বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে যে, মানসিক চাপ, অনিদ্রা এবং স্বাস্থ্যকর খাবার না-খাওয়ার ফলে ব্যাপক ভাবে চুল ঝরে যেতে থাকে। আর এই খারাপ জীবনযাপনের ধরনের কারণে চুল ঝরে যাওয়ার সমস্যা এখন ঘরে ঘরে। এই সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে কপিভার হেয়ার কেয়ার জ্যুস। কারণ এটি চুলের ফলিকলগুলিকে ভিতর থেকে পুষ্টি জুগিয়ে মজবুত করতে সাহায্য করে। তাই চুল ঝরে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অস্থায়ী কোনও সমাধানের দিকে না-ঝুঁকে আয়ুর্বেদের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন অ্যাসোচ্যাম (Assocham) পুরস্কার বিজয়ী কপিভার আর অ্যান্ড ডি-র প্রধান ডা. কৃতি সোনি (Dr. Kriti Soni)। তাঁর বক্তব্য, “বহু সমস্যার সর্বোৎকৃষ্ট চিকিৎসায় সাহায্য করে আয়ুর্বেদ (Ayurveda)। আর কপিভার এই হেয়ার কেয়ার জ্যুসটির মধ্যে রয়েছে আমলকি, অশ্বগন্ধা, ভৃঙ্গরাজ এবং ননি ফলের মতো উৎকৃষ্ট উপাদান। এই জ্যুস নিয়মিত খেলে চুলে পুষ্টির চাহিদা পূরণ তো হয়ই, সেই সঙ্গে চুল ঝরে যাওয়ার সমস্যাও নিমেষে উধাও হয়ে যায়।”
advertisement
কপিভা হেয়ার কেয়ার জ্যুস ব্যবহারের পর কী বলছেন ব্যবহারকারীরা?
কপিভার হেয়ার কেয়ার জ্যুস নিয়মিত ব্যবহার করেন চাঁদনি গুপ্ত। তাঁর দাবি, চুল ঝরার সমস্যা তো কমেছেই এবং সেই সঙ্গে নতুন করে চুল গজিয়েছে আর চুলের বাড়-বৃদ্ধিতেও বেশ উন্নতি দেখা যাচ্ছে। ডা. কৃতি সোনির সঙ্গে আলাপচারিতার সময় চাঁদনি উল্লেখ করেছেন যে, “আমি প্রায় ৩-৪ মাস ধরে কপিভা হেয়ার কেয়ার জ্যুস সেবন করছি। আর তার পর থেকেই আমার চুলের গঠন মজবুত হয়েছে। আসলে আমি গত ৫-৬ বছর ধরে হরমোনের সমস্যার জেরে চুল ঝরে যাওয়ার ঘটনার সম্মুখীন হয়েছি। আর এত দিন আমি অস্থায়ী কিংবা সাময়িক সমাধানের পথেই হেঁটেছি। যার ফলে মূল বিষয়টা বরাবরই অধরাই থেকে গিয়েছে। তবে এই হেয়ার কেয়ার জ্যুসের উপাদানগুলি দেখার পর আমার মায়ের সঙ্গে পরামর্শ করে আমি নিয়মিত ওই জ্যুস ব্যবহার করতে থাকি। আর এর ফলে আমার চুল ঝরে পড়ার সমস্যা অনেকটাই কমে গিয়েছে। এ-ছাড়া দূর হয়েছে চুল ভঙ্গুর হয়ে যাওয়ার সমস্যাও।”
আরও পড়ুন- নয়া স্মার্ট কার্ডে চমক কলকাতা মেট্রো রেলের
কপিভা হেয়ার কেয়ার জ্যুস কীভাবে চুলের সমস্যা দূর করতে সাহায্য করে? আর এর উপাদানগুলি কীভাবে কাজ করে?
কপিভা হেয়ার কেয়ার জ্যুস বেশ কয়েকটি ভেষজের একটি দারুণ মিশ্রণ, যা চুলের স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক। এই জ্যুস নিয়মিত ব্যবহার করা হলে তা ব্যবহারকারীর মাথার ত্বকে ভিতর থেকে পুষ্টি জোগায়। আসলে কেউ যদি এই ভেষজ উপাদানগুলির কোনও একটি ব্যবহার করেন, তবে তিনি ততটা সুবিধা পাবেন না। আসলে গবেষণার ভিত্তিতে তৈরি যে কোনও সংমিশ্রণ ভেষজ উপাদানগুলির শক্তি আরও বাড়িয়ে দেয়। কপিভা হেয়ার কেয়ার জ্যুসে রয়েছে আমলকি। যা চুলের জন্য খুবই উপকারী। এ-ছাড়া থাকে অশ্বগন্ধা। যা চুলের জীবনীশক্তি বাড়াতে সাহায্য করে। আবার ভৃঙ্গরাজ চুলের বৃদ্ধির জন্য সহায়ক। আর ননি ফল চুল পড়ার সমস্যা প্রতিরোধ করে।
ডা. কৃতি সোনি হেয়ার কেয়ার জ্যুসের কার্যকারিতা সম্পর্কে আরও বিশদে বলেন, “যে কোনও আয়ুর্বেদিক চিকিৎসা এবং প্রতিকারের উপায় প্রয়োগ করার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। আর সেটা হল - ধীর গতিতে এবং স্থির ভাবে দৌড়লেই জয়ী হওয়া যায়। গবেষণায় দেখা গিয়েছে যে, প্রয়োজনীয় পুষ্টির সঙ্গে স্বাস্থ্যকর জীবনযাপন আরও ভাল ফলাফল দিতে সক্ষম। জ্যুসটিতে উপস্থিত উপাদানগুলি মাথার ত্বকে রক্ত প্রবাহকে উদ্দীপিত করে এবং সেখানকার মৃত কোষগুলিকে দূর করতেও সহায়তা করে। প্রায় ৭২ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন যে, এই হেয়ার কেয়ার জ্যুস ব্যবহার করার পর তাঁদের চুলের বাড়-বৃদ্ধিতে উন্নতি হয়েছে।”
কপিভা হেয়ার কেয়ার জ্যুস দিনে মাত্র ২ গ্লাস করে সেবন করলেই কেল্লা ফতে! তার আগে দেখে নেওয়া যাক, এই জ্যুস খাওয়ার উপায়।
● প্রথমে হেয়ার কেয়ার জ্যুসের বোতলটি ভাল করে ঝাঁকিয়ে নিতে হবে।
● এর পর এক গ্লাস জলে ৩০ মিলিলিটার জ্যুস যোগ করে খেতে হবে।
আরও ভাল ফলাফল পেতে দিনে দু’বার খাওয়াদাওয়ার পর হেয়ার কেয়ার জ্যুস উপরোক্ত উপায়ে সেবন করা উচিত।