TRENDING:

Cucumber for Weight Loss: অবিশ্বাস্য! মাত্র ১৫ দিনে ৭ কেজি, এই পানীয়তে চুমুক দিলেই পেটের মেদ গায়েব, জানুন কীভাবে?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওজন কমানোর জন্য সকলেই মরিয়া৷ শরীরের বাড়তি মেদ নিয়ে সকলেই চিন্তিত৷ কেউ কড়া ডায়েটিং করছেন তো কেউ কঠোর শরীরচর্চা৷ কেউ আবার ওজন কমাতে দিন রাত শসা খাচ্ছেন৷ শসা খেলে শরীরের বাড়তি ওজন কমে এটা সকলেই জানেন৷ গরম পড়লেই শসা খাওয়ার প্রবণতাটাও দ্বিগুণ বেড়ে যায়৷ তবে শসা খেলে গেলেই হল না, তার সঠিক উপায়ও জানতে হবে৷ কোন উপায়ে শসা খেলে ওজন কমবে হুড়মুড়িয়ে, তা সবার আগে জানতে হবে৷
এই পানীয়তে চুমুক দিলেই তড়তড়িয়ে কমবে পেটের মেদ, জেনে নিন পান করার সঠিক সময়
এই পানীয়তে চুমুক দিলেই তড়তড়িয়ে কমবে পেটের মেদ, জেনে নিন পান করার সঠিক সময়
advertisement

শসার অনেক গুণ রয়েছে৷ সঠিক নিয়ম মতো শসা খেলে তা ওজন কমাতে ব্যাপক সাহায্য করে৷ শসার মধ্যে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে৷ শসাতে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, উচ্চ ফোলেটে পরিপূর্ণ৷ পর্যাপ্ত পরিমাণে ফোলেট থাকার জন্য এটি অন্যান্য পুষ্টির ঘাটতি পূরণ করে৷ শসা ঠিকমতো খেলে মাত্র ১৫ দিনের মধ্যে ৭ কেজি পর্যন্ত ওজন কমানো যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ প্রোটিনের পাশাপাশি শসা খেলে ওজন যেমন দ্রুত কমবে এবং পেটের মেদও কমে যাবে নিমেষে৷ শসার জুসও শরীরের মেদ কমাতে কাজ করে৷ নিয়মিত এক গ্লাস করে শসার জুস খেলে মেদ নিমেষে গায়েব হবে৷

advertisement

আরও পড়ুন-এই লক্ষণ দেখলেই সাবধান হোন! কিডনির সমস্যা বাড়লে হতে পারে মারাত্মক বিপদ

আরও পড়ুন- নৈশভোজের পর এই ৫ ভুল একদম নয়! রাতারাতি বার্ধক্যের ছাপ পড়বে মুখে

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে- শসার মধ্যে ৯৫ শতাংশ জল থাকে, যা শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে৷ শসা শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে৷ শসার মধ্যে রয়েছে ইথানল যা রক্তের গ্লুকোজ কমাতে সাহায্য করে৷ পেটের মেদ সরাসরি রক্তে শর্করা এবং কোলেস্টেরলের সঙ্গে সম্পর্কিত তাই এই দুটি কমাতে পেটের মেদও কমে যায়৷

advertisement

ফোলাভাব থেকে মুক্তি- পেটে চর্বি জমে থাকার কারণে গ্যাসের সমস্যা হয়৷ শসা শরীর থেকে টক্সিন দূর করতে দারুণ কার্যকরী৷ শসার বীজ শরীর থেকে অতিরিক্ত জল কমাতে সাহায্য করে৷ এছাড়া পেট ফোলার সমস্যা দূর করে মাংসপেশিকে শিথিল করে৷

কোষ্ঠকাঠিন্য দূর করে- পরিপাকতন্ত্র খারাপ থাকলেই শরীরে বাড়তি চর্বি জমে যায়৷ শসায় পর্যাপ্ত পরিমাণে ফাইবার ও জল থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য কর৷ এই কয়েকটি নিয়ম মেনে শসা খেলেই মাত্র ২ সপ্তাহের মধ্যেই ওজন কমাতে পারবেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cucumber for Weight Loss: অবিশ্বাস্য! মাত্র ১৫ দিনে ৭ কেজি, এই পানীয়তে চুমুক দিলেই পেটের মেদ গায়েব, জানুন কীভাবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল