রাসায়নিক স্ট্রেটনার এবং পার্মানেন্ট হেয়ার ডাইয়ের কারণে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ছে বলে উঠে এসেছে এই গবেষণায়। ফলে এই সংক্রান্ত বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা আরও জোরালো হয়ে উঠল। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যানসার-এ প্রকাশিত হয়েছে এই গবেষণা। এর জন্য প্রায় ৪৬৭০৯ জন মহিলার কাছ থেকে তথ্য সংগ্রহ করে পরীক্ষানিরীক্ষা চালানো হয়েছিল।
আসলে এই মহিলারা এক দীর্ঘমেয়াদি গবেষণার অংশ ছিলেন। পারিবারিক ইতিহাস থাকা মহিলাদের স্তন ক্যানসারের ঝুঁকি বেশি কি না, সেই বিষয়ে পরীক্ষা করা হয়েছিল। তাতে যা ফলাফল বেরিয়েছে, সেটা খুবই উদ্বেগজনক।
advertisement
গবেষণা থেকে জানা গিয়েছে যে, যেসব মহিলারা পার্মানেন্ট হেয়ার ডাই ব্যবহার করেছেন, তাঁদের অন্যদের তুলনায় স্তন ক্যানসারের ঝুঁকি ৯ শতাংশ বেশি। ব্যবহারের হারের তুলনা করলে দেখা যাবে আমেরিকান মহিলাদের তুলনায় বেশি অর্থাৎ প্রায় ৬০ শতাংশ বেশি ঝুঁকির মুখে রয়েছেন আফ্রিকান আমেরিকান মহিলারা।
অন্তত পাঁচ থেকে আট সপ্তাহ ধরে যাঁরা রাসায়নিক হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেছেন, তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি ৩০ শতাংশ বেশি হয়ে গিয়েছিল। আসলে কিছু প্রসাধনী সামগ্রীতে বিপজ্জনক রাসায়নিক থাকে। যার জেরে গুরুতর স্বাস্থ্যজনিত সমস্যা হতে পারে। এর পাশাপাশি হেয়ার প্রোডাক্টের বিপজ্জনক উপাদানকে দুটি মূল ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই স্টাডিতে।
এন্ডোক্রিন-ডিসরাপ্টিং কমপাউন্ডস (ইডিসি):
এই ধরনের ড্রাগস দেহের হরমোনের অনুকরণ করে দেহের হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়। যার জেরে ক্যানসার এবং জননতন্ত্র সংক্রান্ত রোগ হতে পারে।
কার্সিনোজেন:
এই উপাদানগুলি ডিএনএ ক্ষতিগ্রস্ত করে অথবা কোষের কার্যকারিতায় হস্তক্ষেপ করে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। হেয়ার প্রোডাক্টে প্রাপ্ত উপাদানের ক্ষেত্রে আইন আরও জোরদার করতে হবে। সেই সঙ্গে গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি।
যদিও হেয়ার প্রোডাক্ট তো বিপদ বাড়াচ্ছেই, তবে স্তন ক্যানসারের আরও নানা কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হল বয়স, জিনগত উপাদান বা জেনেটিক্স, হরমোনাল ফ্যাক্টর, লাইফস্টাইল বা জীবনযাত্রা এবং পরিবেশগত বিষয়।
বয়স:
বয়স হলে মহিলারা ঝুঁকির মুখে পড়ছেন।
জেনেটিক্স:
রোগের পারিবারিক ইতিহাস থাকলে এর আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়।
হরমোনাল ফ্যাক্টর:
হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, লেট মেনোপজ অথবা আর্লি মেনস্ট্রুয়েশনের মতো হরমোনাল ফ্যাক্টরও এর জন্য দায়ী।
জীবনযাত্রাজনিত সিদ্ধান্ত:
ধূমপান, মদ্যপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক কসরত না করতে চাওয়ার জেরেও স্তন ক্যানসার হতে পারে।