কফিকে স্ক্রাবার হিসেবে ব্যবহার করার কথা প্রায়ই শোনা যায় ৷ ভাল স্ক্রাবার হিসেবে কফি খুবই পরিচিত ৷ কিন্তু ভাল স্ক্রাবার ছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে পারে কফি ৷
আরও পড়ুন : বয়সের আগেই ত্বকে বলিরেখা ? ত্বকের ভাঁজ দূর করতে পারবেন, জানুন বিশেষজ্ঞদের মতামত
বিশেষজ্ঞরা বলছেন ত্বক ভাল রাখতে রোজ কফির ব্যবহার করতে হবে ৷ কফির কিছু বিশেষ মিশ্রণ ত্বকে ব্যবহার করলে একাধিক সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে ৷ আসুন জেনে নেওয়া যাক , কফি থেকে কী কী সমস্যার সমাধান পাওয়া যায় -
advertisement
আরও পড়ুন : সহজেই পাকা চুল থেকে মুক্তি পেতে চান ? হেয়ার কালার ছাড়াই চুল কালো হবে, রইল টিপস
চোখের কালি - চোখের কালি দূর করতে ১ চামচ মধুতে কফি পাউডার মিশিয়ে প্যাক তৈরি করে চোখের তলায় মাখতে হবে ৷ ১০ -১৫ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে নিলেই দেখতে পারবেন পরিবর্তন ৷ চোখের কালিতে ম্যাজিকের মত কাজ করবে এই প্যাক ৷
ব্রণ- কফিতে থাকা অ্যান্টিবায়োটিক ব্রণ নিরাময় করতে পারে ৷ ৩ চামচ কফির সঙ্গে ১ চামচ মধু , ১ চামচ ব্যাসন ও সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে ম্যাসাজ করতে হবে ৷ সপ্তাহে তিন দিন এই বিশেষ মিশ্রণ দিয়ে ম্যাসাজ করলেই ব্রণ নিরাময় হতে পারে ৷
মুখের দাগ - ২ চামচ কফির সঙ্গে মধু ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করতে হবে ৷ এই প্যাক সপ্তাহে তিন বার লাগালেই মুখের কালো দাগ কমবে সহজেই ৷
শুষ্ক ত্বক - শুষ্ক ত্বকের থেকে রেহাই পেতে কফি ব্যবহার করতেই পারেন ৷ হাফ চামচ কফিতে সামান্য অলিভ অয়েল নিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে নিতে হবে ৷ শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে ম্যাজিকের মত কাজ করবে এই বিশেষ প্যাক ৷