বিরিয়ানি, পোলাও, কোর্মার মতো পদে বেরেস্তা অবশ্যই দিতে হবে৷ রান্নার রং এবং মুচমুচে ভাব, দু’য়ের জন্যই বেরেস্তা দেওয়া প্রয়োজন৷ কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি পুড়ে যায়৷ তাই ভাজার সময় সতর্ক থাকতে হবে৷ কতটা ভাজা হলে বুঝব যে বেরেস্তা ঠিকমতো হয়েছে? সে বিষয়ে টিপস দিয়েছেন মাস্টারশ্যেফ কুণাল কপূর৷ ‘বিরিয়ানি বা পোলাওয়ের জন্য কীভাবে পুড়িয়ে না ফেলে পেঁয়াজভাজা বা বেরেস্তা করব?’’-এই ক্যাপশন দেওয়ার মতো কুণাল হদিশ দিয়েছেন সোজা উপায়ের৷আসুন, কুণালের দেওয়া টিপস অনুসরণে ধাপে ধাপে শিখে নিই ভাল বেরেস্তা তৈরির কৌশল (How to make crispy beresta or birista at home)-
advertisement
আরও পড়ুন : রান্নাঘরে তেলমশলার চটচটে দাগছোপ কিছুতেই উঠছে না? রইল সহজ ঘরোয়া উপায়
প্রথমে পেঁয়াজ ভাল করে কেটে এর খোসা ছাড়িয়ে নিন৷
দু’টি অর্ধে ভাগ করে এ বার পেঁয়াজ ঝিরি ঝিরি করে কুচিয়ে নিন৷ যত মিহি করে কুটবেন, তত ভাল বেরেস্তা তৈরি করতে পারবেন৷
যদি এক কেজি পেঁয়াজের বেরেস্তা তৈরি করেন, তাহলে ভাজার জন্য লাগবে এক লিটার তেল৷
ননস্টিক কড়াই গরম হলে তেল দিন৷ এ বার মাঝারি থেকে বেশি আঁচে ভাজতে হবে৷ কম আঁচে রান্না করলে বেশি তেল শুষে নেবে পেঁয়াজ৷
তেল গরম হলে পেঁয়াজ দিন৷ ক্রমাগত খুন্তি দিয়ে নাড়তে ভুলবেন না৷
আরও পড়ুন : কোন কোন শারীরিক সমস্যায় বিটরুট কোনওমতেই খাওয়া যাবে না, জেনে নিন
পেঁয়াজের রং বাদামি হতে শুরু করলেই গ্যাসের আঁচ কমিয়ে দিন৷ তার পর পেঁয়াজ নামিয়ে নিন৷
শুকনো কিচেন টাওয়েলের উপর ভাজা পেঁয়াজ ছড়িয়ে দিন৷ তাহলে এর স্বাদ তিতো হবে না৷ রংও কালো হয়ে যাবে না৷ বরং সোনালি ভাজা হয়েই থাকবে৷
আরও পড়ুন : এক বার কাচার পরই সোয়েটার জুড়ে গুড়ি গুড়ি? দূর করুন এই ভাবে
পেঁয়াজভাজা বা বেরেস্তা বিরিয়ানির অন্যতম উপকরণ৷ এছাড়াও দিতে পারেন পোলাও এবং কোর্মা-সহ চিকেনের যে কোনও পদে৷ এক বার বেরেস্তা তৈরি করে এয়ারটাইট কৌটোয় রেখে দিতে পারেন৷ টানা তিনি মাস ব্যবহারযোগ্য থাকবে৷