TRENDING:

Homemade Kajal: আপনার দু’টি চোখ বাঙ্ময় করে তুলতে পরুন বাড়িতে পাতা কাজল, তৈরি করা খুবই সহজ

Last Updated:

নিজের হাতে তৈরি রাসায়নিকমুক্ত প্রসাধনীতেই ভাষাবহুল করে তুলুন চোখজোড়াকে (How to make chemical free kajal at home)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মনের ভাব প্রকাশের সেরা মাধ্যম দু’টি চোখ৷ কথা বলার এই অঙ্গকে আরও বাঙ্ময় করে তোলার জন্য কাজলের (Kajal) পরশ পড়ে৷ কত হাজার বছর ধরে যে কাজল ব্যবহার হয়ে আসছে, তার লেখাজোখা নেই৷ আগে বাড়িতেই কাজললতায় পাতা হত কাজল (Homemade Kajal)৷ তার পর সেই কজ্জলরেখায় উজ্জ্বল হত বাড়ির মেয়ে বউদের চোখ৷ এখন বাজারে হরেক রকমের কাজল৷ তবে রাসায়নিকমুক্ত নয় কোনওটাই ৷ কোনওটায় বেশি, কোনওটায় কম৷ পার্থক্য এটুকুই৷ তাই চিকিৎসকরা বার বার বলেন রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখ থেকে কাজলের সব দাগ মুছে ফেলার জন্য৷ তবে দু’দিকই রক্ষা হবে, যদি আপনিও বাড়িতে তৈরি করতে পারেন কাজল৷ নিজের হাতে তৈরি রাসায়নিকমুক্ত প্রসাধনীতেই ভাষাবহুল করে তুলুন চোখজোড়াকে (How to make chemical free kajal at home)৷
advertisement

আরও পড়ুন : আলোর উৎসবে উজ্জ্বল হবে অলঙ্কারের সাজ, ঝুমকো দুল থেকে আংটিতে আসুক নতুনত্বের ছোঁয়া!

বাড়িতে তৈরি বা বাড়িতে পাতা কাজলে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান৷ ফলে আপনার চোখ দূরে থাকে সংক্রমণ থেকে৷ বাড়িতে কাজল তৈরির জন্য কিছু আয়ুর্বেদিক জিনিস সংগ্রহ করতে হবে৷ সেগুলি হল বয়রা, শুকনো আমলকি, যষ্টিমধু এবং আমন্ড বাদাম ৷

advertisement

আরও পড়ুন : শীতে শুষ্ক ত্বকের ঝক্কি কমাতে নিয়মিত খান এই খাবারগুলি

তার পর শুরু করুন প্রদীপের কালি সংগ্রহ৷ রেড়ির তেলে বা ঘিয়ের প্রদীপ জ্বেলে ধৈর্য ধরে স্টিলের পাত্রের গায়ে তার কালি পড়তে দিন৷ প্রদীপের চারধারে চারটি স্টিলের গ্লাস রাখুন৷ তার উপর উল্টে রাখুন একটি স্টিলের প্লেট৷ চাইলে ব্যবহার করতে পারেন তামার প্লেটও৷ এ বার চার ঘণ্টা ধরে প্লেটের গায়ে কালো প্রলেপ জমতে দিন ৷ দেখবে, প্রদীপ যেন নিভে না যায়৷

advertisement

আরও পড়ুন : সুস্থ থাকতে এই তিক্ত স্বাদগুলি ঘুরিয়ে ফিরিয়ে পড়ুক আপনার পাতে

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ঠান্ডা হলে আস্তে আস্তে প্লেটটি তুলে নিন৷ তার পর প্লেটের উপরে কলির প্রলেপে মেশান অনেকটা ঘি৷ বাড়িতে তৈরি ঘি হলে কাজলের গুণমান সবথেকে ভাল হবে৷ কালিমাখা প্লেটের উপর ঘি দিয়ে মাখিয়ে নিয়ে ছুরি বা চামচ দিয়ে তুলে ফেলতে হবে৷ কাজলকে স্মাজপ্রুফ করার জন্য দিতে হবে পোড়া আমন্ডচূর্ণ ৷ কিছু আমন্ড সম্পূর্ণ পুড়িয়ে নিন ৷ তার পর গুঁড়ো করে নিন৷ ওই চূর্ণ কাজলে ভাল করে মিশিয়ে নিন৷ তার পর সমপরিমাণে মেশানো বয়রাগুঁড়ো, শুকনো আমলকিচূ্র্ণ এবং যষ্টিমধুচূর্ণ দিয়ে দিন কাজলে৷ তার পর আবার এক বার ভাল করে মিশিয়ে নিন৷ আপনার কাজল তৈরি৷ মিশ্রণটি সংগ্রহ করে রাখুন গোলমুখের চ্যাপ্টা আকৃতির কাচের কৌটোয়৷ এ বার শুধু চোখের পাতায় পরার অপেক্ষা৷ বাড়িতে তৈরি কাজল পরতে পারেন চোখের উপরের ও নীচে, দু’দিকেই৷ এই মিশ্রণ কাজলের মতো শুকনো হবে না৷ বরং উপাদানের জন্য কিছুটা আইলাইনারের মতো এফেক্ট আসবে৷ তাই পরার জন্য ব্যবহার করুন তুলি৷ যখন পরবেন না, কৌটোর ঢাকনা বন্ধ করে রাখবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Homemade Kajal: আপনার দু’টি চোখ বাঙ্ময় করে তুলতে পরুন বাড়িতে পাতা কাজল, তৈরি করা খুবই সহজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল