TRENDING:

Miracle Fruit: তীব্র টককে করে মধুর মতো মিষ্টি! ক্যানসার, ডায়াবেটিসের মতো রোগে উপকারী 'মিরাকল ফ্রুট'কে চেনেন কি?

Last Updated:

অদ্ভুত গুণের জন্য এর নামই অলৌকিক ফল বা ‘মিরাকল ফ্রুট’৷ পাশাপাশি ক্যানসারের মতো কঠিন রোগের চিকিৎসাতেও ব্যবহৃত হয় এই আশ্চর্য ফল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বে এমন অনেক গাছপালা রয়েছে যাদের গুণ জানলে আশ্চর্য হতে হয়৷ প্রকৃতির খেয়ালে বেশ কিছু গাছপালার কিছু ফুল, ফল এমনই হয় যাদের কিছু অদ্ভুত গুণ রয়েছে৷ অনেকসময় এইসব সাধারণ ফল, ফুলের গুণ আমরা জানিও না৷ তেমনই একটি ফলের কথা জানানো হল এই প্রতিবেদনে৷ প্রকৃতিতে এমনই এক ফল পাওয়া যায় যা প্রচন্ড টক যেকোনও কিছুকে মিষ্টি করে দিতে পারে৷ এই ফলের অদ্ভুত গুণের জন্যই এর নাম অলৌকিক ফল বা ‘মিরাকল ফ্রুট’৷ পাশাপাশি ক্যানসারের মতো কঠিন রোগের চিকিৎসাতেও ব্যবহৃত হয় এই আশ্চর্য ফল৷
তীব্র টককে করে মধুর মতো মিষ্টি! ক্যান্সার, ডায়াবেটিসের মতো রোগে উপকারী মিরাক্কেল ফ্রুটকে চেনেন কি?
তীব্র টককে করে মধুর মতো মিষ্টি! ক্যান্সার, ডায়াবেটিসের মতো রোগে উপকারী মিরাক্কেল ফ্রুটকে চেনেন কি?
advertisement

মিরাকল ফ্রুট সপ্টিসি (Sapotaceae) ফ্যামিলির অন্তর্গত একটি ফল৷ এই ফলটি দক্ষিণ আফ্রিকার ঘানায় পাওয়া যায়। দেখতে যেন ঠিক আঙুরের মতো৷ ছোট ছোট বেরির মতো ফল৷ তবে এই ফল বিশেষ গুণ সম্পন্ন৷ টকটকে লাল রঙের এই ফলটি ১৯৬৮ সালে প্রথমবারের মতো বিশ্বের মানুষের গোচরে আসে। এরপর ওষুধ তৈরিতে এই ফলটির ব্যবহার শুরু হয়।

advertisement

কানপুরের ইউএইচএম জেলা হাসপাতালের আয়ুর্বেদাচার্য ডক্টর বিভা বর্মার এই ‘অলৌকিক ফলের’ আশ্চর্য গুণ সম্পর্কে আরও বিশদে জানালেন৷

এই প্রোটিনের কারণে স্বাদ পরিবর্তন হয়

বিজ্ঞানীরা এই ফলের মধ্যে মিরাকুলিন নামের একটি উপাদান খুঁজে পেয়েছেন, যা এক ধরনের গ্লাইকোপ্রোটিন। এটি মুখে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্বাদ কোরকে প্রভাব ফেলে। ফলে আমরা খাবারের স্বাদের পার্থক্য অনুভব করি। এর জন্য লেবু এমনকি টক ভিনিগার খেলেও এই ফল খাওয়ার ৬০ মিনিটের মধ্যেই সব কিছুর স্বাদ খুব মিষ্টি হতে শুরু করে। আসলে, এই ফলে উপস্থিত প্রোটিন (Miraculin Protien) আমাদের টেস্ট বাড পরিবর্তন করে৷

advertisement

কিভাবে টক জিনিস মিষ্টি হয়?

যখনই আমরা টক কিছু খাই, তাতে উপস্থিত pH আমাদের জিভে মিরাকুলিনের মাত্রা বদলে দেয়৷ যে কারণে জিভে মিষ্টি লাগে না। অন্যদিকে পিএইচ লেভেল কম হলে মিষ্টি লাগতে শুরু করে। সাধারণত এটি ঘটে যখন এই প্রোটিন সক্রিয় হয়। মিরাকুলিন প্রোটিন বেশি হলে, যত টক খাই না কেন, স্বাদ মিষ্টি হবে। এই ফলে থাকা মিরাকুলিনই টককে মিষ্টিতে বদলে দেওয়ার মতো আশ্বর্য্য কাণ্ড ঘটায়৷

advertisement

আরও পড়ুন: দূর হবে তিল হোক বা আঁচিল! ঘরোয়া উপায় বাতলে দিলেন আয়ুর্বেদাচার্য

ক্যান্সারের মতো রোগের চিকিৎসাতেও ব্যবহৃত হয়

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

এই ফল খাওয়ার পর আপনি প্রায় এক ঘন্টার জন্য সবকিছু মিষ্টি অনুভব করবেন। এটি ডায়েটের জন্য খুব ভাল বলে মনে করা হয়। আফ্রিকার অনেক দেশে এটি ওষুধের জন্য ব্যবহৃত হয়। এই ফলটি নাইজেরিয়ায় ডায়াবেটিস এবং হাঁপানির মতো রোগ নিরাময়েও ব্যবহৃত হয়। এছাড়া ক্যানসার ও পুরুষত্বহীনতার চিকিৎসাতেও এই ফলটি ব্যবহার করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Miracle Fruit: তীব্র টককে করে মধুর মতো মিষ্টি! ক্যানসার, ডায়াবেটিসের মতো রোগে উপকারী 'মিরাকল ফ্রুট'কে চেনেন কি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল