আরও পড়ুন- বিয়ের রাতে সাদা বিছানায় গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখার রহস্য কী জানেন?
ভালো করে ধুয়ে তবেই আলমারিতে তুলুন
শীতে মাত্র কয়েকবার পরেছেন মানে শীতের পোশাক (Woolen Cloths) না ধুলেও চলবে এমন ধারণা কিন্তু মস্ত ভুল। সোয়েটার, জ্যাকেট বা থার্মালস না ধুয়ে উঠিয়ে রাখবেন না। ব্যাকটেরিয়া, ধুলো, বা গন্ধ মাসের পর মাস তাহলে উলেই আটকে রয়ে যাবে। সুতরাং, ড্রাইক্লিনিং করান বা ঘরেই ভালো করে ধুয়ে ফেলুন। ভাঁজ করার আগে ভালো করে শুকিয়েছে কী না দেখে নেবেন।
advertisement
কোথায় রাখবেন ভাঁজ করে?
গ্রীষ্মকালে পশমের পোশাক (Woolen Cloths) কোথায় রাখছেন তার উপরেই কিন্তু নির্ভর করে আগামী শীতে সেগুলি পরার মতো অবস্থায় রইবে কী না। বাথরুমের লাগোয়া জায়গায় উলের পোশাক রাখবেন না। আর্দ্রতায় জামা কাপড়ে বাজে গন্ধ হতে পারে এমনকী ছত্রাকও জন্মাতে পারে। শুকনো জায়গায় জামাকাপড় রাখুন।
শুক্রাণুর স্বাস্থ্যের খেয়াল রাখেন না পুরুষরাই, ক্রমেই বাড়ছে পুরুষদের বন্ধ্যাত্ব!
ভ্যাকুয়াম প্যাকিং
পশমের পোশাক বায়ুশূন্য ব্যাগে প্যাক করুন। এতে শুধু শীতের পোশাক রাখতে জায়গা কম লাগবে তাই নয়, অতিরিক্ত আর্দ্রতা এবং ধুলোও ঢুকবে না। আর্দ্রতা শোষক হিসাবে কিছু সিলিকা বল রাখতে পারেন। ভ্যাকুয়াম ব্যাগে প্যাকিংয়ের ঝামেলা না চাইলে বাক্সের মধ্যেও রাখতে পারেন।
শীতের পোশাক ঝুলিয়ে রাখলে সময়ের সঙ্গে সঙ্গে ঝুলে যেতে থাকে সেগুলি, তাই ভাঁজ করেই রাখুন।
সিডার ব্লক
সিডার চিপস বা ব্লক শীতের পোশাকের মাঝে দিয়ে রাখতে পারেন। এর দুর্দান্ত গন্ধ পোশাকের আর্দ্রতাও দূরে রাখে।
তবে যেভাবেই রাখুন না কেন মাঝে মাঝেই আলমারি থেকে বের করে দেখে নেবেন ঠিক রয়েছে কী না আপনার সাধের শীতের পোশাকগুলি।