Skin care, Mole Removing Tips: দূর হবে তিল হোক বা আঁচিল! ঘরোয়া উপায় বাতলে দিলেন আয়ুর্বেদাচার্য

Last Updated:
শত চেষ্টা করেও যায় না তিলের কালো দাগ, সৌন্দর্য্যে বাধা হয়ে দাঁড়ায় আঁচিল৷ তবে অবাঞ্চিত তিল এবং আঁচিলকে কিছু আয়ুর্বেদিক উপায়ে সহজেই মুছে ফেলা যায়৷
1/9
সুন্দর, কোমল, দাগহীন ত্বক সকলেরই কাম্য৷ অনেক সময় এই ইচ্ছেয় বাধ সাধে অযাচিত তিল বা আঁচিল৷ বাহ্যিক বা আভ্যন্তরিন কোনও সমস্যার কারণে শরীরে ব্ল্যাক স্পট দেখা দিলে তা বিভিন্ন উপায়ে সহজেই মুছে ফেলা যায়৷ কিন্তু না চাইতেই গজিয়ে ওঠা তিলকে নিয়ে মুশকিলে পড়তে হয়৷ শত চেষ্টা করেও যায় না তিলের কালো দাগ, সৌন্দর্য্যে বাধা হয়ে দাঁড়ায় আঁচিল৷ তবে অবাঞ্চিত তিল এবং আঁচিলকে কিছু আয়ুর্বেদিক উপায়ে সহজেই মুছে ফেলা যায়৷
সুন্দর, কোমল, দাগহীন ত্বক সকলেরই কাম্য৷ অনেক সময় এই ইচ্ছেয় বাধ সাধে অযাচিত তিল বা আঁচিল৷ বাহ্যিক বা আভ্যন্তরিন কোনও সমস্যার কারণে শরীরে ব্ল্যাক স্পট দেখা দিলে তা বিভিন্ন উপায়ে সহজেই মুছে ফেলা যায়৷ কিন্তু না চাইতেই গজিয়ে ওঠা তিলকে নিয়ে মুশকিলে পড়তে হয়৷ শত চেষ্টা করেও যায় না তিলের কালো দাগ, সৌন্দর্য্যে বাধা হয়ে দাঁড়ায় আঁচিল৷ তবে অবাঞ্চিত তিল এবং আঁচিলকে কিছু আয়ুর্বেদিক উপায়ে সহজেই মুছে ফেলা যায়৷
advertisement
2/9
আয়ুর্বেদাচার্য্য ড: বিভা বর্মা জানালেন ত্বক থেকে কোন কোন উপায়ে কীভাবে ঘরোয়া উপায়েই তুলে ফেলা যাবে তিল৷ যদিও শরীরের কিছু স্থানে তিল হলে তা সৌন্দর্য্য আরও বাড়িয়ে দেয়৷ তবে সমস্যা পড়তে শরীরে তিলের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে৷ কিংবা না চাইতেই কোনও জায়গায় তিল জন্মালে৷
আয়ুর্বেদাচার্য্য ড: বিভা বর্মা জানালেন ত্বক থেকে কোন কোন উপায়ে কীভাবে ঘরোয়া উপায়েই তুলে ফেলা যাবে তিল৷ যদিও শরীরের কিছু স্থানে তিল হলে তা সৌন্দর্য্য আরও বাড়িয়ে দেয়৷ তবে সমস্যা পড়তে শরীরে তিলের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে৷ কিংবা না চাইতেই কোনও জায়গায় তিল জন্মালে৷
advertisement
3/9
কোন কোন ঘরোয়া উপায়ে মুছে ফেলা যাবে তিল বা আঁচিল? নীচে দেওয়া হল তালিকা
কোন কোন ঘরোয়া উপায়ে মুছে ফেলা যাবে তিল বা আঁচিল? নীচে দেওয়া হল তালিকা
advertisement
4/9
নারকেল তেল: নারকেল তেল শরীর থেকে অবাঞ্ছিত তিল মুছে ফেলার ক্ষমতা রাখে। শরীর থেকে আঁচিল তুলে ফেলতেও করতেও নারকেল তেল ব্যবহার করতে পারেন৷ এজন্য নারকেল তেল নিয়ে হালকা হাতে আঁচিল বা তিলের ওপর মালিশ করুন। এটি নিয়মিত করলে আপনার আঁচিলের রং হালকা হতে শুরু করবে। ধীরে ধীরে শরীর থেকে আঁচিল হোক কিংবা তিল মুছে যেতে শুরু করবে।
নারকেল তেল: নারকেল তেল শরীর থেকে অবাঞ্ছিত তিল মুছে ফেলার ক্ষমতা রাখে। শরীর থেকে আঁচিল তুলে ফেলতেও করতেও নারকেল তেল ব্যবহার করতে পারেন৷ এজন্য নারকেল তেল নিয়ে হালকা হাতে আঁচিল বা তিলের ওপর মালিশ করুন। এটি নিয়মিত করলে আপনার আঁচিলের রং হালকা হতে শুরু করবে। ধীরে ধীরে শরীর থেকে আঁচিল হোক কিংবা তিল মুছে যেতে শুরু করবে।
advertisement
5/9
মধু এবং তিসি: মুখের তিল কিংবা আঁচিল দূর করতে মধু ও তিসিও ব্যবহার করতে পারেন। মধু অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এটি ওয়ার্টস্ বা আঁচিল অপসারণের জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। শরীর থেকে আঁচিল বা তিল দূর করতে প্রথমে তিসির তেল ফ্ল্যাক্সসিড ওয়েল নিন। এবার এতে কিছু মধু মেশান। এই মিশ্রণ ত্বকে লাগান।
মধু এবং তিসি: মুখের তিল কিংবা আঁচিল দূর করতে মধু ও তিসিও ব্যবহার করতে পারেন। মধু অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। এটি ওয়ার্টস্ বা আঁচিল অপসারণের জন্য একটি দুর্দান্ত বিকল্প হতে পারে। শরীর থেকে আঁচিল বা তিল দূর করতে প্রথমে তিসির তেল ফ্ল্যাক্সসিড ওয়েল নিন। এবার এতে কিছু মধু মেশান। এই মিশ্রণ ত্বকে লাগান।
advertisement
6/9
মধু এবং হলুদ: স্বাস্থ্য ভাল রাখার জন্য মধুকে খুবই উপকারী বলে মনে করা হয়। পাশাপাশি হলুদের রয়েছে অসংখ্য গুণ৷ মধু এবং হলুদকে কাজে লাগিয়ে তিল দূর করতে এক চা চামচ মধুতে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি আঁচিলের ওপর লাগান। ১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে পরিষ্কার করুন। এই উপায়ে ত্বকের উজ্জ্বলতাও ফিরে পাবেন৷
মধু এবং হলুদ: স্বাস্থ্য ভাল রাখার জন্য মধুকে খুবই উপকারী বলে মনে করা হয়। পাশাপাশি হলুদের রয়েছে অসংখ্য গুণ৷ মধু এবং হলুদকে কাজে লাগিয়ে তিল দূর করতে এক চা চামচ মধুতে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি আঁচিলের ওপর লাগান। ১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে পরিষ্কার করুন। এই উপায়ে ত্বকের উজ্জ্বলতাও ফিরে পাবেন৷
advertisement
7/9
অ্যালোভেরা: অ্যালোভেরা শরীর থেকে আঁচিল বা তিল দূর করতে খুবই উপকারী বলে মনে করা হয়। এটি ব্যবহার করতে, 1 চা চামচ অ্যালোভেরা জেলে সামান্য চুনের গুঁড়া মেশান। এর পর সারারাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলুন। এতে করে আঁচিল ও তিলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
অ্যালোভেরা: অ্যালোভেরা শরীর থেকে আঁচিল বা তিল দূর করতে খুবই উপকারী বলে মনে করা হয়। এটি ব্যবহার করতে, 1 চা চামচ অ্যালোভেরা জেলে সামান্য চুনের গুঁড়া মেশান। এর পর সারারাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলুন। এতে করে আঁচিল ও তিলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
8/9
অ্যাপেল সাইডার ভিনিগার: বাড়িতে ব্যবহারের জন্য অ্যাপেল সাইডার ভিনিগার স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী। আঁচিল দূর করতেও ব্যবহার করতে পারেন। এর জন্য একটি তুলোর বলে নিয়ে সামান্য পরিমাণ আপেল সাইডার ভিনেগার লাগান। এটি দিনে প্রায় ৩ বার আঁচিলের উপর লাগান। এটি করলে, আপনি কয়েক দিনের মধ্যে পার্থক্য দেখতে পাবেন।
অ্যাপেল সাইডার ভিনিগার: বাড়িতে ব্যবহারের জন্য অ্যাপেল সাইডার ভিনিগার স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী। আঁচিল দূর করতেও ব্যবহার করতে পারেন। এর জন্য একটি তুলোর বলে নিয়ে সামান্য পরিমাণ আপেল সাইডার ভিনেগার লাগান। এটি দিনে প্রায় ৩ বার আঁচিলের উপর লাগান। এটি করলে, আপনি কয়েক দিনের মধ্যে পার্থক্য দেখতে পাবেন।
advertisement
9/9
কাটা আলু: শরীর থেকে অবাঞ্ছিত তিল দূর করতেও আলুর ব্যবহারও উল্লেখ্যযোগ্য। এর জন্য, যেখানে সমস্যা সেই জায়গায় একটি টুকরো আলু রাখুন। এর পর আঁচিলের বা তিলের ওপর ধীরে ধীরে ঘষুন। এই প্রক্রিয়াটি দিনে ৩ থেকে ৪ বার করতে হবে। এতে করে আঁচিল শুকিয়ে যেতে শুরু করে।
কাটা আলু: শরীর থেকে অবাঞ্ছিত তিল দূর করতেও আলুর ব্যবহারও উল্লেখ্যযোগ্য। এর জন্য, যেখানে সমস্যা সেই জায়গায় একটি টুকরো আলু রাখুন। এর পর আঁচিলের বা তিলের ওপর ধীরে ধীরে ঘষুন। এই প্রক্রিয়াটি দিনে ৩ থেকে ৪ বার করতে হবে। এতে করে আঁচিল শুকিয়ে যেতে শুরু করে।
advertisement
advertisement
advertisement