Sindoor Significance: 'অপারেশন সিঁদুর!' সিঁদুর আসলে কী? এর মাহাত্ম্যই বা কী? নারীশক্তির নামেই কোমর ভেঙে গেল পাকিস্তানের

Last Updated:

Sindoor Significance in Operation Sindoor: পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের সন্ত্রাস একদিকে কেড়ে নিয়েছে সিঁথি বা সীমন্তের বৈবাহিক চিহ্ন৷ তার প্রত্যাঘাতে যে অভিযান, তার নামের সঙ্গে ‘সিঁদুর’ শব্দটা রয়ে গেল গভীর তাৎপর্য নিয়েই৷

সিঁদুররাঙা সীমন্তিনী এবং কপালে ত্রিনয়নসম বিন্দি যেন নারীশক্তির উন্মেষ
সিঁদুররাঙা সীমন্তিনী এবং কপালে ত্রিনয়নসম বিন্দি যেন নারীশক্তির উন্মেষ
সীমন্তের পাশাপাশি এ বার সিঁদুর জড়িয়ে গেল সীমান্তের সঙ্গেও৷ পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে একাধিক জঙ্গিঘাঁটি ধুলোয় মিশিয়ে দেওয়ার অভিযান রাঙা হল সিঁদুরের রঙেও৷ ভারতীয় সেনার ‘অভিযান সিঁদুর’ সব দিক থেকেই নজিরবিহীন৷ পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের সন্ত্রাস একদিকে কেড়ে নিয়েছে সিঁথি বা সীমন্তের বৈবাহিক চিহ্ন৷ তার প্রত্যাঘাতে যে অভিযান, তার নামের সঙ্গে ‘সিঁদুর’ শব্দটা রয়ে গেল গভীর তাৎপর্য নিয়েই৷
সনাতনী মতে, সিঁদুরদানের পরই সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান৷ মাঙ্গলিক এই চিহ্ন কার্যত আনুষ্ঠানিক বিয়ের সিলমোহর৷ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর যে ছবি ভাইরাল হয়ে পড়ে, সেখানে শূন্যদৃষ্টি নিয়ে বসে ছিলেন হিমাংশী নারওয়াল৷ তাঁর চওড়া সিঁথিতে তখনও উজ্জ্বল সিঁদুর৷ হাতে ঝমঝম করছে ‘বিয়ের চূড়া’৷ সদ্য বিবাহিতার পাশে নিথর তাঁর স্বামী৷ বরফঢাকা হিমালয়, পাইনগাছের নিসর্গ ছাপিয়ে এই ছবিটাই হয়ে যায় পহেলগাঁওয়ের মুখ৷ তাঁর মতো আরও অনেক নববিবাহিতী ভারতীয় তরুণী ভূস্বর্গে মধুচন্দ্রিমায় গিয়ে জঙ্গিদের বুলেটে হারিয়েছেন তাঁদের স্বামী৷ ছত্রভঙ্গ হয়ে গিয়েছে তাঁদের জীবন৷ মহিলা এবং শিশুদের বাদ দিয়ে পহেলগাঁওয়ে নাম পরিচয় জানার পর নিশানা করে হত্যা করা হয় পুরুষদেরই৷ পরিবারে সকলের চোখের সামনেই লুটিয়ে পড়েন কারওর স্বামী, কারওর বাবা, কারওর স্নেহভাজন৷ তাঁদের মৃত্যুতে হারিয়ে যায় অনেক মহিলার সিঁথির সিঁদুর৷ তাই এই অভিযানের প্রত্যাঘাতের নাম ‘অপারেশন সিঁদুর’ হয়ে এর অভিঘাতের সঙ্গে আমজনতার গাঁটছড়া আরও মজবুত করল৷
advertisement
আরও পড়ুন : কাসভ-সহ ২৬/১১ হানার সব জঙ্গি প্রশিক্ষিত এখানেই! অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে গেল লাহৌরের কাছেই জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র মুরিদকে! ধূলিসাৎ আরও ৮ ঘাঁটি
ভারতে প্রচলিত সিঁদুর সাধারণত লাল রঙের৷ তবে বিহারে কমলা, এমনকি গোলাপি রঙের সিঁদুরও প্রচলিত৷ মাঙ্গলিক সিঁদুর সৌভাগ্য, উর্বরতা এবং শ্রী ও সমৃদ্ধির প্রতীক৷ অন্যদিকে গভীর ভালবাসা, নিবেদিত প্রাণ উৎসর্গের প্রতীক হিসেবেও দেখা হয় সিঁদুরকে৷ ভারতে কবে থেকে সিঁদুরের প্রচলন শুরু, তার কোনও প্রামাণ্য তথ্য নেই৷ তবে সিন্ধু সভ্যাতার খননে প্রাপ্ত ৫ হাজার বছর আগের মহিলা মূর্তির মাথাতেও আছে সযত্নে কাটা সিঁথি৷ সিনেমা তো বটেই, ভারতীয় সংস্কৃতির বিভিন্ন শাখায় সিঁদুরের ভূমিকা ও মাহাত্ম্য গাঁথা হয়েছে দীর্ঘ দিন ধরে৷ মাঙ্গলিক চিহ্ন, সাজের অনুষঙ্গ ছাড়াও আয়ুর্বেদে সিঁদুরের উপকারিতা স্বীকার করা হয়েছে৷ সিঁদুররাঙা সীমন্তিনী এবং কপালে ত্রিনয়নসম বিন্দি যেন নারীশক্তির উন্মেষ৷ বুধবারের পর থেকে সিঁদুর প্রত্যাঘাতেরও প্রতীক৷ সিঁদুরে মেঘে অশনি দেখে ডরানোর বদলে শত্রুনিধনের পর আনন্দের সিঁদুরখেলা৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sindoor Significance: 'অপারেশন সিঁদুর!' সিঁদুর আসলে কী? এর মাহাত্ম্যই বা কী? নারীশক্তির নামেই কোমর ভেঙে গেল পাকিস্তানের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement