বসন্তের আগমন মানেই আবহাওয়া পরিবর্তনের সব রকম অসুখের সঙ্গে চিকেন পক্সের হানা দেওয়ার সময়।এবিষয়ে নিজেকে সুরক্ষিত রাখার উপায় জানালেন, প্রাক্তন মন্ত্রী তথা চিকিৎসক মোর্তজা হোসেন জানান- এ অসুখ একাধিক বার হতেই পারে। এটা একটি ভেরিসেলা-জোস্টার নামক ভাইরাস থেকে হয়। শুরুতে জ্বর, গা ম্যাজম্যাজ, শরীর কমজোরহতে থাকে, পেটের গন্ডগোল দেখা দেয়।
advertisement
আরও পড়ুনঃ বজ্রগর্ভ মেঘে ঝেঁপে বৃষ্টি, জেলার আকাশ বজ্রপাতে ফালা ফালা, কলকাতায় ৭২ ঘণ্টা কেমন আবহাওয়া? জানুন
কিন্তু যখন পক্সে ফোস্কা বেরনো আরম্ভ হল তখন আর রক্ষা নেই। ভোগাবে অন্তত ৭-১০ দিন আর তারপর সেরে উঠলে ডাক্তারের নিয়ম অনুযায়ী বিশ্রাম নিতে হবে ২১ দিন। দিনে একাধিক বার স্নান করা নেওয়া যেতে পারে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমন কিছু খাবার রোজের পাতে রাখা জরুরি। বাইরে বেরোলে মাস্ক পরে থাকা জরুরি। কারণ যে কোনও জীবাণু সাধারণত নাক এবং চোখ দিয়েই প্রবেশ করে শরীরে।
জুলফিকার মোল্যার