TRENDING:

Early Breakfast : সাতসকালে প্রাতরাশ সারুন, নিঃশব্দে আসা মৃত্যু থেকে দূরে থাকুন

Last Updated:

গবেষণায় দাবি, দিনের শুরুতে তাড়াতাড়ি প্রাতরাশ (Early Breakfast) করলে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করার মাত্রা (Type 2 Diabetes)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জীবনযাপন চর্চার বিভিন্ন আলোচনায় বার বার দিনের প্রথম খাবার বা ব্রেকফাস্টের উপর জোর দেওয়া হয় ৷ বলা হয়, দিনের প্রথম খাবার (Breakfast) খেতে হবে রাজার মতো ৷ তার পর ক্রমশ কমবে খাবারের পরিমাণ ৷ রাতের খাবার বা ডিনার হবে সবথেকে কম ৷ কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রেই বাস্তবে হয় এর ঠিক উল্টো ৷ এন্ডোক্রাইন সোসাইটির পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে দিনের প্রথম খাবার বা প্রাতরাশ কতটা গুরুত্বপূর্ণ ৷ গবেষণায় দাবি, দিনের শুরুতে তাড়াতাড়ি প্রাতরাশ (Early Breakfast) করলে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করার মাত্রা (Type 2 Diabetes) ৷
advertisement

চলতি বছরের মার্চে ‘দ্য এন্ডোক্রিন সোসাইটি’-র কনফারেন্স হয় ৷ ‘এন্ডো ২০২১’ শীর্ষক সেই আলোচনাসভায় গবেষকরা মতপ্রকাশ করেন যে সকালে ঘুম থেকে উঠে দ্রুত প্রাতরাশ সারলে শরীরে শর্করার মাত্রা নিয়্ন্ত্রণে থাকে ৷ ফলে টাইপ টু ডায়াবেটিসের আশঙ্কা কম হয় ৷

আমেরিকার শিকাগোর নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অন্যতম গবেষক মরিয়ম আলি জানান, গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা দিনের শুরুতে তাড়াতাড়ি প্রাতরাশ করেছেন, তাঁদের দেহে ব্লাড শুগার ও ইনসুলিন রেজিস্টান্স, দুই-ই কম ৷

advertisement

আরও পড়ুন - পুজোয় নতুন জামার সঙ্গে হাঁটু, কনুইয়ে কালো ছোপ কিন্তু বেমানান, ঘরোয়া উপকরণেই সমাধান সমস্যার

স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক গবেষণায় তাঁরা সমীক্ষা চালান ১০, ৫৭৫ জন পূ্র্ণবয়স্ক আমেরিকান নাগরিকের উপর ৷ কিন্তু কত তাড়াতাড়ি করে ফেলতে হবে প্রাতরাশ? সমীক্ষকদের পরামর্শ, সকাল ৮-৩০ টার মধ্যে প্রাতরাশ সেরে ফেলতে হবে ৷ তা হলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কম হবে ৷

advertisement

এর আগে বলা হত, ইন্টারমিটেন্ট ফাস্টিং-য়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয় ৷ কিন্তু এন্ডোক্রিনোলজিস্টদের সাম্প্রতিক এই গবেষণায় দাবি, উপবাসের সঙ্গে টাইপ টু ডায়াবেটিস বৃদ্ধি বা কমার সম্পর্ক নেই ৷ কিন্তু সঠিক সময়ে প্রাতরাশের সঙ্গে আছে ৷

আরও পড়ুন-সুষম খাবারে রোগা হওয়ার জন্য ডায়েটে রাখুন পটাশিয়াম সমৃদ্ধ এই খাবারগুলি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

তাই তাঁদের পরামর্শ, আর্লি টু রাইজ এবং আর্লি টু বেড-এর সেই প্রাচীন বার্তাতেই ৷ কারণ সাইলেন্ট কিলার বা নিঃশব্দ প্রাণঘাতী টাইপ টু ডায়াবেটিস থেকে যায় জীবনভর ৷ এই অসুখে শরীর ইনসুলিনকে সঠিক পথে ব্যবহার করতে পারে না ৷ জলতেষ্টা বেড়ে যাওয়া, খিদে, ক্লান্তি, ঝাপসা দৃষ্টি, ঘনঘন প্রস্রাবের বেগ-এ সবই টাইপ টু ডায়াবেটিস-এর উপসর্গ ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Early Breakfast : সাতসকালে প্রাতরাশ সারুন, নিঃশব্দে আসা মৃত্যু থেকে দূরে থাকুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল