TRENDING:

Easy Pickle Recipe: শীতের দেদার সস্তা এই ফল, চাটনি-আচার বাড়িতেই বানান, ফিরবে মুখের স্বাদ, গুণও অনেক

Last Updated:

Sweet and Sour Pickle Recipe: বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলুন টক-ঝাল মিষ্টি কুলের আচার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: বাজারে পাকা কুল দিয়ে বানিয়ে নিন কুলের আচার। বসন্তকাল মানেই যেন কুলের আচার। বাজারে গেলেই এখন চোখে পড়ে টোপা টোপা পাকা কুল। আর কিছুদিন পরেই বাজার থেকে প্রায় শেষ হয়ে যাবে এই পাকা কুল। তাই এই সময় বাজার থেকে কুল এনে কুলের আচার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করুন। কীভাবে বানাবেন এই কুলের আচার কী কী লাগে জানেন ?
advertisement

গৃহবধূ কাঞ্চনা পাল জানান, এ কুলের আচার বানাতে প্রয়োজন পাকা কুল, চিনি বা গুড়, শুকনো লঙ্কা ,পাঁচফোড়ন, লবণ, হলুদ। এ কুলের আচার বানাতে প্রথমেই কুলগুলিকে ভাল করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। রোদে শুকনো হয়ে গেলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, একটি কড়াতে সামান্য ভেজে বেটে একটা মিশ্রণ তৈরি করে নিন।

আরও পড়ুন – Sourav Ganguly First Car: নিজের প্রথম রোজগারে কেনা দাদার গাড়ি কোনটি, রাখঢাক না রেখে বলে দিলেন ব্র্যান্ডের নাম

advertisement

এরপর রোদ থেকে শুকিয়ে আনা কুলগুলি ভালভাবে ফাটিয়ে নিতে হবে। তারপর কড়াইতে সরষের তেল গরম করে সেই তেলে সামান্য হলুদ দিয়ে। সেই কুলগুলো ছেড়ে দিতে হবে। এবং কুলগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এবার কুলগুলো ভাজা হয়ে গেলে কুলের মধ্যে চিনি কিংবা গুড় দিয়ে দিতে হবে। তিনি ও গুড় দিয়ে কোনরকম জল ছাড়াই বহুক্ষণ ধরে কুল গুড়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে। মিশে নেওয়ার পর সবার শেষে পরিমাণ মতো নুন এবং হলুদ দিতে হবে।

advertisement

View More

এরপর ভালভাবে নাড়াচাড়া করে কুল নরম হয়ে আসলে বেটে রাখা ভাজা মশলাটি কুলের মধ্যে দিয়ে দিতে হবে। ভাজা মসলাটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে। এরপর তৈরি হয়ে যাবে টেস্টি টক ঝাল মিষ্টি কুলের আচার।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Piya Gupta

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Easy Pickle Recipe: শীতের দেদার সস্তা এই ফল, চাটনি-আচার বাড়িতেই বানান, ফিরবে মুখের স্বাদ, গুণও অনেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল