TRENDING:

Home remedy : খাবার পরেই আঙুলে, নখে হলুদের ছোপ পড়ে যায়? রইল দাগ দূর করার ৬টি কার্যকরী উপায়

Last Updated:

Home remedy : কব্জি ডুবিয়ে ভাত খেতে পারলে তবেই মিলবে তৃপ্তি। কিন্তু এতে হাতের নখে হলুদ ছোপ পড়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারতীয়দের রান্না ঘরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামগ্রী হল হলুদ। অধিকাংশ রান্নায় হলুদ গুঁড়ো ব্যবহৃত হয়। বাঙালিরা খাবারের সময়ে হাত ব্যবহার করবে না তা খুব বিরল ঘটনা। কব্জি ডুবিয়ে ভাত খেতে পারলে তবেই মিলবে তৃপ্তি। কিন্তু এতে হাতের নখে হলুদ ছোপ পড়ে যায়। এমনকী হালকা রঙের নেল পলিশ পরলে তার রঙও বদলে যায়।
খাবার পরেই আঙুলে, নখে হলুদের ছোপ পড়ে যায়? রইল দাগ দূর করার ৬টি কার্যকরী উপায়
খাবার পরেই আঙুলে, নখে হলুদের ছোপ পড়ে যায়? রইল দাগ দূর করার ৬টি কার্যকরী উপায়
advertisement

এক্ষেত্রে কী করণীয়? কী কী (Home remedy) করলে নখ থেকে এই হলুদ ছোপ যাবে জানুন-

১) লেবুর রস এর জন্য কার্যকরী। লেবু কেটে সেটি নখের উপর ঘসতে থাকুন। তার পরে কিছুক্ষণ রেখে শুকোতে দিন। শুকিয়ে গেলে ভালো করে গাত ধুয়ে নিন সাবান দিয়ে। নখের হলদেটে ভাব চলে যাবে।

আরও পড়ুন- প্রতিদিন এক গ্লাস! ক্যানসার থেকে রক্তচাপের সমস্যা, বহু রোগ দূরে রাখে সহজেই

advertisement

২) কাঁচা দুধও (Home remedy)ব্যবহার করতে পারেন। তুলো দুধে ভিজিয়ে তা নখে ঘসতে থাকুন। এর থেকে দাগ অনেকটাই হালকা হয়ে যাবে। নিয়মিত ব্যবহার করলে হলুদ ছোপ পড়বে না।

৩) লেবুর রসের (Home remedy) সঙ্গে চিনি মিশিয়ে স্ক্রাবের মতো আঙুল ও নখে মাখুন। ত্বকের জন্যও ভালো। নখও সুন্দর থাকবে।

৪) হাতে বা নখ হলুদের ছোপ পড়লে বেকিং সোডা ব্যবহার করুন। একটি বাটিতে এক চামচ বেকিং সোডা দিন। তার সঙ্গে তিন চামচ জল মেশান। পেস্ট তৈরি করে তা হাতে ভালো করে স্ক্রাব করুন। হালকা গরম জল দিয়ে হাত ধুয়ে নিন।

advertisement

আরও পড়ুন- ওজন বেশি? ভারী চেহারা নিয়ে বিব্রত? এইভাবে সাজলেই হয়ে উঠবেন সকলের মধ্যমণি

৫) অ্যাপল সাইডার ভিনিগারও এর একটি কার্যকরী টোটকা। নখে ভালো করে লাগিয়ে নিন। ফল পাবেন হাতে নাতে।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

৬) মধু ও লেবু দিয়েও একটি মিশ্রণ তৈরি করতে পারেন। সেটি হাতের নখে ভালো করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে সেটি জল দিয়ে ধুয়ে ফেলুন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home remedy : খাবার পরেই আঙুলে, নখে হলুদের ছোপ পড়ে যায়? রইল দাগ দূর করার ৬টি কার্যকরী উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল