TRENDING:

Uric Acid Control Tips: শরীরের কোনায় কোনায় ইউরিক অ্যাসিডের ভয়ঙ্কর ব‍্যথা! শুধু পান পাতা এইভাবে ব‍্যবহার করলেই কেল্লাফতে

Last Updated:

Uric Acid Control Tips: পান পাতায় ট্যানিন, প্রোপেন, অ্যালকালয়েড এবং ফিনাইলের মতো অনেক পুষ্টি উপাদান থাকে, যা শরীরকে নানা রোগের হাত থেকে বাঁচায়।এই পাতা চিবিয়ে খেলে শরীরের ব্যথা ও ইউরিক অ্যাসিড কমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ পান পাতায় ট্যানিন, প্রোপেন, অ্যালকালয়েড এবং ফিনাইলের মতো অনেক পুষ্টি উপাদান থাকে, যা শরীরকে নানা রোগের হাত থেকে বাঁচায়।এই পাতা চিবিয়ে খেলে শরীরের ব্যথা ও ইউরিক অ্যাসিড কমে। শরীরে বাড়তে থাকা ইউরিক অ্যাসিড কমাতে পান খুবই কার্যকরী। চাইলে এই পাতার শরবত বানিয়েও খাওয়া যেতে পারে।
health benefit of betel leaves it can control uric acid and decrease gout pain immediately
health benefit of betel leaves it can control uric acid and decrease gout pain immediately
advertisement

আরও পড়ুনঃ ফল তো সকলেই খাই! এই একটি ফলের বীজ মারাত্মক ‘বিষাক্ত’… ভুল করে খেলে মৃত‍্যুও হতে পারে

ইউরিক অ্যাসিড

শুধু ইউরিক অ্যাসিডই নয় পেট সংক্রান্ত নানা সমস্যায় পানের জুড়ি মেলা ভার। পান পাতা হজম শক্তি বৃদ্ধি করে। এছাড়াও এই পাতা খেলে কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটির মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। তাছাড়া আলসারের মতো রোগ সারাতেও এই পাতা খুবই উপকারী।

advertisement

দাঁতের সমস্যা

পান চিবিয়ে খেলে দাঁতের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দাঁতের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়। তবে এটি খাওয়ার আগে মনে রাখতে হবে সুপারি, তামাক, চুন ইত্যাদি যেন না থাকে। পান চিবিয়ে খেলে মাড়ির ফোলার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও পান কার্যকরী। এই পাতায় উপস্থিত উপাদানগুলি শর্করার মাত্রা বাড়াতে বাধা দেয়।

advertisement

আরও পড়ুনঃ রাত নয়, রোজ সকালেই ‘এই’ কাজ, হুড়মুড়িয়ে ওজন কমবেই, ৭ দিনে হবে মারকাটারি ফিগার!

ঠান্ডা-অ্যালার্জি-মাথাব্যথা

এ ছাড়া ঠাণ্ডা, অ্যালার্জি, মাথাব্যথা থেকেও মুক্তি দিতে পারে পান। সর্দি-কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিসের মতো রোগ দূর করতেও সাহায্য করে পান। আয়ুর্বেদে তাই পানের গুরুত্ব অপরিসীম। শ্বাসযন্ত্র ভাল রাখতে নিয়মিত পান খাওয়ার অভ্যাস করতে পারলে ভাল। প্রচণ্ড চিন্তায় বিভ্রান্ত লাগছে? এক টুকরো পান চিবিয়ে দেখুন। পান পাতায় থাকা ফেনোলিক নামক যৌগটি শরীর এবং মনকে শান্ত রাখতে সাহায্য করে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Uric Acid Control Tips: শরীরের কোনায় কোনায় ইউরিক অ্যাসিডের ভয়ঙ্কর ব‍্যথা! শুধু পান পাতা এইভাবে ব‍্যবহার করলেই কেল্লাফতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল