অসম, ভুটান সীমান্তে অবস্থিত ময়নাবাড়ির প্রচার এখনও তেমন নেই। তবে যেসব পর্যটক ভুটান ঘাট বেড়াতে আসেন, তারা ময়নাবাড়ি এলাকায় আসেন। পর্যটন বিকাশের ক্ষেত্রে ময়নাবাড়ির নাম উঠে আসুক চাইছেন এলাকার পর্যটন ব্যবসায়ীরা। যার কারণে সাজিয়ে তোলা হচ্ছে এলাকার হোমস্টেগুলি। বর্তমানে হোমস্টেগুলিতে গেলে দেখা যায় কিছু পর্যটক রয়েছেন সেখানে। তারা ভুটানঘাট ও ময়নাবাড়ির অপরূপ সৌন্দর্য দেখে মোহিত।
advertisement
আরও পড়ুনঃ মাত্র ৪০ মিনিটেই বারাসত-বনগাঁ! নয়া উড়ালপুল পেতে ১ বছর বন্ধ হবে যশোর রোড…! বিকল্প কোন পথে যান চলাচল?
আরও পড়ুনঃ পাট বোঝাই ইঞ্জিনভ্যান আটকেছিলেন কর্তব্যরত ASI, সেই রাগে তৃণমূলের উপ প্রধানের যা করলেন…! লজ্জাজনক
পর্যটকরা জানিয়েছে, ময়নাবাড়ি জঙ্গল ঘেরা একটি গ্রাম। বিকেল হলেই দেখা মেলে হাতির পাল, হরিণ বাইসন, ময়ূর থেকে শুরু করে নানান বন্য পশুদের। জঙ্গল সাফারি না করেই এত পশু পাখির দেখা পান পর্যটকরা। পাশাপাশি এলাকার শান্ত পরিবেশ মন ছুঁয়ে যায় সকলের। পর্যটন ব্যবসায়ীদের বিশ্বাস, অফবিট জায়গার খোঁজ পেলে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কলকাতার মানুষ এলাকায় আসবেন।
ময়নাবাড়ি এলাকা থেকে কিছুদুরেই ভুটান ঘাট। তাছাড়া ভুটান পাহাড় রয়েছে পাশাপাশি। একদিকে চা বাগান, অন্যদিকে জঙ্গল। তারই মাঝখানে গড়ে উঠেছে বেশ কয়েকটি হোমস্টে। হোমস্টে মালিকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তারা এখন থেকেই পুজোর বুকিং নিতে শুরু করেছেন।