TRENDING:

Homemade Kajal: আপনার দু’টি চোখ বাঙ্ময় করে তুলতে পরুন বাড়িতে পাতা কাজল, তৈরি করা খুবই সহজ

Last Updated:

নিজের হাতে তৈরি রাসায়নিকমুক্ত প্রসাধনীতেই ভাষাবহুল করে তুলুন চোখজোড়াকে (How to make chemical free kajal at home)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মনের ভাব প্রকাশের সেরা মাধ্যম দু’টি চোখ৷ কথা বলার এই অঙ্গকে আরও বাঙ্ময় করে তোলার জন্য কাজলের (Kajal) পরশ পড়ে৷ কত হাজার বছর ধরে যে কাজল ব্যবহার হয়ে আসছে, তার লেখাজোখা নেই৷ আগে বাড়িতেই কাজললতায় পাতা হত কাজল (Homemade Kajal)৷ তার পর সেই কজ্জলরেখায় উজ্জ্বল হত বাড়ির মেয়ে বউদের চোখ৷ এখন বাজারে হরেক রকমের কাজল৷ তবে রাসায়নিকমুক্ত নয় কোনওটাই ৷ কোনওটায় বেশি, কোনওটায় কম৷ পার্থক্য এটুকুই৷ তাই চিকিৎসকরা বার বার বলেন রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখ থেকে কাজলের সব দাগ মুছে ফেলার জন্য৷ তবে দু’দিকই রক্ষা হবে, যদি আপনিও বাড়িতে তৈরি করতে পারেন কাজল৷ নিজের হাতে তৈরি রাসায়নিকমুক্ত প্রসাধনীতেই ভাষাবহুল করে তুলুন চোখজোড়াকে (How to make chemical free kajal at home)৷
advertisement

আরও পড়ুন : আলোর উৎসবে উজ্জ্বল হবে অলঙ্কারের সাজ, ঝুমকো দুল থেকে আংটিতে আসুক নতুনত্বের ছোঁয়া!

বাড়িতে তৈরি বা বাড়িতে পাতা কাজলে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান৷ ফলে আপনার চোখ দূরে থাকে সংক্রমণ থেকে৷ বাড়িতে কাজল তৈরির জন্য কিছু আয়ুর্বেদিক জিনিস সংগ্রহ করতে হবে৷ সেগুলি হল বয়রা, শুকনো আমলকি, যষ্টিমধু এবং আমন্ড বাদাম ৷

advertisement

আরও পড়ুন : শীতে শুষ্ক ত্বকের ঝক্কি কমাতে নিয়মিত খান এই খাবারগুলি

তার পর শুরু করুন প্রদীপের কালি সংগ্রহ৷ রেড়ির তেলে বা ঘিয়ের প্রদীপ জ্বেলে ধৈর্য ধরে স্টিলের পাত্রের গায়ে তার কালি পড়তে দিন৷ প্রদীপের চারধারে চারটি স্টিলের গ্লাস রাখুন৷ তার উপর উল্টে রাখুন একটি স্টিলের প্লেট৷ চাইলে ব্যবহার করতে পারেন তামার প্লেটও৷ এ বার চার ঘণ্টা ধরে প্লেটের গায়ে কালো প্রলেপ জমতে দিন ৷ দেখবে, প্রদীপ যেন নিভে না যায়৷

advertisement

আরও পড়ুন : সুস্থ থাকতে এই তিক্ত স্বাদগুলি ঘুরিয়ে ফিরিয়ে পড়ুক আপনার পাতে

ঠান্ডা হলে আস্তে আস্তে প্লেটটি তুলে নিন৷ তার পর প্লেটের উপরে কলির প্রলেপে মেশান অনেকটা ঘি৷ বাড়িতে তৈরি ঘি হলে কাজলের গুণমান সবথেকে ভাল হবে৷ কালিমাখা প্লেটের উপর ঘি দিয়ে মাখিয়ে নিয়ে ছুরি বা চামচ দিয়ে তুলে ফেলতে হবে৷ কাজলকে স্মাজপ্রুফ করার জন্য দিতে হবে পোড়া আমন্ডচূর্ণ ৷ কিছু আমন্ড সম্পূর্ণ পুড়িয়ে নিন ৷ তার পর গুঁড়ো করে নিন৷ ওই চূর্ণ কাজলে ভাল করে মিশিয়ে নিন৷ তার পর সমপরিমাণে মেশানো বয়রাগুঁড়ো, শুকনো আমলকিচূ্র্ণ এবং যষ্টিমধুচূর্ণ দিয়ে দিন কাজলে৷ তার পর আবার এক বার ভাল করে মিশিয়ে নিন৷ আপনার কাজল তৈরি৷ মিশ্রণটি সংগ্রহ করে রাখুন গোলমুখের চ্যাপ্টা আকৃতির কাচের কৌটোয়৷ এ বার শুধু চোখের পাতায় পরার অপেক্ষা৷ বাড়িতে তৈরি কাজল পরতে পারেন চোখের উপরের ও নীচে, দু’দিকেই৷ এই মিশ্রণ কাজলের মতো শুকনো হবে না৷ বরং উপাদানের জন্য কিছুটা আইলাইনারের মতো এফেক্ট আসবে৷ তাই পরার জন্য ব্যবহার করুন তুলি৷ যখন পরবেন না, কৌটোর ঢাকনা বন্ধ করে রাখবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Homemade Kajal: আপনার দু’টি চোখ বাঙ্ময় করে তুলতে পরুন বাড়িতে পাতা কাজল, তৈরি করা খুবই সহজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল