Potassium rich food : সুষম খাবারে রোগা হওয়ার জন্য ডায়েটে রাখুন পটাশিয়াম সমৃদ্ধ এই খাবারগুলি

Last Updated:

একাধিক উপকারিতার পাশাপাশি পটাশিয়াম কার্যকর ওজন কমানোর ক্ষেত্রেও (Potassium to shed weight)

ওজন কমানোর ক্ষেত্রে পটাশিয়াম খুব গুরুত্বপূর্ণ ৷ একাধিক উপকারিতার পাশাপাশি পটাশিয়াম কার্যকর ওজন কমানোর ক্ষেত্রেও (Potassium to shed weight) ৷ হার্ট ও কিডনির সুস্থতার পিছনেও পটাশিয়ামের (Potasssium) ভূমিকা আছে ৷ পটাশিয়াম সমৃদ্ধ কোন কোন খাবার নিত্য ডায়েটে রাখতে হবে, জেনে নিন৷
ফ্ল্যাক্সসিড :
পটাশিয়াম সমৃদ্ধ ফ্ল্যাক্সসিড হল সুপারফুড ৷ কাঁচা অবস্থায় বা ব্লেন্ড করে স্মুদি হিসেবে এই সুপারফুড খাওয়া যায় ৷ ওজন কমাতে ফ্ল্যাক্সসিড কার্যকর ৷
advertisement
কলা :
পটাশিয়াম ছাড়াও কলায় প্রচুর আয়রন আছে ৷ পরিমিত পরিমাণে এবং দিনের সঠিক সময়ে কলা খেলে তা ওজন হ্রাসের ক্ষেত্রে উপকারী ৷
advertisement
অ্যাভোকাডো :
ম্যাশ করে বা স্প্রেড হিসেবে অ্যাভোকাডো খাওয়া যায় ৷ বাড়তি ওজন কমানোর ক্ষেত্রে এই ফল উপকারী ৷
পটাশিয়ামের পাশাপাশি মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ৷ ব্রেনের স্বাস্থ্যের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অত্যাবশ্যক ৷ কম ক্যালরির মাছ ওজন কমাতে খুবই দরকার ৷
advertisement
চানা :
ক্যালরি কম থাকার জন্য চানাও প্রয়োজনীয় ডায়েটিং-এর ক্ষেত্রে ৷ রাতভর ভিজিয়ে রাখার পর তেলমশলা কম দিয়ে চানার বিভিন্ন পদ বানিয়ে নেওয়াই যায় ৷
রাঙা আলু :
আলুর বদলে বেছে নিন রাঙা আলু ৷ সিদ্ধ করে নিয়ে তার উপর সামান্য মশলা ছড়িয়ে খাওয়া যায় ৷ ১০০ গ্রাম রাঙা আলুতে ৩৩৭ মিলিগ্রাম পটাশিয়াম আছে ৷
advertisement
রাজমায় পটাশিয়াম ও প্রোটিন আছে ৷ ডায়েটে নিয়মিত রাজমা থাকলে ৩৫ শতাংশ অবধি রাজমার প্রয়োজনীয়তা পূ্র্ণ হয় ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Potassium rich food : সুষম খাবারে রোগা হওয়ার জন্য ডায়েটে রাখুন পটাশিয়াম সমৃদ্ধ এই খাবারগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement