কিন্তু সমস্যা হল ভুল খাদ্যাভ্যাস এবং দূষণ। চুল ঘনও হয় না, লম্বাও। তাহলে উপায়? চিন্তা নেই। রান্নাঘরের কয়েকটা উপাদান ব্যবহার করেই ঘন চুল পাওয়া যাবে। চুল লম্বাও হবে রূপকথার রাপুনজেলের মতো। কী করতে হবে? দেখে নেওয়া যাক সেগুলো।
আরও পড়ুন: কুকুরের তাড়া খেয়ে মুখে-হাতে প্রবল চোট, হাসপাতালে জীবন-মরণ লড়াই চলছে যুবতীর!
advertisement
পেঁয়াজের রস: প্রথমে পেঁয়াজ পিষে তার জুস বের করে নিতে হবে। এবার সেটা লাগাতে হবে চুলে। শুধু পেঁয়াজের রস ব্যবহার করতে ভালো। বেশি গন্ধ লাগলে তার সঙ্গে নারকেল তেল এবং লেবুর রস মিশিয়ে নেওয়া যায়। লাগানোর পর সালফেট মুক্ত শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে চুল।
আরও পড়ুন: তড়িঘড়ি এল খাট, মধ্যরাতে নিজামে ঢুকতেই অনুব্রতকে ঘিরে একের পর এক চমক! 'যত্ন' করছে সিবিআই
রাইস ওয়াটার বা চাল ধোয়া জল: চাল ধুয়ে নেওয়ার পর যে জলটা থাকে সেটাই রাইস ওয়াটার বা চাল ধোয়া জল। এটা চুলের অব্যর্থ ওষুধ। শ্যাম্পু করার আগে চাল ধোয়া জল দিয়ে চুল ধুয়ে নিতে হবে। চুলের ডগা ফেটে গেলে রাইস ওয়াটারে ডুবিয়ে রাখলেও ভাল ফল মিলবে।
ডিম: ডিমে প্রোটিন এবং সালফার আছে। এই দুটি উপাদানই চুলকে গোড়া থেকে মজবুত করবে। শুধু তাই নয় চুলকে ঘনও করবে। একটা ডিম ফেটিয়ে তাতে অ্যালোভেরা জেল মিশিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। তারপর সেটা লাগাতে হবে চুলে। শুকোনোর জন্য ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নেওয়া যায়।
ক্যাস্টর অয়েল: ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল ভাল করে চুলের গোড়া এবং মাথার ত্বকে লাগাতে হবে। তারপর মাসাজ করতে হবে হালকা হাতে। কম করে ১ ঘণ্টা রাখার পর শ্যাম্পু করে নেওয়া যায়। ক্যাস্টর অয়েলে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে। এগুলো চুলকে ঘন করতে সাহায্য করে।
মেথি: চুল ঘন করতে মেথি অপরিহার্য। আগের দিন রাতে মেথি জলে ভিজিয়ে দিতে হবে। পরের দিন মেথি দানা পিষে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর সেটা চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিতে হবে।