ব্লাউজের পিছনেও নজরকাড়া সব ডিজাইন রয়েছে। পরলে মনে হবে, পিঠে যেন আলপনা এঁকে দিয়েছে কেউ। পছন্দ অনুযায়ী ডিজাইন তৈরিও করে নেওয়া যায়। এখানে সে রকম কিছু ডিজাইনের হদিশ দেওয়া হল।
আরও পড়ুন: এবার এফডি-তে বিশেষ এই সুবিধা দিতে চলেছে PNB, কীভাবে আপনিও হবেন লাভবান জেনে নিন
ব্যাক ভি নেক ব্লাউজ ডিজাইন: রিভার্স ভি নেক ডিজাইন ইদানীং ব্যাপক জনপ্রিয়। এই ধরনের ব্লাউজ সৌন্দর্যে আলাদা মাত্রা যোগ করে। ব্লাউজকে আরও আকর্ষণীয় করতে নিচের অংশে স্ট্রিপের বদলে স্ট্রিং যোগ করা যায়। তবে হ্যাঁ চুল খোলা রাখলে চলবে না। তাহলে ডিজাইন ঢাকা পড়ে যাবে। তাই খোঁপা করাই সবচেয়ে ভাল।
advertisement
ক্রিস ক্রস ব্যাক ব্লাউজ ডিজাইন: এই ব্লাউজে পিঠের স্ট্রিং থেকে ক্রিস ক্রস তৈরি করা হয়। দেখতে খুব সুন্দর লাগে। ডিজাইনার শাড়ির সঙ্গে এই ধরনের ব্লাউজ পরা যায়। তবে লেহঙ্গার সঙ্গে সবচেয়ে ভাল মানাবে। চুল পনিটেল করা থাক। কানে ছোট দুল। দীপাবলির রাতে তো বটেই, যে কোনও পার্টিতেও এই লুক ক্যারি করা যায়।
বো ব্যাক ব্লাউজ ডিজাইন: সাধারণ ব্লাউজ পছন্দ হলে নম ডিজাইনগুলো পারফেক্ট। অনেকটা ওল্টানো মুকুটের মতো। এতে পিঠের অনেকটা অংশ উন্মুক্ত থাকবে। ব্লাউজের শেষ ভাগে একটা গিঁট। দর্জিকে দিয়ে সাধারণ ব্লাউজ কাটিয়েও এ ধরনের ডিজাইন তৈরি করে নেওয়া যায়। ব্লাউজের হাতার কাছে ফ্রিল করা, আর পিঠের দিকে ছোট ছোট পুঁতি বসানো। দেখতে খুব সুন্দর লাগে।
আরও পড়ুন: পরিচিত কেউ কাজ করেন? বিপুল কর্মী ছাঁটাই করতে চলেছে এই সংস্থা
হাফ ফ্লাওয়ার ব্যাক ব্লাউজ ডিজাইন: ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ তো অনেকেরই খুব পছন্দের। তবে এখানে একটা ট্যুইস্ট আছে। ফ্লোরাল প্রিন্ট নয়, ব্লাউজের পিছন দিকে থাকবে আস্ত একটা ফুল। সেটাকে আরও আকর্ষণীয় দেখাতে ফুলের মাঝখানে একটা স্টোন। দীপাবলির রাতে তো বটেই বিয়ে বাড়ি কিংবা পার্টিতেও এই ডিজাইন ক্যারি করা যায়।
মাথায় রাখতে হবে: ব্লাউজের ফিটিং ঠিক থাকতে হবে, না হলে ডিজাইন ফুটে উঠবে না। শাড়ি বা লেহঙ্গার সঙ্গে কনট্রাস্ট করে ব্লাউজ পরা যায়। যেমন হলুদ শাড়ি হলে লাল ব্লাউজ। আর হ্যাঁ, ব্লাউজের ডিজাইন অনুযায়ী কানের দুল বেছে নিতে হবে। সঙ্গে চুলের স্টাইল!