ঐন্দ্রিলার বাড়ি তারকেশ্বর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায়। এ বছর তারকেশ্বর মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ঐন্দ্রিলা। বিশ্বের প্রথম কনিষ্ঠতম মহিলা সাইক্লিস্ট হিসাবে দুটি বেসক্যাম্প জয়ের রেকর্ড গড়েছে ঐন্দ্রিলা। অন্নপূর্ণা বেস ক্যাম্পের উচ্চতা ৪১৩০ মিটার।
গত ২২ মার্চ তারকেশ্বর থেকে সাইকেল নিয়ে অন্নপূর্ণা বেসক্যাম্প জয়ের উদ্দেশে রওনা হন ঐন্দ্রিলা। গত ১৭ এপ্রিল প্রথমে মাউন্ট মাচাপুছারে বেসক্যাম্প জয় এবং পর দিন ১৮ এপ্রিল অন্নপূর্ণা বেসক্যাম্প জয় করে ঐন্দ্রিলা। দু’টি বেস ক্যাম্প জয় করে ৫ মে রাত আটটা নাগাদ তারকেশ্বরে পৌঁছে প্রথমেই সপরিবার তারকেশ্বর মন্দির দর্শন করেন ঐন্দ্রিলা। এর পরই এলাকার বাসিন্দারা ফুলের মালা পরিয়ে শুভেচ্ছায় ভরিয়ে দেন ঐন্দ্রিলাকে। ঐন্দ্রিলার এই বিশ্বরেকর্ডে খুশি তার পরিবার ও তারকেশ্বরবাসী।
advertisement
নারী সুরক্ষার বার্তা নিয়ে এই যাত্রা শুরু করেছিল ঐন্দ্রিলা। যাত্রা শেষ করে এসে সে জানায়, মেয়েরা একা বাইরে বেরিয়ে যাতে সুরক্ষিত থাকে, সেই বার্তা সে দিতে চেয়েছেন সমাজকে। এবং আরও বলে যে এটা আগামী দিনে আরও বড় বড় রেকর্ড তৈরি করার সূত্রপাত। একইসঙ্গে পুরনো রেকর্ড ভাঙার প্রচেষ্টাও জারি থাকবে তাঁর।