TRENDING:

Beauty Parlour Stroke Syndrom: চুল ধোয়ার পরেই স্ট্রোক, বিউটি পার্লারে গিয়ে জীবন সংশয় মহিলার! হতে পারে আপনারও

Last Updated:

ওই চিকিৎসক জানিয়েছেন, এমন কিছু হয়ে থাকলে মাথা ঘোড়া,বনির মতো উপসর্গ দেখা দেয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দ্রাবাদ: বিউটি পার্লারে চুলের পরিচর্যা করাতে গিয়েছিলেন মহিলা৷ কিন্তু সেই পরিচর্যাই হয়ে আর একটু কেড়ে নিচ্ছিল তাঁর প্রাণ৷ বিউটি পার্লারে চুল কাটার আগে হেয়ার ওয়াশ করার পর পরই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন বছর পঞ্চাশের ওই মহিলা৷ স্ট্রোকের কারণ ব্যাখ্যা করতে গিয়ে চিকিৎসকরা যা জানিয়েছেন, তাতে পরের বার পার্লার বা সেলুনে যাওয়ার আগে বুক কেঁপে উঠতে পারে যে কারও৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদে৷ চিকিৎসকরা জানিয়েছেন, সেলুনের চেয়ারে বসে চুল ধোয়ার সময় মাথা পিছন দিকে হেলিয়ে দিয়েছিলেন ওই মহিলা৷ তখনই মস্তিষ্কে রক্ত সরবরাহকারী একটি ধমণীতে চাপ পড়ে৷ যার জেরেই কয়েক মুহূর্তের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হন তিনি৷

আরও পড়ুন: মাত্র ১০ টাকা খরচ করে বাড়িতেই তৈরি করুন হার্বাল শ্যাম্পু, চুল পড়া কমবে ম্যাজিকের মত

advertisement

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পার্লার বা সেলুনে গিয়ে এই ধরনের শারীরিক বিপত্তির ঘটনা প্রথম বার আমেরিকায় নজরে এসেছিল ১৯৯৩ সালে৷ এর পরেও বিশ্বের বিভিন্ন জায়গায় এই ধরনের সমস্যা দেখা গিয়েছে৷ যার ফলে এই ধরনের স্ট্রোককে বলা হয় 'বিউটি পার্লার স্ট্রোক সিন্ড্রোম৷' শুধু মহিলারা নন, সেলুনে গিয়ে ঘাড় মাসাজ করাতে যাওয়া অনেক পুরুষও এমন সমস্যার মুখোমুখি হয়েছেন৷

advertisement

সেকেন্দ্রাবাদের কেআইএমএস হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ প্রবীন কুমার ইয়াড়া গত কয়েক বছরে এই ধরনের সমস্যায় পড়া একাধিক রোগীর চিকিৎসা করেছেন৷ দ্য টাইমস অফ ইন্ডিয়া-কে তিনি জানিয়েছেন, 'সাধারণত সেলুন বা পার্লারের ম্যাসিওর যখন ঘাড় এবং মাথায় একসঙ্গে জোরে চাপ দিয়ে হাড় ফাটানোর শব্দ করতে যান, তখনই এই ধরনের সমস্যা দেখা দেয়৷ কারণ সেক্ষেত্রে নরম ধমণীগুলি আঘাত প্রাপ্ত হতে পারে৷'

advertisement

আরও পড়ুন: আসছেন প্রধানমন্ত্রী, এক রাতেই মোরবির সেই হাসপাতালের ভোল বদল! কটাক্ষ আপ- কংগ্রেসের

ওই চিকিৎসক জানিয়েছেন, এমন কিছু হয়ে থাকলে মাথা ঘোড়া,বনির মতো উপসর্গ দেখা দেয়৷ হায়দ্রাবাদের পঞ্চাশ বছর বয়সি ওই মহিলার ক্ষেত্রেও এমনটাই হয়েছিল৷ এর পাশাপাশি শরীরের ভারসাম্যও রাখতে পারছিলেন না তিনি৷ প্রথমে একজন গ্যাসস্ট্রোএন্ট্রোলজিস্ট-এর কাছে যান তিনি৷ ওই চিকিৎসকই তাঁকে স্নায়ুরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার পরামর্শ দেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পরে হাসপাতালের পক্ষ থেকে এমআরআই করানোর পরই ওই মহিলার স্ট্রোক হয়েছে, তা ধরা পড়ে৷ দেখা যায়, ঘাড়ের পিছন দিকে রক্ত জমাট বেঁধে রয়েছে তাঁর৷ আপাতত জীবনদায়ী ওষুধের সাহায্যে ওই মহিলার চিকিৎসা চলছে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Beauty Parlour Stroke Syndrom: চুল ধোয়ার পরেই স্ট্রোক, বিউটি পার্লারে গিয়ে জীবন সংশয় মহিলার! হতে পারে আপনারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল