আরও পড়ুন- বিয়ের রাতে সাদা বিছানায় গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখার রহস্য কী জানেন?
চলমান রোম্যান্টিক সপ্তাহের অর্থাৎ ভ্যালেন্টাইনস উইকের (Valentine’s Week) সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন হল আলিঙ্গন দিবস (Hug Day 2022)। একে অপরকে ভালোবাসার কথা বলার জন্য, পাশে থাকার আশ্বাস দেওয়ার জন্য উষ্ণ আলিঙ্গন বিনিময় দিয়েই শ্রেষ্ঠরূপে পালিত হতে পারে আলিঙ্গন দিবস (Hug Day 2022)।তবে শুধুই কি আলিঙ্গন? ধরুন সঙ্গীর থেকে দূরে রয়েছেন আপনি, তাবলে কি জড়িয়ে ধরতে ইচ্ছা করে না? এখানে রইল কিছু আন্তরিক এবং উষ্ণ শুভেচ্ছাবার্তা এবং উদ্ধৃতি। নিজের প্রিয় মানুষকে পাঠাতে পারেন এই বার্তাগুলি।
advertisement
আরও পড়ুন- শুক্রাণুর স্বাস্থ্যের খেয়াল রাখেন না পুরুষরাই, ক্রমেই বাড়ছে পুরুষদের বন্ধ্যাত্ব!
১. ভিটামিনের মতো কাজ করে আলিঙ্গন। একটিবার জড়িয়ে ধরতে চাই প্রিয়, শুভ আলিঙ্গন দিবস (Hug Day 2022)!
২. আলিঙ্গন ঠিক যেন বুমেরাং – আলিঙ্গন করলে আলিঙ্গন ফেরতও আসে
৩. এই দূরত্ব বেড়ে ওঠা বিশ্বে এসো একে অপরকে ভালোবাসায় ভরিয়ে রাখি। হাসি এবং উষ্ণ আলিঙ্গনে সব দূরত্ব ঘুচে যাক!
৪. বহু বহু যোজন দূর থেকে উষ্ণ আলিঙ্গন পাঠাচ্ছি। আজ জড়িয়ে ধরার উৎসব। তোমাকে এই দিনে বড় মনে পড়ে। শুভ আলিঙ্গন দিবস, প্রিয়!
৫. আমার ভালোবাসাকে শব্দে প্রকাশ করতে পারিনা, তবে তোমাকে আঁকড়ে জড়িয়ে রাখতে তো পারি। আমাদের মাঝের এই উষ্ণতা আরও ছড়িয়ে পড়ুক। আলিঙ্গন দিবসের শুভেচ্ছা, প্রিয়!
৬. আলিঙ্গনের জন্য কোনও অর্থ লাগে না অথচ নিমেষে সব কষ্ট ভুলিয়ে দিতে পারে এর আবেগ। ভালোবাসা ছড়িয়ে যাক বিনামূল্যে!
৭. সারাজীবন আমি চাই তোমার কাছাকাছি থাকতে, তোমাকে জড়িয়ে রাখতে, হারাতে চাইনা এই বন্ধনটুকু।
৮. জাদু কি ঝাপ্পি পাঠালাম, এত দূর থেকে এই উষ্ণতা ভেসে যাক, জড়িয়ে ধরুক তোমায়। সব কষ্টের মলম হয়ে যাক আমার এই আলিঙ্গন।