TRENDING:

HS Exam 2025 Merit List: মাধ্যমিকে তৃতীয়, উচ্চ মাধ্যমিকে নবম! ডাক্তার হতে চান স্টেশনারি দোকানির ছেলে মেধাবী অর্ক

Last Updated:

HS Exam 2025 Merit List: বাবা পেশায় স্টেশনারির দোকানি কিরণ চন্দ্র মন্ডলের ছেলে অর্ক মন্ডল মাধ্যমিকের তৃতীয় হওয়ার পর ফের উচ্চ মাধ্যমিকের প্রথম ১০ এ বসিরহাটের অর্ক। ২০২৩-এ মাধ্যমিকের তৃতীয় স্থান অধিকার করেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জুলফিকার মোল্যা, উত্তর ২৪ পরগণা: বাবা পেশায় স্টেশনারির দোকানি, উচ্চমাধ্যমিকে নবম বসিরহাটের অর্ক। পড়ুয়াদের অপেক্ষার শেষ। মাধ্যমিকের পর প্রকাশিত হল স্কুলের ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম বড় পরীক্ষার ফলাফল।
advertisement

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। দুপুর সাড়ে ১২ টায় ফল প্রকাশ করলেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম হয়েছেন বসিরহাট টাউন হাই স্কুলের ছাত্র অর্ক মন্ডল। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার শহর বসিরহাটের ৮ নম্বর ওয়ার্ডের সাঁইপালায়। তাঁর বাবা কিরণচন্দ্র মণ্ডল পেশায় মণিহারি দোকানের দোকানি।

advertisement

আরও পড়ুন : সিঁদুর কী? এ যেন অশনি দেখে ডরানোর বদলে শত্রুনিধনের পর আনন্দের সিঁদুরখেলা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অর্ক ২০২৩-এ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। বিজ্ঞান শাখায় এ বছর উচ্চ মাধ্যমিকে তিনি ৫০০ এর মধ্যে ৪৮৯ নম্বর পেয়েছে। আগামী দিনে ডাক্তার হতে চান তিনি। জানান তাঁর ধারাবাহিক সাফল্যের পিছনে বাবা-মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছ’ থেকে সাত ঘণ্টা পড়াশোনা করে এই নাম্বার পেয়েছেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের বেড়ে ওঠা অর্ক মন্ডল ছোট থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখতেন। বাবা মায়ের অদম্য ইচ্ছা শক্তির জোরে সামনের দিকে এগিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য ছিল। তাই পড়াশোনার ফাঁকে একটু সময় পেলে মনীষীদের বই পড়ে, গান গেয়ে সময় কাটাতেন। তাঁর সাফল্যে বসিরহাটের ৮নম্বর ওয়ার্ডে এখন খুশির হাওয়া।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
HS Exam 2025 Merit List: মাধ্যমিকে তৃতীয়, উচ্চ মাধ্যমিকে নবম! ডাক্তার হতে চান স্টেশনারি দোকানির ছেলে মেধাবী অর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল