TRENDING:

How to Clean Pressure Cooker: পেঁয়াজের খোসা থেকে লেবু! জেদি দাগ তুলে প্রেশার কুকার পরিষ্কারের সমাধান রান্নাঘরেই

Last Updated:

প্রেশার কুকারে খাওয়ার রান্না যতটাই সুবিধাজনক, কুকারকে ধোওয়া ততটাই সমস‍্যার। কিছু সহজ টিপস্ মেনে পরিষ্কার করলেই ঝকঝকে হবে প্রেশার কুকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তাড়াহুড়োর মধ‍্যে ঝটপট রান্নায় ভরসা প্রেশার কুকার। ভাত থেকে মাংস একাধিক রান্নায় বাঙালির হেঁশেলে অপরিহার্য‍ হয়ে উঠেছে প্রেশার কুকার। কিন্তু প্রেশার কুকারে খাওয়ার রান্না যতটাই সুবিধাজনক, কুকারকে ধোওয়া ততটাই সমস‍্যার। কিছু সহজ টিপস্ মেনে পরিষ্কার করলেই ঝকঝকে হবে প্রেশার কুকার।
পেঁয়াজের খোসা থেকে লেবু! প্রেশার কুকারের জেদি দাগের সমাধান আছে রান্নাঘরেই
পেঁয়াজের খোসা থেকে লেবু! প্রেশার কুকারের জেদি দাগের সমাধান আছে রান্নাঘরেই
advertisement

প্রেশার কুকারে রান্না করলেই থেকে যায় জেদি তেলের দাগ। ফলে কালো হয়ে যায় প্রেশার কুকার। নতুনের মতো করে তোলার বেশ কয়েকটি উপায় নীচে দেওয়া হল।

আরও পড়ুন: পুজোর আগে বাস্তুমতে এইভাবে সাজান বাড়ির খুদে সদস‍্যের ঘর! সৌন্দর্যের সঙ্গে বজায় থাকবে শান্তিও

গরম জলে ডিশওয়াশার

প্রেশার কুকার পরিষ্কার করতে গরম জল এবং ডিশওয়াশ লিকুইড ব‍্যবহার করতে পারেন। প্রেশার কুকারে জল দিয়ে ১০ মিনিটের জন‍্য অল্প আঁচে ফোটান। এবার জল ঠান্ডা হলে ২ ফোঁটা ডিশওয়াশ যোগ করে দিন।এরপর স্ক্রাবারের সাহায্যে কুকার স্ক্রাব করে পরিষ্কার করুন। কুকারের জেদি দাগ সহজেই দূর হয়ে যাবে।

advertisement

পেঁয়াজের খোসা সিদ্ধ করুন

পেঁয়াজ ছাড়ানোর খোসা ফেলে দেবেন না। পেঁয়াজের খোসা দিয়ে প্রেশার কুকার খুব সুন্দর ভাবে পরিষ্কার করা যায়। কুকারে জল ভরে তাতে পেঁয়াজের খোসা দিয়ে ঢাকা দিয়ে দিন। এবার গ‍্যাসে বসিয়ে প্রায় ২০ মিনিট ধরে খোসা সমেত জল ফোটান। ঠান্ডা হলে সামান‍্য পরিষ্কারেই গায়েব হবে কালো দাগ।

advertisement

বেকিং সোডার সাহায‍্যে দূর করুন দাগ

বেকিং সোডাকে প্রাকৃতিক ক্লিনার বলা হয়। বেকিং সোডা দিয়ে কুকার পরিষ্কার করতে কুকারে জল ভরে তাতে দু চামচ বেকিং সোডা দিয়ে দিন গ‍্যাসে বসিয়ে প্রায় ১০ মিনিট ফোটান। এবার ঠান্ডা হলে স্ক্রাবার দিয়ে ঘষে নিন। ঝকঝকে হয়ে উঠবে পুরনো কুকার।

advertisement

লেবুতেই হবে মুশকিল আসান

লেবু দিয়ে পরিষ্কার করতে কুকারে জল ভরে ২ টি লেবু ছেঁকে নিয়ে গ‍্যাসে ১০ মিনিট ফুটিয়ে নিন। ঠান্ডা হলে স্ক্রাবারে ডিশওয়াশ দিয়ে পরিষ্কার করুন।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
How to Clean Pressure Cooker: পেঁয়াজের খোসা থেকে লেবু! জেদি দাগ তুলে প্রেশার কুকার পরিষ্কারের সমাধান রান্নাঘরেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল