TRENDING:

সহজেই পাকা চুল থেকে মুক্তি পেতে চান ? হেয়ার কালার ছাড়াই চুল কালো হবে, রইল টিপস

Last Updated:

Home remedies for white hair : কোনও রকম কেমিক্যাল পদার্থের প্রয়োগ না করেই প্রাকৃতিক উপায়তেই চুল কালো রাখতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : পাকা  চুলের সমস্যায় অনেকেই ভুগছেন ৷ হাজার চেষ্টা করেও পাকা চুল থেকে রেহাই মিলছে না ৷ চুল  সাদা হয়ে গেলে  হেয়ার কালার অনেকেই  ব্যবহার করে থাকে ৷ কিন্তু  চুলের অত্যন্ত ক্ষতি  করতে পারে হেয়ার কালার ৷ শুধু তাই নয়, বিভিন্ন ত্বকের সমস্যার সৃষ্টিও করতে পারে বিভিন্ন হেয়ার কালার ৷
advertisement

কোনও রকম কেমিক্যাল পদার্থের প্রয়োগ না করেই প্রাকৃতিক উপায়তেই চুল কালো রাখতে পারবেন ৷ এমন কিছু  কিছু ঘরোয়া উপাদান আছে, যা ব্যবহার করলেই চুল কালো থাকবে ম্যাজিকের মতো ৷  এই প্রাকৃতিক উপাদানগুলি ব্যবহার করলে চুল কালো তো হবেই তার সঙ্গে চুলের বিভিন্ন সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে ৷ চুল আরও ঘন  ও কালো করবে এইসব উপাদান ৷ আসুন জেনে রাখি চুল কালো রাখার কিছু প্রাকৃতিক উপাদানের নাম -

advertisement

আরও পড়ুন : বয়সের আগেই ত্বকে বলিরেখা ? ত্বকের ভাঁজ দূর করতে পারবেন, জানুন বিশেষজ্ঞদের মতামত

আমলকী - আমলকী চুলের জন্য অত্যন্ত উপকারী ৷ চুল ঘন করতে আমলকীর উপকারীতা অপরিসীম ৷ কিন্তু আমলকী মাখলে পাকা চুল থেকেও রেহাই পাওয়া যেতে পারে ৷ পাকা চুল ঠেকাতে আমলকীর এক বিশেষ মিশ্রণ তৈরি করতে হবে ৷ প্রথমে বেশ কয়েকটা আমলকী নিয়ে গরম জলে ফোটাতে হবে ৷ তারপর আমলকীগুলো সামান্য নরম হয়ে গেলে ভালো করে পেস্ট করে নিতে হবে ৷ এবার এই পেস্ট করা আমলকী সপ্তাহে ৩ বার চুলে মাখতে হবে ৷ চুল কালো করতে ম্যাজিকের মত কাজ করবে এই টোটকা ৷

advertisement

আরও পড়ুন :  দাম্পত্য হোক সুখকর! সঙ্গমে চরম তৃপ্তি এনে দিতে পারে এই ঘরোয়া টোটকা

কারি পাতা - কারি পাতা সাধারণত রান্নাতে বেশি ব্যবহার করা হয় ৷ কিন্তু জানেন কী ? চুল কালো করতে পারে এই কারি পাতা ৷ সপ্তাহে ২ দিন কারি পাতা ব্যবহার করেই পাকা চুল কালো করা যাবে ৷ চুলে কারি পাতা ব্যবহার করতে গেলে প্রথমে, দেড় কাপ নারকেল তেলে ২০ -২৫টা কারিপাতা ফোটাতে হবে,  যতক্ষণ না তেলের রঙ কালো হচ্ছে ৷ এবার ওই ফোটানো নারকেল তেল চুলে লাগালেই পাকা চুল থেকে রেহাই পাওয়া যাবে  অনায়াসেই ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কফি- ২ কাপ জলে ৩ থেকে ৪ কাপ কফি মিশিয়ে ফোটাতে হবে ৷ এবার এই মিশ্রণটি ৩০ মিনিট চুলে মেখে রাখলে সাদা চুল কালো হতে শুরু করবে ৷পাকা চুল কালো রাখতে এই মিশ্রণ সপ্তাহে অন্তত ১ দিন করে মাখতেই হবে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সহজেই পাকা চুল থেকে মুক্তি পেতে চান ? হেয়ার কালার ছাড়াই চুল কালো হবে, রইল টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল