#নয়া দিল্লি: পৃথিবীর সব শিশুরাই স্পেশ্যাল বা বিশেষ হয়ে থাকে। তবুও কিছু ক্ষেত্রে বিশষে চাহিদা সম্পন্ন (Special Needs Children )শিশুদের একটু আলাদা করে খেয়াল বা যত্ন নিতে হয়। আমি একজন নিউরো টিপিক্যাল এবং বিশেষভাবে সক্ষম শিশুর মা। এবং আমার জন্য গত দু'টো বছর সব থেকে কঠিন ছিল। আমরা যখন বাচ্চাদের স্কুলে পাঠানোর সামান্য আশা দেখতে পেলাম, তখনই ফের সব কিছু আবার আগের মতোই হয়ে গেল। করোনা এবং এই সময়কাল শিশুদের জন্য এক কঠিন পরীক্ষার সময়। সেই সঙ্গে বাবা মায়েদেরও কঠিন পরীক্ষা।
advertisement
বাড়ি থেকেই স্কুল, সেখান থেকেই খেলা , পড়াশুনো বাচ্চাদের (Special Needs Children ) এক কঠিন সময়ে এনে দাঁড় করিয়েছে। আমি কিছু পয়েন্ট তুলে ধরছি বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে, তাহলে বিষয়টা বুঝতে সহজ হবে।
মানুষের সঙ্গে যোগাযোগ: বিশেষভাবে সক্ষম (Special Needs Children ) শিশুরা যখন মানুষের সংস্পর্শে আসে, তারা অনেক কিছু শিখতে পারে। তারা আলাদা করে মানুষের মুখ মনে রাখে। এবং প্রতিটা কাজ পর্যবেক্ষণ করে। ফলে তাদের শিখতে সুবিধে হয়। কিন্তু এই শেখাটা কখনই অনলাইন ক্লাস বা অনস্ক্রিনে শেখা সম্ভব নয়।
সামাজিক ভাব বিনিময়: এই যে কথার আদান প্রদান। স্কুলে গিয়ে প্রত্যেক বাচ্চা থেকে টিচারদের সঙ্গে আলাদা করে যে কথা বা ভাবের আদান প্রদান সেটা খুব দরকার বিশেষভাবে সক্ষম (Special Needs Children ) শিশুদের জন্য। কিন্তু অনলাইন ক্লাসে তা সম্ভব নয়। একমাত্র শরীরচর্চার ক্লাসে একটু তারা এই সুযোগ পায়। আমার মনে আছে , আমার ছেলের এক বন্ধু আমায় বলেছিল, যখন বেশ কিছুদিন পর তাদের শরীরচর্চার ক্লাসে দেখা হয়, এবং হাগ করে। সেই মুহূর্তটা কতটা আনন্দের ছিল ওই ছোট্ট বাচ্চাটার কাছে। এটা অনলাইনে সম্ভব নয়।
সহপাঠীদের থেকে শেখা: এই সুযোগ অনলাইন ক্লাসে একেবারেই নেই। বিশেষভাবে সক্ষম (Special Needs Children ) শিশুরা অনেক কিছুই তাদের পাশের মানুষকে দেখে দেখে শেখে। একে অপরের পরিপূরক হয়ে ওঠে। যা অনলাইন ক্লাসে একেবারেই সম্ভব নয়।
আরও পড়ুন: কালো ও নীলে মোহময়ী রশ্মিকা ! ঝড় তুললেন 'পুষ্পা'র শ্রীবল্লি !
রুটিন: অনলাইনে ক্লাসে বিশেষভাবে সক্ষম (Special Needs Children ) শিশুদের রুটিনের গণ্ডিতে বেঁধে ফেলা অসম্ভব। কারণ সামান্য কিছুতেই তাদের মন অন্যমনষ্ক হয়ে পড়ে। এবং ফের তাদের পড়াতে ফিরিয়ে আনা শিক্ষক এবং বাবা মায়ের জন্য এক কঠিন কাজ।
আরও পড়ুন: আর কয়েক দিন পরেই বেজিংয়ে বসছে শীতকালীন অলিম্পিক্সের আসর! করোনা রুখতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
বিক্ষিপ্ততা: অনলাইন ক্লাসে অনেক রকম বিক্ষিপ্ত বিষয় সহজেই চলে আসে। এই যেমন আমার ছেলে সব সময় ইউটিউব চালিয়ে ভিডিও দেখতে চায় তার ট্যাবে। এবাএ সব সময় সে কি খুলে দেখে ফেলছে তা মনিটর করা সত্যিই বড় চ্যালেঞ্জের।
এই সব সমস্যাগুলোতে প্রায় পড়তে হচ্ছে। আমি চাইব করোনা সময়কালের মতো কঠিন সময়ে আমাদের যেন আর পড়তে না হয়। এই পরিস্থিতি যেন খুব শীঘ্রই কেটে যায়।
UPASANA MAHTANI LUTHRA