TRENDING:

Indoor Vs Outdoor Cycling: ইন্ডোর না কি আউটডোর সাইক্লিং? ওজন ঝরাতে, কোলেস্টেরল কমাতে কোনটা বেশি উপকারী

Last Updated:

Indoor Vs Outdoor Cycling: রোগীদের ইন্ডোর সাইক্লিংয়ের পরামর্শ দেওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠতে পারে, কোনটা বেশি ভাল !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোরের টাটকা হাওয়ায় কালো পিচের বুক চিরে সাইক্লিং। এর চেয়ে ভাল ওয়ার্কআউট আর কিছু নেই। কিন্তু যদি কেউ সাইকেল চালাতে না জানেন কিন্তু জিম ফ্রিক হন? তাহলে ইন্ডোর সাইক্লিংও বেছে নেওয়া যায়। এটাও দুর্দান্ত কার্ডিও ওয়ার্কআউট। হৃদরোগীদের ইন্ডোর সাইক্লিংয়ের পরামর্শ দেওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠতে পারে, কোনটা বেশি ভাল। কেয়ার-ফ্রি ইন্ডোর না কি অ্যাড্রিনালিন-প্যাকড আউটডোর (Indoor Vs Outdoor Cycling) ?
ইন্ডোর না কি আউটডোর সাইক্লিং? ওজন ঝরাতে, কোলেস্টেরল কমাতে কোনটা বেশি উপকারী
ইন্ডোর না কি আউটডোর সাইক্লিং? ওজন ঝরাতে, কোলেস্টেরল কমাতে কোনটা বেশি উপকারী
advertisement

কতটা ক্যালোরি পোড়ানো উদ্দেশ্য: শুধু ইন্ডোর বা আউটডোর সাইক্লিং নয়। ক্যালোরি পোড়ানো নির্ভর করে বিভিন্ন কারণের উপর। ওজন, কতটা গতিতে সাইকেল চালানো হচ্ছে, বিরতি নেওয়া হচ্ছে কি না – এসব কিছু মাথায় রাখতে হয়। তবে দেখা গিয়েছে, ইন্ডোরের চেয়ে আউটডোর সাইক্লিংয়ে ক্যালোরি বেশি পোড়ে। যেমন যাঁর ওজন ৫৬-৫৭ কেজি, ৩০ মিনিটের ইন্ডোর সাইক্লিংয়ে তিনি ২১০ থেকে ৩৫০ ক্যালোরি পোড়াতে পারেন। অন্য দিকে একই ওজনের ব্যক্তি ৩০ মিনিটের আউটডোর সাইক্লিংয়ে ২৪০ থেকে ৪৯৫ ক্যালোরি পোড়াতে পারেন।

advertisement

আরও পড়ুন- নগদ টাকা থেকে চাঁদের ভ্রমণ: খয়রাতির রাজনীতিতে চটকদার প্রতিশ্রুতি গিলেছেন ভোটাররা

ইন্ডোর সাইক্লিংয়ের সুবিধে: আউটডোর সাইক্লিংয়ের আলাদাই মজা। ছবির মতো সরে সরে যাচ্ছে গাছপাতা। প্রতি মুহূর্তে পট পরিবর্তন হচ্ছে প্রকৃতির। এই দৃশ্য উপভোগ করতে গিয়ে ওয়ার্কআউটের তীব্রতা বাড়ানোর কথা ভুলে যাওয়াই স্বাভাবিক। কিন্তু ইন্ডোর সাইক্লিংয়ে সেই জো নেই। এখানে সাইকেল স্থির। তাই নিজেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করা যায়। ট্রাফিকের দিকে নজর দিতে হয় না। এবড়ো-খেবড়ো রাস্তায় গতি মন্থর হওয়ার মতো অসুবিধে এখানে নেই। তাই চোখ বন্ধ রেখে গতি বাড়ানো যায়।

advertisement

ইন্ডোর সাইক্লিং এবং ওজন হ্রাস: তবে ইন্ডোর সাইক্লিং কি ওজন কমাতে সাহায্য করে? এই প্রশ্নের উত্তর খোঁজাও গুরুত্বপূর্ণ। এই নিয়ে বেশ কিছু গবেষণাও হয়েছে। সেখানে দেখা গিয়েছে, খাবারে কোনওরকম পরিবর্তন ছাড়াই স্ট্রেন্থ ট্রেনিংয়ের সঙ্গে ইন্ডোর সাইক্লিং অভ্যাসে কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং শক্তি বাড়াতে সাহায্য করেছে। ২০১৮ সালে ৪০ জন মহিলার উপর চালানো সমীক্ষায় দেখা গিয়েছে, ১২ সপ্তাহ ইন্ডোর সাইক্লিংয়ের পর তাঁদের সামগ্রিক কোলেস্টেরলের মাত্রা, শরীরের ভর, চর্বি শতাংশ এবং বডি মাস ইনডেক্স কমে গিয়েছে।

advertisement

আরও পড়ুন- 'পচা আলু'...বাবুল মন্ত্রী হতেই জিতেন্দ্রর 'খোঁচা'! নিশানায় নিজের পুরনো দলও? সম্পর্ক যেন সাপে-নেউলে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

স্পিনিং বনাম সাইক্লিং: দক্ষিণ কোরিয়ায় ২৪ জন মাধ্যমিক ছাত্রীর উপর একটি সমীক্ষা চালানো হয়। সেখানে ১২ জন ইন্ডোর এবং ১২ জন আউটডোর সাইক্লিং করে। ১৬ সপ্তাহের এই সমীক্ষায় গবেষকরা দেখেছেন, ওজন কমানোর ক্ষেত্রে কোনও উল্লেখযোগ্য পার্থক্য নেই। তবে অংশগ্রহণকারীদের শারীরিক সুস্থতা, শরীরের চর্বি পোড়ানো এবং বডি মাস ইনডেক্সের উপর বেশি প্রভাব ফেলেছে ইন্ডোর সাইক্লিং। সংক্রামক রোগের ঝুঁকির কারণে জিম বা পার্কে ঘাম ঝরাতে না চাইলে ইন্ডোর সাইকেল কেনা যায়। বন্ধুদের সঙ্গে রাইডিং পছন্দ হলে আউটডোর সাইক্লিং উপযুক্ত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Indoor Vs Outdoor Cycling: ইন্ডোর না কি আউটডোর সাইক্লিং? ওজন ঝরাতে, কোলেস্টেরল কমাতে কোনটা বেশি উপকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল