General Knowledge: ফল তো সকলেই খাই! এই একটি ফলের বীজ মারাত্মক 'বিষাক্ত'... ভুল করে খেলে মৃত্যুও হতে পারে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
General Knowledge: আপেলের মতো পুষ্টিকর ফল খুব কমই হয়৷ কিন্তু এই আপেলের বীজই হতে পারে ভয়ঙ্কর ক্ষতিকর৷ শরীরে অত্যধিক মাত্রায় সায়ানাইড গেলে হার্ট ও ব্রেন অচল হয়ে যেতে পারে। কোমায় চলে যাওয়া, এমনকি, মৃত্যুও হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
আপেলের মতো পুষ্টিকর ফল খুব কমই হয়৷ কিন্তু এই আপেলের বীজই হতে পারে ভয়ঙ্কর ক্ষতিকর৷ শরীরে অত্যধিক মাত্রায় সায়ানাইড গেলে হার্ট ও ব্রেন অচল হয়ে যেতে পারে। কোমায় চলে যাওয়া, এমনকি, মৃত্যুও হতে পারে। শরীরে অল্প পরিমাণে সায়ানাইড গেলে মাথা ধরা, বমি, পেট ব্যথা, দুর্বলতা, খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।
advertisement
advertisement
২০১৫ সালের একটি গবেষণা অনুসারে, এক গ্রাম আপেলের বীজে অ্যামিগডালিনের পরিমাণ আপেলের বিভিন্নতার উপর নির্ভর করে। প্রতি কিলোগ্রাম শরীরের ওজনে ১ মিলিগ্রাম সায়ানাইড ক্ষতিকারক। এক একটি আপেলের দানায় থাকে গড়ে ০.৪৯ মিলিগ্রাম সায়ানোজেনিক যৌগ। একটি আপেলে গড়ে ৮টির মতো বীজ থাকে। অর্থাত্‍ গোটা আপেলে মোট সায়ানাইডের পরিমাণ দাঁড়াচ্ছে ৩.৯২ মিলিগ্রাম।(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)