আরও পড়ুন : আলোর উৎসবে উজ্জ্বল হবে অলঙ্কারের সাজ, ঝুমকো দুল থেকে আংটিতে আসুক নতুনত্বের ছোঁয়া!
বাড়িতে তৈরি বা বাড়িতে পাতা কাজলে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান৷ ফলে আপনার চোখ দূরে থাকে সংক্রমণ থেকে৷ বাড়িতে কাজল তৈরির জন্য কিছু আয়ুর্বেদিক জিনিস সংগ্রহ করতে হবে৷ সেগুলি হল বয়রা, শুকনো আমলকি, যষ্টিমধু এবং আমন্ড বাদাম ৷
advertisement
আরও পড়ুন : শীতে শুষ্ক ত্বকের ঝক্কি কমাতে নিয়মিত খান এই খাবারগুলি
তার পর শুরু করুন প্রদীপের কালি সংগ্রহ৷ রেড়ির তেলে বা ঘিয়ের প্রদীপ জ্বেলে ধৈর্য ধরে স্টিলের পাত্রের গায়ে তার কালি পড়তে দিন৷ প্রদীপের চারধারে চারটি স্টিলের গ্লাস রাখুন৷ তার উপর উল্টে রাখুন একটি স্টিলের প্লেট৷ চাইলে ব্যবহার করতে পারেন তামার প্লেটও৷ এ বার চার ঘণ্টা ধরে প্লেটের গায়ে কালো প্রলেপ জমতে দিন ৷ দেখবে, প্রদীপ যেন নিভে না যায়৷
আরও পড়ুন : সুস্থ থাকতে এই তিক্ত স্বাদগুলি ঘুরিয়ে ফিরিয়ে পড়ুক আপনার পাতে
ঠান্ডা হলে আস্তে আস্তে প্লেটটি তুলে নিন৷ তার পর প্লেটের উপরে কলির প্রলেপে মেশান অনেকটা ঘি৷ বাড়িতে তৈরি ঘি হলে কাজলের গুণমান সবথেকে ভাল হবে৷ কালিমাখা প্লেটের উপর ঘি দিয়ে মাখিয়ে নিয়ে ছুরি বা চামচ দিয়ে তুলে ফেলতে হবে৷ কাজলকে স্মাজপ্রুফ করার জন্য দিতে হবে পোড়া আমন্ডচূর্ণ ৷ কিছু আমন্ড সম্পূর্ণ পুড়িয়ে নিন ৷ তার পর গুঁড়ো করে নিন৷ ওই চূর্ণ কাজলে ভাল করে মিশিয়ে নিন৷ তার পর সমপরিমাণে মেশানো বয়রাগুঁড়ো, শুকনো আমলকিচূ্র্ণ এবং যষ্টিমধুচূর্ণ দিয়ে দিন কাজলে৷ তার পর আবার এক বার ভাল করে মিশিয়ে নিন৷ আপনার কাজল তৈরি৷ মিশ্রণটি সংগ্রহ করে রাখুন গোলমুখের চ্যাপ্টা আকৃতির কাচের কৌটোয়৷ এ বার শুধু চোখের পাতায় পরার অপেক্ষা৷ বাড়িতে তৈরি কাজল পরতে পারেন চোখের উপরের ও নীচে, দু’দিকেই৷ এই মিশ্রণ কাজলের মতো শুকনো হবে না৷ বরং উপাদানের জন্য কিছুটা আইলাইনারের মতো এফেক্ট আসবে৷ তাই পরার জন্য ব্যবহার করুন তুলি৷ যখন পরবেন না, কৌটোর ঢাকনা বন্ধ করে রাখবেন ৷