TRENDING:

Detox Drinks: মেদ কাকে বলে ভুলে যাবেন, শরীরও ঠান্ডা থাকবে গরমে! চুমুক দিয়ে দেখবেন না কি?

Last Updated:

detox drinks for weight loss: কঠোর ডায়েট না মানলেও শুধু হালকা ও স্বাস্থ্যকর খাবারের সঙ্গে এই ডিটক্স ড্রিঙ্কসগুলো ওজন কমাতে সাহায্য করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ওজন কমানোর জন্যে ডিটক্স ড্রিঙ্কস খুবই উপকারী। আসলে ডিটক্স ড্রিঙ্কস সঠিকভাবে হজমে সাহায্য করে আর ওজন কমানোর জন্য শরীরে সঠিক হজম ক্ষমতা থাকা গুরুত্বপূর্ণ। ডিটক্স ড্রিঙ্কস শরীর থেকে টক্সিন বার করে দেয় এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। কঠোর ডায়েট না মানলেও শুধু হালকা ও স্বাস্থ্যকর খাবারের সঙ্গে এই ডিটক্স ড্রিঙ্কসগুলো ওজন কমাতে সাহায্য করে।
advertisement

দারচিনি ও মধু

ঘুমোতে যাওয়ার ঠিক আগে মধু খেলে ঘুমের প্রথম দিকে বেশি ক্যালোরি বার্ন হয়। মধুতে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। অন্য দিকে, দারচিনি শরীরের চর্বি কমাতে কমাতে পারে এবং এতে অ্যান্টিপ্যারাসাইটিক উপাদান রয়েছে যা দারচিনিকে বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর মশলা করে তুলেছে। জলে দারচিনি গুঁড়ো আর মধু মিশিয়ে নিলেই হল!

advertisement

আরও পড়ুন: হাতের কাছে চিনি থাকলে কী কী উপায়ে উজ্জ্বল ত্বক পাবেন জেনে নিন

এবিসি

এবিসি অর্থাৎ আপেল (Appe), বিট (Beat) ও গাজরের (Carrot) জুস।এই তিনটি উপাদানের মিশ্রণের পানীয়টিতে যেমন ফাইবার রয়েছে, তেমনই ক্যালোরি কম করে, খারাপ কোলেস্টেরল কমায় এবং একইসঙ্গে হজম ক্ষমতা ভালো রাখে এটি। একসঙ্গে মিক্সারে দিয়ে জুস করতে আর কতক্ষণ লাগে?

advertisement

ভেটিভার

ভেটিভার বা খস খস শরীরকে ঠান্ডা রাখার জন্য পরিচিত। পানীয়টি জলে ভেটিভারের শিকড় সিদ্ধ করে সহজে তৈরি করা হয়। পানীয়টি ফিল্টার করার পর দিনে একবার পান করতে হবে। এই ডিটক্স ওয়াটার ওজন কমাতে, স্নায়ুকে শান্ত করতে এবং অনিদ্রার চিকিৎসায় খুব ভালো কাজ করে। এটি ত্বক ও লিভারের জন্যও উপকারী।

advertisement

আরও পড়ুন: সর্দিজ্বরে নাক বন্ধ হয়ে জেরবার অবস্থা? সঙ্গী হোক এই ঘরোয়া টোটকাগুলি

কমলালেবু এবং গাজর

কমলালেবু এবং গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং ক্যালোরিও কম হওয়ায় ওজন কমাতে কার্যকারী। এই দুটি একত্রে জুস করলে করলে বেশ টক ও মিষ্টি স্বাদ হয় যা টক্সিন বের করতে এবং তৃষ্ণা মেটাতে সাহায্য করে।

advertisement

মৌরি

মৌরিতে আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, ভিটামিন বি৬, প্রোটিন এবং ডায়েটারি ফাইবার সহ আরও অনেক ভিটানিন ও মিনারেল রয়েছে। মৌরি দিয়ে পানীয় তৈরি করতে সারা রাত জলে মৌরি ভিজিয়ে রেখে সকালে ছেঁকে খেয়ে নিতে হবে।

জিরে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জিরের মধ্যে প্রচুর পরিমাণে স্বাস্থ্যসম্মত উপকারিতা রয়েছে যা আমাদের মেটাবলিজম বাড়ায়। জিরের মধ্যে এক ধরনের উৎসেচক রয়েছে বলে মনে করা হয় যা হজম ক্ষমতা বাড়াতে এবং ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও জিরেতে পটাসিয়াম, ক্যালসিয়াম, কপার এবং অন্যান্য পুষ্টি রয়েছে যা ত্বক কোমল ও নরম রাখে। মৌরির মতোই এটাও ভিজিয়ে রেখে ছেঁকে জল খেতে হবে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Detox Drinks: মেদ কাকে বলে ভুলে যাবেন, শরীরও ঠান্ডা থাকবে গরমে! চুমুক দিয়ে দেখবেন না কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল