঘরের দরজার ফ্রেম হওয়া উচিত আয়তাকার। এছাড়া দরজার মাথায় যে কোনও ধরনের আর্চ থাকাটাও জরুরী।
৩। টয়লেট যেন বাড়ির উত্তর, পশ্চিম, মধ্য এবং দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত না হয়।
বাস্তুশাস্ত্রের কোনও জাত নেই। বাস্তু হল স্থাপত্যের কলা ও বিজ্ঞান। বাস্তু যে মানবে ফল তারই। কারণ বাস্তু উপদেষ্টা বিশ্বকর্মা বলেছেন এ শাস্ত্র সকল মানবের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে।