TRENDING:

Diabetes: এই অর্ডারে খান, রক্তে শর্করার মাত্রা থাকবে কম

Last Updated:

Diabetes: চিরাচিত পশ্চিমী ঘরানার খাবারকে এক্ষেত্রে গবেষণার কেন্দ্রে রাখা হয়েছিল৷ এই ডায়েটে স্বভাবতই শাকসব্জি, প্রোটিন, কার্বোহাইড্রেটস ও ফ্যাটের সুষম বন্টন ছিল (proper diet)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুষম আহার সুস্থতার অন্যতম চাবিকাঠি৷ একইসঙ্গে গুরুত্বপূর্ণ হল, কোন অর্ডারে আপনি খাচ্ছেন৷ অর্থাৎ কোন খাবারের পরে কোন খাবার খাচ্ছেন৷ বলা হয়, একজনের সব সময় উচিত প্রোটিন ও শাকসব্জির আগে কার্বোহাইড্রেটস খাওয়া৷ ২০১৫ সালে নিউইয়র্কের উইল কর্নেল মেডিক্যাল কলেজে একটি গবেষণা করা হয়েছিল৷ সেখানে গবেষকরা দাবি করেন, কার্বোহাইড্রেটসের আগে প্রোটিন ও শাকসব্জি খেলে টাইপ টু ডায়াবেটিস আছে এমন স্থূল ব্যক্তির শরীরে পোস্ট মিল গ্লুকোজ এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রিত হয় (insulin level in blood)৷ ‘ডায়াবেটিস কেয়ার’ পত্রিকায় এই রিপোর্ট প্রকাশিত হয়৷ চিরাচিত পশ্চিমী ঘরানার খাবারকে এক্ষেত্রে গবেষণার কেন্দ্রে রাখা হয়েছিল৷ এই ডায়েটে স্বভাবতই শাকসব্জি, প্রোটিন, কার্বোহাইড্রেটস ও ফ্যাটের সুষম বন্টন ছিল (proper diet)৷
advertisement

আরও পড়ুন : কোভিড-১৯ তৃতীয় তরঙ্গে অন্তঃসত্ত্বা এবং নতুন মায়েরা রয়েছেন হাই রিস্ক জোনে, মত বিশ্বস্বাস্থ্য সংস্থার

গবেষণা ও সমীক্ষা চালানো হয় ১১ জন রোগীর উপর৷ তাঁদের প্রত্যেকেরই স্থূলতা এবং টাইপ ২ ডায়াবেটিস ছিল৷ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য তাঁরা ওষুধও খাচ্ছিলেন৷ এক সপ্তাহ অন্তর বিভিন্ন দিনে তাঁদের একই খাবার দিনে দু’বার করে খেতে বলা হয়৷ এই খাবারের মধ্যে ছিল সিয়াবাট্টা ব্রেড, অরেঞ্জ জুস, প্রোটিন, সবুজ শাক সব্জি এবং ফ্যাট৷ খাবারের মূল অংশ জুড়ে ছিল চিকেন ব্রেস্ট, টোম্যাটো, লেটুস, ভাপানো ব্রকোলি দিয়ে তৈরি স্যালাড৷

advertisement

আরও পড়ুন : ঘরে বাইরে কাজের সময় শুধু ঘুম পায়? রইল আচ্ছন্নভাব কাটিয়ে ওঠার উপায়

খাবার খাওয়ার ১২ ঘণ্টা পর গবেষকরা তাঁদের শরীর থেকে ফাস্টিং গ্লুকোজের মাত্রা পরীক্ষা করেন৷ তাঁদের বলা হয় প্রথমে কার্বোহাইড্রেটস, তার পর প্রোটিন, শাকসব্জি খেতে৷ ১৫ মিনিট পর খেতে হবে স্নেহপদার্থজাতীয় খাবার৷

আরও পড়ুন : এভাবে পান করুন অ্যালোভেরার রস, ওজন কমবে দ্রুত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এক সপ্তাহ পর একই খাবার ওই ১১ জনকে একই খাবার উল্টো অর্ডারে খেতে বলা হয়৷ অর্থাৎ, প্রথমে ফ্যাট, তার পর শাকসব্জি, প্রোটিন এবং সবার শেষে কার্বোহাইড্রেটস৷ দু’টি ক্ষেত্রে পরীক্ষা করে দেখা যায় প্রথম সপ্তাহের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা অনেক কম৷ তাছাড়া দেখা যায় প্রোটিন ও শাকসব্জি প্রথমে খেলে রক্তে ইনসুলিনে মাত্রাও অনেক কম থাকছে৷ তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত রাখতে শাকসব্জি ও প্রোটিনের আগে কার্বোহাইড্রেটস খাওয়া প্রয়োজন৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Diabetes: এই অর্ডারে খান, রক্তে শর্করার মাত্রা থাকবে কম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল