TRENDING:

Health benefits of soaked almond : প্রাতরাশে খান রাতভর ভেজানো আমন্ড, বাড়বে স্মৃতিশক্তি ও কমবে মধুমেহ

Last Updated:

ভেজানো আমন্ড হজম করা সহজ৷ তাছাড়া ভেজানো থাকলে এর স্বাদও বেড়ে যায় অনেকটাই (health benefits of soaked almond)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফাইবার, পুষ্টিকর ফ্যাট-সহ একাধিক প্রয়োজনীয় উপাদানে ভরা আমন্ড ভিটমিন ই-এর গুরুত্বপূর্ণ উৎস৷ কাঁচা অথবা রোস্টেড, দু’ভাবেই খাওয়া যায় এই বাদাম৷ অনেকেই সকালে খালি পেটে ভেজানো আমন্ড (soaked almomd) খান৷ ভেজানো আমন্ড খেলে পরিপাকশক্তি বাড়ে৷ প্রয়োজনীয় পুষ্টি গ্রহণে সাহায্য করে৷ আয়ুর্বেদিক বিশেষজ্ঞ গীতা ভারা বলেছেন, ভেজানো আমন্ড হজম করা সহজ৷ তাছাড়া ভেজানো থাকলে এর স্বাদও বেড়ে যায় অনেকটাই (health benefits of soaked almond) ৷ এই প্রসঙ্গে গীতা ফিরে গিয়েছেন শৈশবে৷ জানিয়েছেন, তিনিও ভেজানো আমন্ড খেতেন বাড়ির বড়দের কথামতো৷ দিব্যি উপভোগ করতেন এর স্বাদ ও স্বাস্থ্যগুণ৷
advertisement

আরও পড়ুন : ওমিক্রনের সংক্রমণ থেকে বাঁচতে সঙ্গী হোক এই পানীয়গুলি

তিনি জানিয়েছেন, আমন্ডের উপর যে পাতলা খোসার আস্তরন থাকে, সেটিতে আছে ফাইটিক অ্যাসিড এবং অ্যান্টি নিউট্রিয়েন্ট ট্যানিন৷ এর জেরে দেহে পুষ্টি আত্তীকরণে সমস্যা হতে পারে৷ তাই সেক্ষেত্রে গীতার পরামর্শ, আমন্ড খেতে হবে ভিজিয়ে এবং তার পর তার খোসা ছাড়িয়ে৷

advertisement

আরও পড়ুন : শীতকালে কানের ব্যথায় নাজেহাল? রইল মুক্তির উপায়

আরও পড়ুন : সমস্যা এড়িয়ে চুল কালো ও ঝলমলে রাখতে ভরসা রাখুন আয়ুর্বেদে

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

তাঁর মতে, রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে ৫-১০ টা আমন্ড ভিজিয়ে রাখুন৷ সকালে সেগুলির খোসা ছাড়িয়ে খেতে হবে৷ শীতে খাওয়া যায় ওটস বা পরিজে মিশিয়ে ৷ গরমে তৈরি করা যায় আমন্ডের স্মুদি৷ এছাড়াও যে কোনও খাবারে মিশিয়ে নেওয়া যায় আমন্ড৷ বাকি সব বাদামে মধ্যে আমন্ড সবথেকে বেশি পুষ্টিকর৷ আমন্ডে থাকা মোনোস্যাচিওরেটেড ফ্যাট কমিয়ে দেয় দেহে এলডিএল বা খারাপ কোলেস্টেরল৷ এছাড়া প্রোটিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ওমেগা থ্রি, ওমেগা সিক্স, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, জিঙ্কের গুণে এই বাদাম নিয়ন্ত্রণে রাখে মধুমেহ ও উচ্চরক্তচাপ৷ মস্তিষ্ক ও স্নায়ুর জন্য উপকারী এই বাদাম স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে৷ এছাড়াও পেশির দুর্বলতা দূর করে৷ যৌন ক্ষমতাও বৃদ্ধি পায় আমন্ডের গুণে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Health benefits of soaked almond : প্রাতরাশে খান রাতভর ভেজানো আমন্ড, বাড়বে স্মৃতিশক্তি ও কমবে মধুমেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল