TRENDING:

Dark and long eyelashes: ঘরোয়া উপকরণের স্পর্শেই চোখের পাতা করে তুলুন ঘন ও কালো

Last Updated:

দেখে নিন কী করে সাধারণ উপকরণে ঘন কালো আঁখিপল্লবের অধিকারিণী হবেন৷(dark and long eyelashes)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চোখের সৌন্দর্য নির্ভর করে চোখের পাতা বা আঁখিপল্লবের উপরেও৷ কৃত্রিম চোখের পাতা অনেকেই ব্যবহার করেন৷ কিন্তু কিছু নিয়ম অনুসরণ করলে প্রাকৃতিকভাবেই পাবেন ঘন কালো চোখের পাতা৷ দেখে নিন কী করে সাধারণ উপকরণে ঘন কালো আঁখিপল্লবের অধিকারিণী হবেন৷(dark and long eyelashes)
কিছু নিয়ম অনুসরণ করলে প্রাকৃতিকভাবেই পাবেন ঘন কালো চোখের পাতা
কিছু নিয়ম অনুসরণ করলে প্রাকৃতিকভাবেই পাবেন ঘন কালো চোখের পাতা
advertisement

শিয়া বাটার-

শিয়া বাটারে ভিটামিন এ এবং ভিটামিন ই আছে ৷ আঙুলে শিয়া বাটার লাগিয়ে বুলিয়ে নিন পল্লবের উপর ৷ এতে আঁখিপল্লব দ্রুত বাড়বে ৷

আরও পড়ুন : চুলে স্পা করানোর আগে এ গুলি মনে রাখুন, নইলে কিন্তু হিতে বিপরীত

ক্যাস্টর অয়েল-

ক্যাস্টর অয়েলের ফ্যাটি অ্যাসিড চোখের পাতাকে ঘন ও বড় করতে সাহায্য করে ৷

advertisement

আরও পড়ুন : সদ্যোজাতকে স্তন্যপান করাচ্ছেন? স্তনে এই লক্ষণগুলি দেখা দিলেই ভয়ঙ্কর সংক্রমণ থেকে সতর্ক হোন

তেলের স্পর্শ-

নারকেল তেল, আমন্ড অয়েল আর অলিভ অয়েল ভাল করে মিশিয়ে নিন ৷ এ বার আঙুলে করে ধীরে ধীরে লাগিয়ে নিন আঁখিপল্লবে ৷ ৩-৪ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন ৷ রোজই এই যত্নটুকু করতে পারেন ৷

advertisement

আরও পড়ুন : শারীরিক সম্পর্ক অনেক দিন না হলে কি গোপনাঙ্গে এই সমস্যাগুলো হয়? রইল সহজ সমাধান

লেবুর খোসা-

লেবুর খোসা কুচিয়ে মিশিয়ে নিন অলিভ অয়েলের সঙ্গে ৷ তার পর ওই মিশ্রণ লাগান আঁখিপল্লবে ৷ এই মিশ্রণও চোখের পাতাকে ঘন করে ৷

ভিটামিন ই –

advertisement

রূপচর্চার ক্ষেত্রে ভিটামিন ই-কে বলা হয় অলরাউন্ডার ৷ ভিটামিন ই-র ক্যাপসুল ভেঙে আঙুলের ডগায় তেল লাগিয়ে মালিশ করুন আঁখিপল্লবে ৷ মাস্কারা লাগানোর আগেও অনেকে এই পরশ বুলিয়ে নেন চোখের পল্লবে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dark and long eyelashes: ঘরোয়া উপকরণের স্পর্শেই চোখের পাতা করে তুলুন ঘন ও কালো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল