Durga pujo 2023: পুজোর আগে বাস্তুমতে এইভাবে সাজান বাড়ির খুদে সদস‍্যের ঘর! সৌন্দর্যের সঙ্গে বজায় থাকবে শান্তিও

Last Updated:
বাস্তুমতে এই ৯ উপায়ে সাজিয়ে তুলুন বাড়ির ছোট্ট সদস‍্যদের ঘর। বাড়ির সৌন্দর্যতো ফিরবেই, সেইসঙ্গে উপরি পাওনা আপনার সন্তানের হাসিমুখ।
1/10
পুজো আসছে। কয়েকদিন পরই বাঙালি মেতে শ্রেষ্ঠ উ‍ত্‍সবে। দুর্গাপুজো মানেই নিজেকে নতুন করে সাজিয়ে তোলার পালা। বড়দের তো আছেই তবে পুজোর সময় ছোটদের আনন্দ বাঁধভাঙা। স্কুলের লম্বা ছুটি, থেকে নতুন জামা সব কিছুই ঘিরেই তাদের উ‍ত্‍সাহ প্রবল।
পুজো আসছে। কয়েকদিন পরই বাঙালি মেতে শ্রেষ্ঠ উ‍ত্‍সবে। দুর্গাপুজো মানেই নিজেকে নতুন করে সাজিয়ে তোলার পালা। বড়দের তো আছেই তবে পুজোর সময় ছোটদের আনন্দ বাঁধভাঙা। স্কুলের লম্বা ছুটি, থেকে নতুন জামা সব কিছুই ঘিরেই তাদের উ‍ত্‍সাহ প্রবল।
advertisement
2/10
 কোথায় রাখবেন ফার্নিচার কোনও ফার্নিচার ঘরের মাঝখানে রাখবেনা।
কোথায় রাখবেন ফার্নিচার কোনও ফার্নিচার ঘরের মাঝখানে রাখবেনা।
advertisement
3/10
বিছানা বিছানা দক্ষিণ পশ্চিম কোনে রাখবেন। কখনও দরজার সম্মুখে রাখবেন না। দেওয়াল এবং বিছানার মধ‍্যেও খানিকটা ফাঁক যেন থাকে।
বিছানা বিছানা দক্ষিণ পশ্চিম কোনে রাখবেন। কখনও দরজার সম্মুখে রাখবেন না। দেওয়াল এবং বিছানার মধ‍্যেও খানিকটা ফাঁক যেন থাকে।
advertisement
4/10
বই রাখুন এইভাবে সন্তানের ঘরে থাকা বইগুলিকে সুন্দর করে সাজিয়ে রাখুন। ঘরটি সুন্দর দেখাবে সেইসঙ্গে বাচ্চার পড়ার প্রতি আগ্রহও বৃদ্ধি পাবে।
বই রাখুন এইভাবে সন্তানের ঘরে থাকা বইগুলিকে সুন্দর করে সাজিয়ে রাখুন। ঘরটি সুন্দর দেখাবে সেইসঙ্গে বাচ্চার পড়ার প্রতি আগ্রহও বৃদ্ধি পাবে।
advertisement
5/10
টিভি বা বড় আয়না  সন্তানের ঘরে টিভি বা বড় আয়না রাখবেন না। সন্তানদের অমনোযোগী করতে পারে এই জিনিসগুলি।
টিভি বা বড় আয়না সন্তানের ঘরে টিভি বা বড় আয়না রাখবেন না। সন্তানদের অমনোযোগী করতে পারে এই জিনিসগুলি।
advertisement
6/10
আলো এবং হাওয়া সন্তানের ঘরে যেন সূর্যের আলো এবং হাওয়া দুই ভালভাবে প্রবেশ করতে পারে।
আলো এবং হাওয়া সন্তানের ঘরে যেন সূর্যের আলো এবং হাওয়া দুই ভালভাবে প্রবেশ করতে পারে।
advertisement
7/10
পড়ার টেবিল সন্তানের ঘরে পড়ার টেবিল রাখতেই হয়। তবে যেখানে সেখানে নয়, বাস্তুমতে পড়ার টেবিল রাখতে পারেন ঘরের উত্তরের কোনায়।
পড়ার টেবিল সন্তানের ঘরে পড়ার টেবিল রাখতেই হয়। তবে যেখানে সেখানে নয়, বাস্তুমতে পড়ার টেবিল রাখতে পারেন ঘরের উত্তরের কোনায়।
advertisement
8/10
ঘরের রং শিশুদের ঘর রং করার সময় বেছে নিন হালকা ধরনের কোনও রং। গাঢ় রঙের আধিক‍্য না থাকাই শ্রেয়।
ঘরের রং শিশুদের ঘর রং করার সময় বেছে নিন হালকা ধরনের কোনও রং। গাঢ় রঙের আধিক‍্য না থাকাই শ্রেয়।
advertisement
9/10
ক‍্যাবিনেট সন্তানের ঘরে যদি ক‍্যাবিনেট রাখতে চান, তাহলে তা দক্ষিণ কিংবা পশ্চিমের দেওয়ালের দিকে রাখুন।
ক‍্যাবিনেট সন্তানের ঘরে যদি ক‍্যাবিনেট রাখতে চান, তাহলে তা দক্ষিণ কিংবা পশ্চিমের দেওয়ালের দিকে রাখুন।
advertisement
10/10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
advertisement
advertisement
advertisement