বাস্তুমতে, এই সমস্ত ঘর সাজানোর জিনিস থেকে সাবধান ! জীবনে ডেকে আনে চরম বিপর্যয়

Last Updated:

বাস্তুমতে, এই সমস্ত ঘর সাজানোর জিনিস থেকে সাবধান ! জীবনে ডেকে আনে চরম বিপর্যয়

#কলকাতা:  বাস্তুমতে কিছু কিছু ঘর সাজানোর জিনিস থেকে আপনার জীবনে নেমে আসতে পারে বিপর্যয়ের কালো ছায়া। যেমন- ভারী কার্পেট, সিনথেটিক পেন্ট, পেট্রোকেমিক্যাল  বা যে-কোনও রকমের ইলেকট্রনিক সামগ্রী। এড়াছা, এমন জিনিস, যার থেকে উচ্চ কম্পাঙ্কের চুম্বকীয় বিকিরণ হয়। এই বিকিরণ শরীরের পক্ষে ক্ষতিকারখ। এগুলো থেকে বেরনো গন্ধও স্বাস্থ্যের ক্ষতি করে। হতে পারে অনিদ্রা, মাথাধরা, স্ট্রেস, শ্বাসকষ্ট।
কার্পেটে নানারকম জীবাণু বাসা বাঁধে। কাজেই, ঘর সাজাতে ব্যবহার করুন দড়ি বা প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হালকা ওজনের কার্পেট, যা ক'দিন অন্তর সহজেই ধুয়ে নিতে পারবেন। মাইক্রোআভেন, কম্পিউটার, এলইডি থেকে বেরনো রশ্মি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।
প্লাস্টিক পেন্টও মারাত্মক! এগুলো শ্বাসনিরোধক। মুখে প্লাস্টিক বেঁধে রাখলে আমাদের যেমন হাঁসফাঁস অবস্থা হয়, তেমনি ঘরে প্লাস্টিক পেন্ট করালেও ঘরের কষ্ট হয়। শাস্ত্রমতে, বাস্তু আমাদের 'তৃতীয় ত্বক'। চামড়ায় ময়লা জমে যেমন অসুখ হয়, তেমনই বাড়িতে ময়লা জমলে, পর্যাপ্ত হাওয়া  চলাচল না করলেও মানুষ অসুস্থ হয়ে পড়ে।
advertisement
advertisement
কিন্তু এইসব জিনিস আমাদের আধুনিক জীবনের অঙ্গ। এগুলো ছাড়া জীবন চলা কঠিন! তা হলে কী উপায়? রয়েছে সমাধানও! এইসমস্ত বস্তুর    খারাপ প্রভাব কাটাতে পারে একমাত্র গাছ। যেমনব- রবার, পিস লিলি, গোল্ডেন পথস, ফিকাস। বাড়ি সাজানোর মুখোশের ব্যাপারেও সচেতন থাকুন। দেব-দেবীর মুখোশ শুভ, কিন্তু ভয়ানক মুখ বা রাক্ষসের মুখোশ বাড়িতে রাখা ঠিক নয়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাস্তুমতে, এই সমস্ত ঘর সাজানোর জিনিস থেকে সাবধান ! জীবনে ডেকে আনে চরম বিপর্যয়
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement